২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ১০ লক্ষেরও বেশি শরণার্থী প্রবেশ করেছে৷ এখনও প্রতিদিন প্রায় দুই হাজার করে শরণার্থী ঢুকছে৷ এর একটি বড় অংশ তুরস্ক থেকে সাগর পাড়ি দিয়ে গ্রিসে ঢুকছে৷ তারপর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে৷
তবে এক্ষেত্রে গ্রিসের ভূমিকায় ইইউর অন্য দেশগুলো সন্তুষ্ট নয়৷ তাদের মতে, গ্রিসের উচিত তাদের সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করা যেন শরণার্থীরা তুরস্ক থেকে ইইউতে প্রবেশই করতে না পারে৷
সোমবার থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইইউর স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রীদের যে দুদিনের অনানুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে সেখানে গ্রিসকে শক্তহাতে তার সীমান্ত নিয়ন্ত্রণ করতে চাপ দেয়া হবে৷
বৈঠক শুরুর আগে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োহানা মিকেল-লাইটনার সাংবাদিকদের বলেন, ‘‘ইউরোপের বহির্সীমান্ত (তুরস্ক-গ্রিসের মধ্যে সমুদ্র সীমান্ত) রক্ষার মতো সামর্থ্য আছে গ্রিসের৷ ইউরোপের অন্যতম বড় নৌ-বাহিনী আছে তাদের৷''
সীমান্ত নিয়ন্ত্রণে গ্রিসের উপর চাপ বাড়াতে দেশটিকে শেঙেন থেকে ‘সাময়িকভাবে বহিষ্কার' করা হতে পারে বলেও এর আগে মন্তব্য করেন লাইটনার৷
আমস্টারডামের বৈঠকে ইইউ-র বহির্সীমান্ত রক্ষায় কোস্টগার্ড মোতায়েন সহ অন্যান্য উপায় বের করার চেষ্টা করা হবে৷ ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক কদিন আগে সতর্ক করে বলেন, সমাধান বের করা না গেলে দুই মাসের মধ্যে শেঙেন ভেঙে পড়তে পারে৷
অস্ট্রিয়া সহ কয়েকটি দেশ ইতিমধ্যে নিজেদের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে৷ শেঙেন চুক্তি অনুযায়ী, কোনো সদস্যরাষ্ট্র চাইলে ৩০ দিন পর্যন্ত এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে পারে৷ আমস্টারডামের বৈঠকে এই দিনের সংখ্যা আরও বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)
গ্রিক-ম্যাসিডোনীয় সীমান্তে শত শত উদ্বাস্তু আটকা পড়েছেন৷ গত সোমবার থেকে চালু হয়েছে এই নতুন কানুন: বিশেষ কয়েকটি দেশ থেকে না এলে, উদ্বাস্তুদের নিজের ভাগ্য নিজেদের হাতে৷
ছবি: Reuters/O. Teofilovski‘‘বাংলাদেশি, পাকিস্তানি, ইরানি, নেপালি বা মরোক্কানরা কি মানুষ নন?’’ এই স্লোগান দিয়ে কাঁটাতারের বেড়ার ওপার থেকে প্রতিবাদ জানাচ্ছেন উদ্বাস্তুরা৷ তারা সবাই গেভগেলিয়া সীমান্তে আটকা পড়েছেন৷ ম্যাসিডোনিয়া শুধুমাত্র সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের ভেতরে ঢুকতে দিচ্ছে৷
ছবি: Reuters/S. Nenovএক উদ্বাস্তু ছুঁচসুতো দিয়ে নিজের ঠোঁট সেলাই করে রেখেছেন৷ এরা নাকি ইরান থেকে এসেছেন৷ ম্যাসিডোনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া – বলকান অঞ্চলের এই চারটি দেশের জন্য ইরান থেকে আসা মানুষরা ‘অর্থনৈতিক উদ্বাস্তু’৷ কাজেই তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না৷
ছবি: picture-alliance/dpa/G. Licovskiএশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত প্রায় হাজার খানেক মানুষ সীমান্তের গ্রিক তরফে অপেক্ষা করছেন৷ কাগজপত্র দেখাতে না পারলে এক নজর দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে; শুধু মুখ দেখেই আন্দাজ করা হচ্ছে, উদ্বাস্তু কোন দেশ থেকে এসেছেন৷
ছবি: Reuters/S. Nenovএকটি ইরানি মেয়ের দুই গালে লেখা ‘হেল্প!’, ‘সাহায্য করো৷’ সীমান্তের পরিস্থিতি থমথমে৷ ম্যাসিডোনিয়ার প্রেসিডেন্ট গিয়র্গে ইভানভ ঝগড়া-মারামারির ‘সমুচ্চ ঝুঁকির’ কথা বলেছেন৷
ছবি: Reuters/Y. Behrakisগ্রিক তরফে একাধিক মালগাড়ি গত কয়েকদিন ধরে দাঁড়িয়ে রয়েছে৷ শত শত উদ্বাস্তু থেসালোনিকি আর ম্যাসিডোনিয়ার মধ্যের রেললাইন অবরোধ করে রেখেছেন৷
ছবি: Reuters/S. Nenov‘আমাদের গুলি করে মারো, আমরা কখনো ফিরে যাব না৷’ বাংলাদেশি তরুণটি এই শীতেও জামা খুলে প্রতিবাদ জানাচ্ছেন৷ জাতিসংঘের উদ্বাস্তু ত্রাণ সংস্থা ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ করেছে৷ সব দেশের মানুষেরই রাজনৈতিক আশ্রয় প্রার্থনার অধিকার আছে, বলেছে ইউএনএইচসিআর৷
ছবি: Reuters/Y. Behrakisপ্রায় দু’শো উদ্বাস্তু অনশন ধর্মঘট শুরু করেছেন৷ উদ্বাস্তুদের অধিকাংশ উত্তর ইউরোপে যেতে চান৷ তাদের কেউই গ্রিসে থাকতে চান না৷
ছবি: Reuters/Y. Behrakisশরীর গরম রাখার থার্মাল ব্ল্যাঙ্কেট জড়িয়ে শীত আটকানোর চেষ্টা করছেন কিছু মহিলা ও একটি শিশু৷ এখন মাঝেমধ্যেই বৃষ্টি পড়ছে; রাত্রে তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে যায়৷
ছবি: Reuters/S. Nenov‘জার্মানি আমাদের সাহায্য করো’ – লেখা রয়েছে পিচবোর্ডের টুকরোয়৷ সেপ্টেম্বরের গোড়ায় জার্মান সরকার হাঙ্গেরিতে যে সব উদ্বাস্তু আটকা পড়েছেন, তাদের নেবার সিদ্ধান্ত করেন৷ ‘নো-ম্যানস-বর্ডার’-এ আটক উদ্বাস্তুরাও ঠিক সেই আশা করছেন৷
ছবি: Reuters/O. Teofilovski