1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেরপুরের গারো পাহাড়ে বাঘের আনাগোনা

৬ অক্টোবর ২০২২

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীর গারো পাহাড় সংলগ্ন পাঁচটি গ্রামে বাঘ আতঙ্ক বিরাজ করছে৷ বন এলাকায় গবাদি পশু চরাতে ভয় পাচ্ছেন স্থানীয়রা৷ প্রকাশ্যে দিনের বেলাতেই বনাঞ্চলে বাঘ চলাফেরা করছে৷

ছবি: Jahangir Alam Onuchcha /imago images

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয়রা বলছেন, বাঘগুলোর আকার লম্বায় প্রায় চার ফুট ও উচ্চতা প্রায় তিন ফুট৷ উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকূড়া, পশ্চিম বাঁকাকূড়া, গান্ধিগাঁও, হালচাটি ও ছোট গজনী গ্রামে গত এক সপ্তাহে গরুসহ প্রায় ২০টি ভেড়া ও ছাগল বাঘের পেটে গেছে৷ বনের ভেতর আহত এবং ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া গেছে একটি ছাগল, একটি ভেড়া ও একটি গরু৷ বাঘের আক্রমণের ভয়ে গ্রামের শিশুরাও স্কুলে যেতে ভয় পাচ্ছে৷ তবে এখনও পর্যন্ত কোনো মানুষ ওই বাঘের আক্রমণের শিকার হয়নি বলে জানান তারা৷

ঘটনাটি জানার পর বন বিভাগের রাংটিয়া রেঞ্জের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে৷

প্রকাশ্যে দিনের বেলাতেই ঝিনাইগাতীর বনাঞ্চলে বাঘ চলাফেরা করছে বলে জানান বাঁকাকুড়া গ্রামের কৃষক আব্দুল হালিম ৷ সেই সঙ্গে বন সংলগ্ন বিভিন্ন বাড়িতে হামলা করে ছাগল ও ভেড়া ধরে গিয়ে ধরে নিয়ে যাচ্ছে৷ পরবর্তীতে গভীর জঙ্গলে ওই ছাগল ও ভেড়ার নাড়ি-ভুড়ি ও দেহাবশেষ পড়ে থাকতে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা৷

তিনি বলেন,  ‘‘আমি প্রায় ২০-২৫ বছর ধরে বনের মধ্যে ঘরে থাকি৷ আমি সপ্তাহ খানেক ধরে রাতে বাঘের ডাকাডাকি শুনছি৷ আগে ছিল বন্যহাতির আতঙ্ক, এখন নতুন করে শুরু হয়েছে বাঘের আতঙ্ক৷”

একই গ্রামের স্কুল ছাত্র রবিন বলেন, ‘‘আমরা এখন দলবদ্ধভাবে বনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় স্কুলে যাচ্ছি৷ বাবা-মা আমাদের বাঘের আক্রমণের জন্য সতর্ক করে দিয়েছেন৷ আমরা স্কুলে যেতে এখন ভয় পাচ্ছি৷”

এক সপ্তাহ ধরে বাঘের আনাগোনা শুরু হয়েছে জানিয়ে রাংটিয়া রেঞ্জের বন বিভাগের বন প্রহরী আলম মিয়া বলেন,  ‘‘আমি নিজের চোখেও বাঘ দেখেছি৷ এছাড়া রাতে আমার বাড়ি থেকে দুটি ছাগল বাঘে কামড় দিয়ে ধরে নিয়ে গেছে৷ এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি৷ তারা আমাদের সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন৷ ’’

উত্তর বাকাকুড়া গ্রামের আব্দুর রহমান নামে এক কৃষক বলেন,  ‘‘রাতে আমার ছাগল বাঘে আক্রমণ করে৷ আমি বাঘকে খুব কাছ থেকে দেখেছি৷ পরে বাঁশ-লাঠি নিয়ে তাড়া করলে আমার ছাগলটি ছেড়ে দিয়ে বাঘ চলে যায়৷ এতে আমার ছাগলটি গুরুতর আহত হয়েছে৷ আহত ছাগলটিকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে৷’’

তিনি আরও বলেন, দিনের বেলায় বাঘ গহীন বনে অবস্থান করে৷ রাতের বেলায় এদের আনাগোনা শুরু হয়৷ আমরা খুব আতঙ্কের মধ্যে দিন পার করছি৷ বিশেষ করে আমাদের শিশু বাচ্চাদেরকে আমরা দিনের বেলাতেও বাড়ির বাইরে বের হতে দিচ্ছি না৷ 

এ বিষয়ে রাংটিয়া রেঞ্জের গজনী বীটের বীট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, ‘‘সম্প্রতি গারো পাহাড়ে গভীর জঙ্গলে বাঘের আগমন ঘটেছে৷ আমরা গ্রামবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছি৷ প্রয়োজনে আরও সতর্ক করার জন্য মাইকিং করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ