1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুল্কমুক্ত বাণিজ্যের পথে যুক্তরাষ্ট্র-ইইউ

২৬ জুলাই ২০১৮

আমদানি-রপ্তানিতে কীভাবে সব বাধা দূর করা যায়, সে ব্যাপারে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার৷ এর ফলে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ এড়ানো গেল বলে মনে করছেন বিশ্লেষকরা৷

ছবি: Reuters/J. Roberts

যুক্তরাষ্ট্র ও ইইউ মিলে বিশ্বের প্রায় ৫০ শতাংশ বাণিজ্য নিয়ন্ত্রণ করে৷ ফলে গত কয়েক মাসে পরস্পরের ওপর নানা ধরনের শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী শঙ্কা দেখা দিয়েছিলো৷ বুধবার হোয়াইট হাউজে ট্রাম্প ও ইয়ুংকার বৈঠকের পর বাণিজ্য নিয়ে দুই পক্ষে চলা উত্তেজনা নিরসনের অঙ্গীকার করেন দুই নেতা৷

আলোচনার মূল সিদ্ধান্ত

বৈঠক শেষে যে কোনো ঘোষণা আসতে পারে, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ৷ অথচ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদেরও অবাক করে দিয়ে একমত হওয়া মূল বিষয়গুলো জানান দুই নেতা৷

- যুক্তরাষ্ট্র ও ইইউ ‘শুল্কমুক্ত রপ্তানি, শুল্ক সংক্রান্ত সব বাধা দূর করা এবং গাড়ি ছাড়া অন্যান্য শিল্পপণ্যে ভর্তুকি বন্ধ' করার লক্ষ্যে কাজ করবে৷

- ইইউ যুক্তরাষ্ট্র থেকে ভাল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস কিনবে, বাড়াবে সয়াবিন আমদানিও৷

- উভয় পক্ষই নতুন করে কোনো শুল্ক বোঝা চাপানো থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর চাপানো শুল্ক ইইউ পুনর্বিবেচনা করবে৷

- যুক্তরাষ্ট্র ও ইইউ যৌথভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা- ডাব্লিউটিও পুনর্গঠনে কাজ করবে৷ ট্রাম্প শুরু থেকেই অ্যামেরিকার প্রতি বিমাতাসুলভ আচণের অভিযোগ তুলে আসছেন বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে৷

এর আগে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক চাপায় অ্যামেরিকা৷ ইউরোপও পিনাট বাটার, হুইস্কি ও মোটরসাইকেলের মতো কিছু পণ্যের উপর শুল্ক চাপিয়ে তার পালটা জবাব দেয়৷ এরপর গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির উপরও শাস্তিমূলক শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প৷ এর ফলে জার্মানির মতো গাড়ি রপ্তানিকারক দেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছিলো৷

প্রতিক্রিয়া

জার্মানির অর্থমন্ত্রী পেটার আল্টমায়ার দুই নেতাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন৷ তিনি বলেন, এ বৈঠকের ফলে একটি বিশাল ‘বাণিজ্য যুদ্ধ' এড়ানো সম্ভব হয়েছে এবং ‘লাখ লাখ চাকরি' বাঁচানো সম্ভব হয়েছে৷

তবে এই বৈঠককে সতর্কতার সাথে স্বাগত জানিয়েছেন জার্মান চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স- ডিআইএইচকের প্রেসিডেন্ট এরিক শোয়াইৎসার৷ গাড়ি আমদানিতে শুল্ক আরোপের হুমকি সংক্রান্ত জটিলতার এখনও সুনির্দিষ্ট সমাধান হয়নি বলে সবাইকে মনে করিয়ে দেন তিনি৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘প্রস্তাবিত চুক্তি সঠিক পথেই এগুচ্ছে, কিন্তু অনেকক্ষেত্রে সন্দেহের অবকাশ এখনও রয়েই যাচ্ছে৷''

তবে মার্কিন রাজনীতিবিদদের পক্ষ থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া৷ কৃষির জন্য বিখ্যাত রাজ্য আইওয়ার রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট ইইউয়ের সয়াবিন কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছেন৷

তবে এই বৈঠকের সিদ্ধান্ত ‘অবাস্তব' বলছেন ইইউতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত অ্যান্থনি গার্ডনার৷ তিনি বলছেন, ইইউ কয়েকটি দেশের একটি সংস্থা, এর সয়াবিন বা গ্যাস কেনার সামর্থ্যই নেই৷

এডিকে/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ