1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেঙ্গেন এলাকায় চলাফেরায় বাধা বেড়েছে

১৬ ডিসেম্বর ২০২৪

প্রায় ৪০ বছর আগে সই হওয়া শেঙ্গেন চুক্তির কারণে বর্তমানে ২৯টি দেশে বাধাহীনভাবে চলাফেরা করতে পারার কথা৷

নেদারল্যান্ডস সীমান্ত
সড়কপথে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে শেঙ্গেন জোনের বিভিন্ন দেশ ছবি: diebildwerft/IMAGO

আকাশপথে সেটি সম্ভব হলেও অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা কমাতে এই ব্যবস্থা নিয়েছে তারা৷

শেঙেন সদস্য হওয়ার পর জার্মানি এ বছর প্রথমবারের মতো তার নয় প্রতিবেশী দেশের সবগুলোর সঙ্গে পুনরায় সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করেছে৷ ২০১৫ সালে বলকান রুট ধরে অভিবাসনপ্রত্যাশীদের আগমন ঠেকাতে অস্ট্রিয়ার সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করেছিল জার্মানি৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেছেন, বর্তমানে যতজন অভিবাসনপ্রত্যাশী জার্মানিতে আসতে চাইছেন সেই সংখ্যা না কমা পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ চলতে থাকবে৷

সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে ২০১৫ সালে সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করেছিল ফ্রান্স৷

এদিকে, ৯ ডিসেম্বর থেকে জার্মানি ও বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে ঢোকার সময় ভ্রমণকারীদের সীমান্তে নিয়ন্ত্রণের মুখে পড়তে হচ্ছে৷

১৯৮৫ সালের ১৪ জুন শেঙেন চুক্তি সই হওয়ার এবছরই শেঙেনভুক্ত দেশগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে৷

সে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন লুক্সেমবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী লিওন গ্লোডেন৷ ‘‘এটা লুক্সেমবুর্গের কাছে গ্রহণযোগ্য নয়,'' ১২ ডিসেম্বর ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলেন তিনি৷ গ্লোডেন বলেন, ‘‘ইইউর দারুণ কিছু সাফল্যের একটি শেঙেন৷ আমরা আবারও মানুষের মনে সীমান্তের বিষয়টি প্রবেশ করতে দিতে পারি না৷'' উল্লেখ্য, লুক্সেমবুর্গের একটি গ্রামের নাম শেঙেন৷ সেখানেই চুক্তিটি সই হওয়ায় এটি শেঙ্গেন চুক্তি নামে পরিচিত৷ আগামী বছর ১৪ জুন শেঙেন চুক্তির ৪০ বছর পূর্তি পালনের পরিকল্পনা করছে লুক্সেমবুর্গ৷

শেঙ্গেন এলাকার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশসহ নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিশটেনস্টাইন আছে৷ আগামী ১ জানুয়ারি থেকে রোমানিয়া ও বুলগেরিয়া শেঙেন এলাকাভুক্ত হতে যাচ্ছে৷

ইউরোপীয় সংসদ ও ইউরোপিয়ান কমিশন বারবার বলেছে, একেবারে ‘শেষ অবলম্বন' হিসেবে শেঙেন দেশগুলো নিজেদের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ করতে পারে৷ তবে এই নিয়ন্ত্রণের মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে৷ এই মেয়াদ পরবর্তীতে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে, আর একেবারে চরম ক্ষেত্রে সেটি তিন বছর হতে পারে৷

ইইউর অভিবাসন বিষয়ক কমিশনার মাগনুস ব্রুনার বলেন, ইউরোপীয় অঞ্চলের মধ্যে নিরাপত্তা বাড়াতে হবে৷ ‘‘সেইসঙ্গে ইইউর বহির্সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে হবে যেন নাগরিকেরা অনুধাবন করতে পারেন যে, ইইউতে কারা ঢুকছে তার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে,'' বলেন তিনি৷ তবে সেটি আগামী বছরের ১৪ জুনের আগে সম্ভব হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন তিনি৷

ব্যার্ন্ড রিগার্ট, ব্রাসেলস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ