শেখ হাসিনার প্রশংসা করলেন এর্দোয়ান
১৭ সেপ্টেম্বর ২০২০বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে দেখা করতে গেলে এর্দোয়ান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে৷ এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন তিনি৷ এছাড়া তুরস্কের অর্থায়নে একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণের জন্য জমি দিতে বাংলাদেশকে অনুরোধ জানান৷
বৈঠকে দু'দেশের সম্পর্কোন্নয়নের জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে একটি ফোরাম গঠনের বিষয়েও আলোচনা হয়৷
এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ সম্মেলন বিষয়টিও আলোচনায় আসে৷ এ সময় তুরস্কের প্রেসিডেন্ট সম্মেলনে অংশগ্রহণ করার আশা প্রকাশ করেন এবং ডি-৮ জোটকে আরো সম্প্রসারিত করার আহ্বান জানান৷
ডি-৮ হলো উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট৷ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এ জোটের সদস্য৷ আগামী ডিসেম্বরে এ জোটের সম্মেলন হওয়ার কথা৷
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলুও উপস্থিত ছিলেন৷ বাংলাদেশ এবং তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যকে দুই বিলিয়ন ডলারে সম্প্রসারিত করার কথা বলেন তিনি৷
আরআর/এসিবি (ইউএনবি)