1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ছে সংঘর্ষ

৯ এপ্রিল ২০১২

আর মাত্র একদিন৷ তারপরই মঙ্গলবার বিভিন্ন শহর থেকে সৈন্য প্রত্যাহার শুরু করার কথা সিরিয়ার৷ কিন্তু সে রকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ উল্টো বিভিন্ন স্থানে চলছে সরকারি নিরাপত্তা বাহিনীর নির্যাতন৷

ছবি: Reuters

জাতিসংঘের বেঁধে দেয়া সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার৷ এর মধ্যে সিরিয়ার পরিস্থিতির কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই কম৷ কেননা শেষ মুহূর্তে এসে সিরিয়া দুটো শর্ত জুড়ে দিয়েছে৷ এর একটি হচ্ছে, হামলা বন্ধ করবে বিদ্রোহীদের কাছ থেকে এমন লিখিত নিশ্চয়তা চেয়েছে সরকার৷ আর অন্যটি হলো, বিদেশি রাষ্ট্রগুলো বিদ্রোহীদের অর্থ সাহায্য দেবে না – এই মর্মে অঙ্গীকার করতে হবে৷ ইতিমধ্যে ‘ফ্রি সিরিয়া আর্মি’ নতুন শর্ত প্রত্যাখ্যান করেছে৷ সংগঠনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল রিয়াদ-আল-আসাদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘কোফি আনানের পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ, এবং এটা যে আমরা করছি সেটা আমরা আন্তর্জাতিক বিশ্বকে দেখাবো, সিরিয়ার বর্তমান সরকারকে নয়৷''

সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কোফি আনানছবি: Reuters

আন্তর্জাতিক বিশ্বের প্রতিক্রিয়া

সিরিয়ার এই নতুন পদক্ষেপের সিদ্ধান্তের পর চীন একটি বিবৃতিতে কোফি আনানের প্রস্তাব মেনে চলার জন্য সিরীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷ বিদ্রোহীদের প্রতিও একই আহ্বান জানিয়েছে চীন৷ এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশ্টন বলেছেন, শেষ মুহূর্তে এসে সিরিয়ার এমন শর্ত অগ্রহণযোগ্য৷ আর তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী নাসি করু মনে করছেন, এর ফলে বেঁধে দেয়া সময়সীমার যে চুক্তি সেটাই বাতিল হয়ে গেল৷

কোফি আনান

সিরিয়ার নতুন শর্ত সম্পর্কে তাঁর কোনো মন্তব্য জানা যায়নি৷ তবে সিরিয়ায় বেড়ে চলা সংঘর্ষকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলেছেন৷ এদিকে, সরকারি নির্যাতনের ভয়ে সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়া শরণার্থীদের দেখতে কোফি আনান মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন বলে জানা গেছে৷

সংঘর্ষ

স্থানীয়দের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে হামা প্রদেশে সিরিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় সোমবার ৩০ জন নিহত হয়েছেন৷ যার মধ্যে ১৭ জন শিশু ও আটজন নারী রয়েছেন৷ এর আগে শনি ও রবিবার প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা৷ এদিকে লেবানন-সিরিয়া সীমান্ত এক লেবানিজ টিভি ক্যামেরাম্যান নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক (রয়টার্স, এএফপি, ডিপিএ)
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ