1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষবেলার পরাজয় থেকে কি এবার মুক্তি?

২৫ জুন ২০১৯

বিশ্বকাপে আবারো ভারতের মুখোমুখি বাংলাদেশ৷ দূর অতীতে টাইগারদের কাছে বিশ্বকাপে হারার তিক্ত অভিজ্ঞতা আছে প্রতিবেশীদের৷ তবে নিকট অতীতে বড় আসরগুলোতে ম্যাচের শেষপ্রান্তে গিয়ে হেরেছে বাংলাদেশ৷ সোমবার কি সেই অবস্থা বদলাবে?

Cricket World Cup 2007 | Sieg Bangladesch vs. Indien
ছবি: Getty Images/AFP/P. Singh

সোমবার এজবাস্টনে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ৷ টাইগারদের সেমিফাইনাল অবধি পৌঁছাতে চাইলে প্রতিবেশীর বিরুদ্ধে জয় অত্যন্ত গুরুত্ব৷ আবহাওয়া বলছে সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কম৷ সেক্ষেত্রে ঐতিহাসিক এই ক্রিকেট গ্রাউন্ডে খেলা হওয়ার সম্ভাবনাই বেশি৷ 

ভারতের অধিনায়ক বিরাট কোহলি এর মধ্যে জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে ‘ফাইনাল' মনে করে খেলবে তাঁর দল৷ কোহলির এই বক্তব্য ম্যাচ নিয়ে তাঁর সিরিয়াসনেসের বহিঃপ্রকাশ নাকি বিদ্রুপ সেটা নিয়ে বির্তক থাকতেই পারে৷ তবে, পরিসংখ্যান কিন্তু ভারতকে অনেক এগিয়ে রাখছে৷ দু'দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন অবধি মুখোমুখি হয়েছে ৩৫ বার৷ এর মধ্যে ভারত জিতেছে ২৯বার, টাইগাররা পাঁচবার বার৷ বাকি একটি খেলা পরিত্যক্ত হয়েছে৷

তবে, পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বড় আসরে টাইগারদের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে ভারতের৷ ২০০৭ সালের বিশ্বকাপে টাইগারদের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল সেদলের৷ আর ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে তারা জিতেছিল বটে, তবে অপেক্ষা করতে হয়েছিল শেষ বল পর্যন্ত৷ ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিততে জিততে হেরে গিয়েছিল৷

বড় আসরে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পরাজয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় শেষ মুহূর্তে মানসিক চাপের কারণে ভেঙ্গে পড়েছে টাইগাররা৷ অথচ লক্ষ্য থেকে খুব একটা দূরে ছিল না তারা৷ অন্য কোন দল হলে হয়ত সহজেই ম্যাচের সেরকম পরিস্থিতি থেকে জয় নিয়ে ফিরতে পারতো৷

টাইগাররা যে নিজেদের মানসিক দিকটার বেশ উন্নতি করেছে সেটা অবশ্য বোঝা যায় চলতি বিশ্বকাপের দিকে তাকালেই৷ এখন অবধি তিনটি জয় তারা পেয়েছে লড়াকু মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে৷ আর যেসব ম্যাচ হেরেছে সেগুলোর দু'টিতে শেষ মুহূর্ত অবধি লড়াইয়ে ছিল তারা৷ বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটু হলেই জয় পেয়ে যেতে টাইগাররা৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়লেও টাইগাররা ব্যাট হাতে ৩৩৩ রান অবধি পৌঁছেছে, ফলে জয়ের ব্যবধান ছিল বেশ কম৷

ভারতের বিপক্ষে ম্যাচের আগে লম্বা বিরতি পাচ্ছে টাইগাররা৷ বোদ্ধাদের মনে করেন এই বিরতি দলটাকে খেলার ক্লান্তি কাটিয়ে পুর্নোদ্দমে মাঠে নামতে সহায়ক হবে৷ যেসব ক্রিকেটারের ছোটখাট ইনজুরি রয়েছে সেগুলোও বিরতিতে কেটে যাবার সুযোগ রয়েছে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার আগে এরকম বিরতি পেয়েছিল টাইগাররা৷ আর সে খেলার ফলাফলতো সবারই জানা৷

বিরতির এই বিবেচনায় অবশ্য খানিকটা পিছিয়ে রয়েছে ভারত৷ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার দু'দিন আগেই তাদের খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে৷ ফলে খুব একটা বিশ্রাম পাচ্ছে না কোহলি এন্ড কোং৷ তবে, ভারত চলতি বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার৷ পাশাপাশি এতকাল স্টেডিয়ামে বাংলাদেশি সমর্থকদের প্রাধান্য দেখা গেলেও ভারতের বিরুদ্ধে সেই পরিস্থিতিতে পরিবর্তন আসছে৷ মাঠে বাংলাদেশি দশর্কদের চেয়ে হয়তো বেশিই থাকবেন ভারতীয় সমর্থকরা৷

তাই এজবাস্টনে লড়াইটা যে কঠিনই হবে সেটা এখনই বলা যায়৷ আর সেই কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে আনতে পারলে ক্রিকেট বিশ্বকে আরো একবার নাড়িয়ে দিতে পারবে টাইগাররা৷

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ