1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডকুমেন্টা’

১২ জুন ২০১২

আধুনিক ও সমসাময়িক চিত্রকলার অন্যতম বড় প্রদর্শনী ‘ডকুমেন্টা’৷ আগামী পাঁচ-দশ বছর চিত্রশিল্পীরা কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন, তার একটা ধারণা দেয় ডকুমেন্টা৷ জার্মানির কাসেল শহরে শুরু হয়েছে এ বছরের প্রদর্শনী৷

ছবি: picture-alliance/dpa/Getty Images/AP

১৯৫৫ সালে প্রথম ডকুমেন্টার আয়োজন করা হয়েছিল৷ তখন থেকে প্রতি পাঁচ বছর পর পর জার্মানির কাসেলে এই প্রদর্শনী হয়ে থাকে৷ অনেক নতুন শিল্পী সেখানে তাদের ক্যারিশমা দেখিয়ে বিখ্যাত হয়েছেন৷ যেমন চীনা শিল্পী আই ওয়েওয়ে৷ ২০০৭ সালের ডকুমেন্টায় অংশ নিয়ে তিনি সবার প্রিয় হয়ে ওঠেন৷ অনেকে ডকুমেন্টা'কে চিত্রকলার অলিম্পিক বলে থাকেন৷

বাংলাদেশের চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান অনেকদিন জার্মানিতে ছিলেন৷ এসময় তিনি কয়েকবার ডকুমেন্টায় গিয়েছিলেন৷ কথা হচ্ছিল তাঁর সঙ্গে৷ তিনি বললেন, ‘‘ডকুমেন্টা হচ্ছে একটা ঘটনা৷ ১০০ দিন ধরে এটা চলে৷ যারা ভিজ্যুয়াল আর্ট নিয়ে ভাবেন, যাদের এর প্রতি আগ্রহ আছে তাদের কাছে ডকুমেন্টা একটা বিশাল ব্যাপার৷ আগামী পাঁচ দশ বছরে পৃথিবীতে যে বিভিন্ন চিত্র প্রদর্শনী হবে বা শিল্পীদের সমাগম হবে তার একটা দিক নির্দেশনা দিয়ে থাকে৷''

রহমান বলেন, ডকুমেন্টা কর্তৃপক্ষ একজন কিউরেটর নিয়োগ দেন৷ এই কিউরেটরই পাঁচ বছর ধরে ডকুমেন্টার মটো কী হবে, কারা সেখানে অংশ নেবেন এসব বিষয় ঠিক করে থাকেন৷ অর্থাৎ পুরো দায়িত্ব থাকে একজন কিউরেটরের ওপর৷ এবার যার ভার পড়েছে ক্যারোলিন ক্রিস্টোভ-বাকারগিয়েভ'এর ওপর৷ তিনি এবারের ডকুমেন্টার জন্য যে মটো ঠিক করেছেন সেটা হচ্ছে ‘কোল্যাপস অ্যান্ড রিকভারি', অর্থাৎ ‘ধ্বংস এবং পুনরুদ্ধার'৷ বর্তমানে বিশ্বে যে মারামারি, হানাহানি আর ধ্বংসযজ্ঞ চলছে সেটাকেই মটো হিসেবে বেছে নিয়েছেন বাকারগিয়েভ৷

ছবি: dapd

ডকুমেন্টা চলাকালীন পুরো কাসেল শহরটা যেন একটা জাদুঘরে পরিণত হয়৷ কেননা এসময় শহরের কয়েকটা জাদুঘর থাকে ডকুমেন্টার শিল্পীদের চিত্রকর্মে ঠাসা৷ এছাড়া পার্ক এমনকি রেল স্টেশনেও দেখা যায় বিভিন্ন চিত্রকর্ম৷ অনেক শিল্পীকে খোলা জায়গায় তাঁর চিত্রকর্মের কাজ করতে দেখা যায়৷ এসময় তারা দর্শকদের সঙ্গেও মতবিনিময় করেন৷

এবারের ডকুমেন্টা উপলক্ষ্যে চীনা শিল্পী সঙ ডঙ ময়লার এক স্তুপকে নতুন করে জন্মানো ঘাস দিয়ে সাজিয়ে তুলেছেন৷ আর থাই দুই শিল্পী সাদা রঙয়ের একটি ভাস্কর্য গড়েছেন৷ তাদের মতে, সেটা হচ্ছে ভুতের প্রতিকৃতি৷ থাইল্যান্ডে রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণ করিয়ে দেবে এই ভাস্কর্য৷ এছাড়া এবার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ওজনের উল্কাপিণ্ড দেখানোর পরিকল্পনা করেছিলেন৷ অবশ্য শেষ পর্যন্ত সেটা বাতিল করা হয়৷

কাসেল ছাড়াও আফগানিস্তান, মিশর ও ক্যানাডায়ও ডকুমেন্টার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ যেমন আফগানিস্তানে হবে একটি প্রদর্শনী৷ এছাড়া একটা ফিল্ম সিরিজও হবে সেখানে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ