শেখ হাসিনার পদত্যাগে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া
৫ আগস্ট ২০২৪
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির নেতৃবৃন্দ৷
বিজ্ঞাপন
যুক্তরাস্ট্রের সেনেট মেজরিটি লিডার চাক শুমার এক বিবৃতিতে বলেন, ‘‘বৈধ প্রতিবাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিংস প্রতিক্রিয়া তার নেতৃত্বের প্রতি মানুষের সমর্থন তুলে দিয়েছে৷ আমি সাহসী আন্দোলনকারীদের প্রশংসা করছি ও একই সাথে নিহতদের জন্য ন্যায়বিচারের দাবি জানাচ্ছি৷ সকলের অধিকারকে সম্মান করে এবং দ্রুত গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করে এমন একটি ভারসাম্যপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা এ মুহূর্তে গুরুত্বপূর্ণ৷''
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ স্থানান্তর খুব গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যাদের নির্বিচারে আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেয়া উচিত৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের প্রতিনিধি বলেন, ‘‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা আমরা দেখেছি ও তা সাম্প্রতিক দিনগুলোতে বৃদ্ধি পেয়েছে৷ এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন৷’’ শিক্ষার্থী, শিশু ও আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ সবার প্রাণহানির ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, ‘‘আমরা আশা করি গণতন্ত্রের অস্তিত্ব নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে৷’’
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাংলাদেশের চলমান ঘটনাবলীর বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেন, ‘‘বাংলাদেশের গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ৷’’
এসএইচ/জেডএইচ (রয়টার্স)
ঢাকায় জনতার উল্লাস, গণভবন জনতার দখলে
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ৷ অন্যদিকে, শাহবাগে জড়ো হয়েছেন লাখো জনতা৷
ছবি: DW
গণভবনে সাধারণ মানুষ
শেখ হাসিনা গণভবন ছাড়ার পর সোমবার বেলা আড়াইটায় গণভবনের ভেতরে ঢুকে পড়েন সাধারণ মানুষ৷
ছবি: DW
গণভবনে উল্লাস
গণভবনের মাঠে তাদের হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে৷ তারা স্লোগান দিতে থাকেন৷
ছবি: DW
সংসদ ভবন
সংসদ ভবনের সামনে হাজারো মানুষের ঢল৷
ছবি: DW
সংসদ ভবন
সংসদ ভবনের সামনে হাজারো মানুষের ঢল৷
ছবি: DW
রাজধানীর বিভিন্ন স্থানে আগুন
রাজধানীর বিভিন্ন স্থানে আগুন জ্বলছে৷
ছবি: DW
হাজারো মানুষ রাস্তায়
রাজধানী জুড়ে মানুষের ঢল৷
ছবি: DW
হাজারো মানুষ রাস্তায়
রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ঢল৷
ছবি: DW
কারো হাতে শাড়ি কারো হাতে আসবাব
গণভবন থেকে বের হওয়া মানুষের হাতে শাড়িসহ নানান আসবাব দেখা গেছে৷ এছাড়া ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়৷
ছবি: DW
শাহবাগে লাখো মানুষ
ঢাকার প্রতিটি এলাকা থেকে লাখো মানুষ মিছিল নিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে৷ সেখানে ইতোমধ্যে লাখো মানুষের জমায়েত হয়েছে৷
ছবি: Sazzad Hossain/DW
সায়েন্স ল্যাবে হাজারো মানুষের বিজয় উল্লাস
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হওয়া হাজারো মানুষকে সোমবার বিকেলে বিজয় উল্লাস করতে দেখা গেছে৷ এই এলাকার তরুণ-তরুণীদের রাজধানীর বিভিন্ন জায়গায় রিকশায় যেতে দেখা গেছে৷ তাদের হাতে ও মাথায় পতাকা৷
ছবি: DW
বিক্ষোভকারীদের উল্লাস
রাজধানী ঢাকার রাস্তায় সকাল থেকে নেমে পড়েন সাধারণ জনতা৷ স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ৷
ছবি: Suvra Kanti Das/ZUMA/dpa/picture alliance
আনন্দে সামিল সেনাবাহিনী
বিক্ষোভকারীদের সঙ্গে আনন্দে শামিল হতে দেখা যায় সেনাবাহিনীকেও৷ ট্যাঙ্কের মাথায় চড়ে থাকা বাহিনীকে হাসতে হাসতে হাত মেলাতেও দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে৷
ছবি: Sazzad Hossain/DW
আনন্দে সামিল সেনাবাহিনী
সাধারণ মানুষের সাথে হাত মেলাচ্ছেন সেনা সদস্যরা৷
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS
জাতীয় পতাকা হাতে রাস্তায়
স্লোগান এবং উল্লাসের মাধ্যমে বিজয় উদ্যাপন করছেন সাধারণ মানুষ৷ বাংলাদেশের পতাকা হাতে অনেকে গণভবনের মাথায় চড়েন৷ সেখানে থেকে আনন্দে চিৎকার শুরু করেন সাধারণ মানুষ৷
ছবি: DW
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা৷ এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে৷
স্থানীয় সময় বিকেল ৪টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ সেনাপ্রধান বলেন, ‘‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে৷ একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে৷ সব হত্যার বিচার হবে৷ সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন৷ আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি৷’’
ছবি: DW
শেখ হাসিনার দেশত্যাগ
বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে৷ এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন৷