1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ

২৭ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা৷ এদিকে প্রচারণার শেষ দিকে এসেছে চমক জাগানো খবর– ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন এইচ এম এরশাদ৷

Bangladesch Hussain Muhammad Ershad in Dhaka
ফাইল ফটোছবি: imago/Xinhua

প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন সব দলের প্রার্থীরা৷ বৃহস্পতিবার সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা মাঠে নেমেছেন৷ লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠকসহ নানা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তাঁরা৷

ড. কামালের বিবৃতি

গণফোরামের সভাপতি ও জাতীয়  ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের আচরণ ‘নির্লজ্জ' ও পক্ষপাতমূলক৷ তাদের দ্বারা নিয়ন্ত্রিত সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কাছ থেকে কার্যকর ভূমিকা আশা করা দুরূহ বলে মন্তব্য করেছেন তিনি৷ তিনি বলেন, এরপরও ৩০ ডিসেম্বর দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,  তা নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই নিশ্চিত করতে হবে৷ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ড. কামাল হোসেন৷

ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ

একাদশ সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় পার্টি নেতা এইচ এম এরশাদ৷ এরশাদ বলেছেন, মহাজোটের সিদ্ধান্তই মানবে জাতীয় পার্টি৷ এ সময়  ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি৷ এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক৷

স্টিকারযুক্ত মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

 নির্বাচনের দিন নির্বাচন কমিশন (ইসি) থেকে দেওয়া নির্দিষ্ট স্টিকারযুক্ত মোটর সাইকেল ব্যবহার করে সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা৷ ইসির সহকারী পরিচালক আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন৷ ৩০ ডিসেম্বর ভোটের দিন সংবাদপত্র বহনকারী গাড়ি চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছে৷ তবে সেই গাড়িতেও নির্বাচন কমিশনের দেয়া স্টিকার লাগাতে হবে৷

আটজন বিরোধীদলীয় কর্মী নিহত: বিএনপি

গত ৪ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিরোধীদল বিএনপি'র ৯,২০০ জনকে আটক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘একই সময়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৮০৬টি গায়েবি মামলা দায়ের করা হয়েছে৷'' তাঁর দাবি, গত ২২ দিনে সারাদেশে ২,৭১৬ হামলার ঘটনায় বিএনপি এবং বিরোধীজোট জাতীয় ঐক্যফ্রন্টের ১২ হাজার ৫৮৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন৷ নির্বাচনি হামলায় অন্তত আটজন বিরোধীদলীয় কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন এই বিএনপি নেতা৷ আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ৷ এরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া , শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান৷

জাতিসংঘ মহাসচিবের আহ্বান

 বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যাতে সহিংসতা, দমন-পীড়ন ও বলপ্রয়োগহীন একটি পরিবেশে হতে পারে, সব পক্ষকেতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ সংখ্যালঘু, নারীসহ বাংলাদেশের সকল নাগরিক যাতে নিরাপদ পরিবেশে, আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে৷

যুক্তরাষ্ট্রের আশঙ্কা

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ৩০ ডিসেম্বরে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এ জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি)-র প্রতি আহ্বান জানিয়েছে দেশটি৷ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ কথা জানান৷

জামায়াতের প্রার্থীরা থাকছেন

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামির নেতাদের নির্বাচনে অংশগ্রহণকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট৷ তবে আদালত নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিত না করায় কিংবা জামায়াতের ২৫ প্রার্থীকে ভোটের অযোগ্য ঘোষণা না করায় তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা থাকছে না বলে আইনজীবীরা জানিয়েছেন৷

এপিবি/এসিবি (সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো, ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ