1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেখ জামাল রানার্স-আপ

আরাফাতুল ইসলাম১৫ ফেব্রুয়ারি ২০১৪

ভারতে আইএফএ শিল্ড ফাইনালে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে দিয়েছে কলকাতা মোহামেডান৷ নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়৷ এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে যায় মোহামেডান৷

Symbolbild Sport Fußball Füße und Ball
প্রতীকী ছবিছবি: Fotolia/Maxisport

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এবং ভারতের দুটি ক্লাবের মধ্যকার খেলা উপভোগ করেন সত্তর হাজারের মতো দর্শক৷ খেলার শুরুর দিকে ২৫ মিনিটে গোল করে এগিয়ে যায় শেখ জামাল৷ হাইতির খেলোয়াড় সনি নর্দ গোল করে এগিয়ে নেন দলকে৷ তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে খেলায় সমতা ফেরায় কলকাতা মোহামেডান৷ দলের পক্ষে গোল করেন মেহরাজউদ্দিন৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, খেলার ৮২ মিনিটে সংঘর্ষে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখতে হয় নর্দে ও কলকাতা মোহামেডানের লুসিয়ানোকে৷ একটি বলের দখল নিতে গিয়ে লুসিয়ানোর মুখে হাত লেগে যায় নর্দের। ভারতীয় রেফারি সন্তোষ কুমার সরাসরি লাল কার্ড দেখান নর্দেকে।

আর ব্যথা পাওয়ার অভিনয় করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুসিয়ানোকে৷

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল শেখ জামালের সামনে। এর আগে ১৯৯৫ সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডও ফাইনালে টাইব্রেকারে হেরে যায় ইস্ট বেঙ্গলের কাছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ