1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজর কাড়ার হাতিয়ার ডিজিটাল আইন

৩০ এপ্রিল ২০২১

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ফটোশপের মাধ্যমে ব্যঙ্গচিত্র তৈরি করে ভিডিও হিসেবে পোস্ট করায় বৃহস্পতিবার সিলেটে একজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে৷

Frankreich Protest der Polizei in Paris
ছবি: picture-alliance/NurPhoto/J. Gilles

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আনহার আলী (৩০)৷ বিশ্বনাথের পূর্ব দশঘর গ্রামের বাসিন্দা আনহার আলীর বিরুদ্ধে অভিযোগ করেন বিশ্বনাথের সদর ইউনিয়নের যুবলীগ নেতা মনোহর হোসেন৷

দৈনিক প্রথম আলোতে মামলার এজাহারের একটি অংশ প্রকাশ করা হয়েছে৷ এজাহারে বলা হয়, ২৭ এপ্রিল সন্ধ্যায় আনহার আলী তার ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ফটোশপের মাধ্যমে ব্যঙ্গচিত্র তৈরি করে ভিডিও হিসেবে পোস্ট করেন৷ সেই ভিডিও দেখে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়৷

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ডিজিটাল নিরাপত্তা আইনে শুধু চলতি মাসে করা কয়েকটি মামলার কথা শোনা যাক৷

  • জয়পুরহাটের কালাইতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ২১ এপ্রিল মো. আমানুল্লাহ আমানকে (১৯) গ্রেপ্তার করা হয়৷ মামলাটি করেন কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাফিকুল ইসলাম৷ (ডেইলি স্টার)
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২২ এপ্রিল গ্রেফতার হন মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লা (৫০)৷ মামলাটি করেন সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান৷ (বাংলা ট্রিবিউন)
  • ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ায় ২৫ এপ্রিল সাতকানিয়ায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়৷ মামলাটি করেন সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ৷ (কালের কণ্ঠ)
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটূক্তি করে ফেসবুকে ছবিসহ পোস্ট দেয়ার অভিযোগে ৬ এপ্রিল রাজশাহীতে ফিরোজ কবীরকে (২৪) পুলিশে সোপর্দ করা হয়৷ ফিরোজ একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িও উপহার পেয়েছে তার পরিবার৷ পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুঞ্জিল স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীদের সহায়তায় ফিরোজকে পুলিশের হাতে তুলে দেন৷ (যুগান্তর)
  • প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছবি ব্যঙ্গ ও কটূ‌ক্তি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বরিশালে ২৩ এপ্রিল মাহাবুব ‌হো‌সেন (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশ৷ ব‌রিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বার মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক ক‌রে পুলিশের কাছে সোপর্দ করেন৷ (বাংলানিউজ)
জাহিদুল হক, ডয়চে ভেলে বাংলাছবি: DW

বিরোধী রাজনীতি না থাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীদের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে মুন্সিয়ানা দেখিয়ে শীর্ষ নেতাদের সুনজরে আসার সুযোগ কমে গেছে৷ সে কারণে তারা এ ধরনের মামলা করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের নজরে আসতে ডিজিটাল আইনকে ব্যবহার করছেন - যা ডিজিটাল আইনের প্রত্যক্ষ অপব্যবহার৷

শুধু আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীরাই নন, ক্ষমতাসীন দলের শীর্ষনেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুকে কেউ অভিযোগ তুললে তাদের বিরুদ্ধেও ডিজিটাল আইনে মামলা দেয়া হচ্ছে৷

বাকস্বাধীনতা নিয়ে কাজ করা ব্রিটিশ প্রতিষ্ঠান ‘আর্টিকেল ১৯' সম্প্রতি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৩৮টি মামলা হয়েছে৷ সংস্থার বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক ফারুক ফয়সাল বলেন, ‘‘এই আইনে হওয়া মামলাগুলোর বেশিরভাগই ক্ষমতাসীন দলের করা৷'' ডিজিটাল নিরাপত্তা আইনটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সমাধানে ব্যবহার করা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ