1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপিএল শুরু

১০ ফেব্রুয়ারি ২০১২

প্রথম খেলা ছিল সিলেট রয়্যাল্স এবং বরিশাল বার্নার্স’এর মধ্যে৷ তাতে ক্রিস গেইল সেঞ্চুরির কারণে খুব সহজেই জিতে যায় বরিশাল৷ গেইল ৪৪ বলে ৭টি চার আর ১০টি ছক্কার সাহায্যে করেন ১০১ রান৷ শের-এ-বাংলা স্টেডিয়ামে হয়েছে খেলাটি৷

ক্রিস গেইলছবি: AP

টসে জিতে বরিশাল বার্নার্স ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়৷ ব্যাট করতে নামে সিলেট রয়্যাল্স'এর কামরান আকমল এবং ইমরুল কায়েস৷ নয় বলে মাত্র ৮ রান সংগ্রহ করেন আকমল৷ আর ১৮ বলে একুশ রান করে বিদায় নেন কায়েস৷ আকমলের জায়গায় আসেন পিটার ট্রেগো৷ তিনি ৫৪ বলে ৬২ রান করেন৷ চার উইকেটের বিনিময়ে সিলেট রয়্যাল্স সংগ্রহ করে ১৬৫ রান৷ খেলা চলে এক ঘন্টা আঠার মিনিট৷

এরপর মাঠে নামে বরিশাল বার্নার্স৷ ওপেনার ব্যাটসম্যান ক্রিস গেইল এবং আহমেদ শেহজাদ৷ মাত্র ১৩ ওভারে কোন উইকেট না হারিয়ে বরিশাল বার্নার্স সংগ্রহ করে তাদের কাঙ্খিত রান৷ ক্রিস গেইল ৪৪ বলে ১০১ রান করেন৷ থাকেন অপরাজিত৷ অন্যদিকে আহমেদ শাহজাদ ৩৫ বলে ৫৬ রান সংগ্রহ করেন৷ তিনিও অপরাজিত থাকেন৷ এই জুটি খেলা শেষ করেন ৫৬ মিনিটের মধ্যে৷

প্লেয়ার অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয় ক্রিস গেইলকে৷ ৪৪ বলে তিনি ৭টি চার এবং ১০ ছক্কা মারেন৷ স্কট স্টাইরিস বল করতে আসেন এক ওভারে তিনি ক্রিস গেইলকে ২৭ রান সংগ্রহ করতে দেন৷ পেটার ট্রেগো দেন ২৩ রান এবং অলক কাপালি দেন ১৮ রান৷

আহমেদ শেহজাদ একেবারে খারাপ খেলেননি৷ ৩৫ বলে তিনি ৬৫ রান করেন৷ এর মধ্যে ছিল ৯টি চার এবং একটি ছক্কা৷ বরিশাল বার্নার্সের অন্যান্য খেলোয়াড়দের মাঠে নামার প্রয়োজন পড়েনি৷ তারা গ্যালারিতে বসে শুধু খেলা উপভোগ করেছেন ৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ