1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেখ হাসিনার জার্মানি সফরের ফলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে : মসুদ মান্নান

১৪ অক্টোবর ২০১১

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩শে অক্টোবর জার্মানি সফরে আসছেন৷ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির পাশাপাশি তিনি ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’এ কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন৷

Mosud Mannan
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মসুদ মান্নানছবি: DW

বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যে ক্রমশ কত দৃঢ় হচ্ছে, সম্প্রতি মন্ত্রী পর্যায়ের সফরগুলিই তার উজ্জ্বল দৃষ্টান্ত৷ পর পর দুই বছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি জার্মানিতে এসেছেন৷ জার্মানিতে এসেছেন বাংলাদেশ সংসদের মাননীয় স্পিকার ৷ মন্ত্রীদের মধ্যে যাঁরা সম্প্রতি জার্মানি সফর করেছেন, তাদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, পরিবেশ মন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও পূর্ত প্রতিমন্ত্রী৷ জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল বাংলাদেশ সফর করেছেন৷ ধাপে ধাপে সেই সহযোগিতার পরিণতি হিসেবে আগামী ২৩শে অক্টোবর জার্মানি সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দীর্ঘ প্রায় ১২ বছর পর তাঁর এই জার্মানি সফর হবে ব্যস্ততায় ভরা৷ জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মসুদ মান্নান এই সফরের রূপরেখা তুলে ধরেছেন ডয়চে ভেলের কাছে৷

ইউরোপে জার্মানিই বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রধান সহযোগী দেশ৷ ফলে প্রধানমন্ত্রীর সফরে এই বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণ ও বাংলাদেশে আরও জার্মান বিনিয়োগ আকর্ষণ করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে৷ চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল'এর সঙ্গে আলোচনা ছাড়াও সংসদে প্রধান দলের নেত্রী হিসেবে তিনি জার্মান সংসদের নিম্ন কক্ষ ‘বুন্ডেসটাগ'এর স্পিকারের সঙ্গেও আলোচনা করতে চান৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

জার্মানিতে ‘ওয়ার্ল্ড হেলথ সামিট'এও অংশ নেবেন শেখ হাসিনা৷ কি-নোট স্পিকার হিসেবে তিনি সেখানে বক্তব্য রাখবেন৷ বাংলাদেশ কীভাবে নাগরিকদের জন্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, সেই বিষয়টি তিনি তুলে ধরবেন৷

জার্মানিতে বসবাসকারী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সঙ্গেও মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী৷ তাঁর এই সফরের মাধ্যমে জার্মানি তথা ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত মান্নান৷

আগামী নভেম্বর মাসে বাংলাদেশ সফরে যাচ্ছেন জার্মান প্রেসিডেন্ট ক্লিস্টিয়ান ভুল্ফ৷ প্রায় ২৫ বছর পর কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে যাচ্ছেন৷ শেষ বাংলাদেশ গিয়েছিলেন রিশার্ড ফন ভাইৎসেকার৷ আগামী বছর জানুয়ারি মাসে জার্মানি ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তির প্রেক্ষাপটে এই দুই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ