শেখ হাসিনার বক্তব্যকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ
৩১ ডিসেম্বর ২০০৮নির্বাচনে জয়লাভের পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে দেয়া শেখ হাসিনার বক্তব্যকে স্বাগত জানিয়ে তাঁরা বলেন, লোভের বা দুর্নীতির রাজনীতি নয়, দেশ চলবে স্বচ্ছ ভাবে - তারই ম্যান্ডেট দিয়েছেন সাধারণ মানুষ৷
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, দারিদ্র্য দূর করা, দুর্বৃত্তায়ন রোধ হবে নির্বাচিত সরকারের প্রথম কাজ - শেখ হাসিনার এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন সুশীল সমাজ৷ তবে তা শুধু কথায় নয়, সরকার গঠনের পরপরই কার্যকর করার পরিবেশ দেখতে চায় সাধারণ মানুষ৷ সততা এবং আদর্শের রাজনীতির চর্চা থাকতে হবে নেতাকর্মীদের মধ্যে বললেন সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান৷
প্রশাসনিক জটিলতা দূর করার ব্যাপারে কি পদক্ষেপ নেবেন তার কোন সুস্পষ্ট বক্তব্য শেখ হাসিনার বক্তব্যে না থাকলেও সংসদ কার্যকর করার বিষয়ে তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন আরেক সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দীন৷
অনেকে প্রত্যাশা পূরণের বড়ো দায়িত্ব দিয়ে তিন চতুর্থাংশ আসনে জনগণ নির্বাচিত করেছে মহাজোটকে৷ তাই সংবেদনশীল এবং স্বচ্ছ রাজনীতি চর্চা ছাড়া তাদের কোনো বিকল্প নেই৷ আর এক্ষেত্রে মিডিয়া, সুশীল সমাজ এবং সচেতন জনগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে নির্বাচিত সরকারকে - আশাবাদ সুশীল সমাজের প্রতিনিধিদের৷