শেরপুরে দুই গ্রামবাসীদের সংঘর্ষ, নিহত ২
১০ সেপ্টেম্বর ২০২৪সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর পৌরসভার গৌরীপুর ও নওহাটা খোয়ারপাড় এলাকায় এ সংঘর্ষ হয়৷সংঘর্ষে নিহতরা হলেন গৌরীপুর এলাকার মিজানুর রহমান (৩৫) ও শ্রাবণ (২৫)। আহতদের মধ্যে বিপুল (৫০) ও নিলয় (১৬) নামের দুই ব্যক্তি এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসী ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোকে জানায়, সোমবার বিকেলে শেরপুর পৌরসভার খোয়ারপাড় শাপলা চত্বরে গৌরীপুর ও নওহাটা খোয়ারপাড় এলাকার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তার জেরে দুই গ্রামের বাসিন্দারা রাত সাড়ে ১১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়ান।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছান । তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মিজানুর রহমানকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ভোরে তিনি মারা যান৷
এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনা সদস্যরা এখনো সেখানে টহল দিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘‘এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।''
এসিবি/ জেডএ (দৈনিক প্রথম আলো)