1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো ভারতের লোকসভা নির্বাচন: ফলাফল ২৩ মে

১৯ মে ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হলো আজ৷ নরেন্দ্র মোদির নির্বাচনি এলাকা বারাণসীসহ মোট সাতটি প্রদেশ ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো নির্বাচন৷

Wahlen in Indien
ছবি: Reuters/R. De Chowdhuri

তবে প্রায় দেড়শ' কোটি জনসংখ্যার এ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা জানা যাবে আগামী ২৩ মে৷

স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়াভোটগ্রহণ অনেকটা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো৷ তবে বেশ কয়েকটি নির্বাচনি এলাকায় সহিংসতার খবরও পাওয়া গেছে৷

ছয় সপ্তাহ আগে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে মোট ৭টি ধাপে৷ শেষ ধাপে অর্থাৎ আজ রবিবার দেশটির ৫৯টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণ সম্পন্ন হয়৷ এর মধ্যে রয়েছে, উত্তর প্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে আসনে, পশ্চিমবঙ্গের নয়টি, আটটি করে বিহার ও মধ্য প্রদেশের, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খন্ডের ৩টি ও কেন্দ্রশাসিত চন্ডিগড়ের একটি আসনে ভোট হচ্ছে৷

শেষ দফার এ নির্বাচন উপলক্ষে এক টুইট বার্তায় সকলকে ভোট প্রদানের আহ্বান জানান মোদি৷ ভোটারদের রেকর্ড সংখ্যক ভোটপ্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আপনার একটি ভোট ভারতের উন্নয়ন প্রক্রিয়াকে আপনার মতো করে সাজাতে সাহায্য করবে৷''  

ভোট চলাকালে এ অঞ্চলগুলোর বিভিন্ন কেন্দ্রে সহিংসতা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে৷ পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, রাজ্যের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে৷ ভাটপাড়ায় দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের খবর দিয়েছে পত্রিকাটি৷ এদিকে বিজেপির অভিযোগ, কসবার কয়েকটি ভোটকেন্দ্রে তর্ণমূল এজেন্টরা ভোটরদের হুমকি দিয়েছে৷ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের তির ছোঁড়া হয়েছে বিজেপির দিকেও৷ পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে শক্ত অবস্থানে থাকা মমতার তৃণমূল অভিযোগ করছে যে, কেন্দ্রীয়বাহিনী ভোটারদেরকে বিজেপির ব্যালটে ভোট দিতে উৎসাহিত করেছে৷ এদিকে উত্তর প্রদেশের কয়েকটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে৷  

ভাগ্য পরীক্ষায় মোদি

উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রধানমন্ত্রী৷ তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কংগ্রেস প্রার্থী অজয় রায়৷ ভোটদানের পর অজয় রায় বলেন, এ সরকারের আমলে বারাণসীতে লোক দেখানো উন্নয়কাজ হয়েছে৷ যে কারণে ভোটাররা আর মোদির উপর আস্থা রাখবে না, বলেন তিনি৷

তৃণমূলের দুর্গ পশ্চিমবঙ্গে তীক্ষ্ণ দৃষ্টি ছিল মোদির৷ বার্তা সংস্থার এপি'র এক খবরে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় নেমে শুধু পশ্চিমবঙ্গেই ১৭বার পরিদর্শন করেছেন মোদি৷ পশ্চিমবঙ্গের নির্বাচনি প্রচারণার সময় বেশ কিছু সহিংসতার ঘটনা খবরও পাওয়া গেছে৷

ধর্মভিত্তিক প্রচারণা!

দেশটির এ বছরের নির্বাচনের উল্লেখযোগ্য দিক ছিল রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিজেপির ধর্মভিত্তিক প্রচারণা৷ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রচারণা দেশটির অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতিকে প্রশ্নের মুখে ফেলেছে৷ দেশটির উত্তর প্রদেশের প্রতিদ্বন্দীদের মধ্যে ধর্ম নিয়ে বাদানুবাদে লিপ্ত হতে দেখা গেছে রাজনৈতিক নেতাদের৷

নির্বাচনি এক প্রচারণায় প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘কংগ্রেস যদি ইসলাম ধর্মের নবী মোহাম্মদের জামাতা আলির উপর আস্থা রাখে তাহলে বিজেপিও হিন্দু দেবতা ‘বজরং বলি'র উপর আস্থা রাখবে৷''

এর উত্তরে তাঁর প্রতিদ্বন্দী নেত্রী মায়াবতি প্রদেশটির  ভোটারদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোটারদের বিভক্ত না হওয়ার অনুরোধ জানান৷ উত্তপ্ত এ পরিস্থিতে নির্বাচন কমিশন এ দুই রাজনৈতিক নেতাকে কয়েকদিনের জন্য নির্বাচনি প্রচারণায় নিষিদ্ধ করে৷

এদিকে, বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ আসামে এক নির্বাচনি প্রচারণায় বলেন তাঁর দল পুনঃনির্বাচিত হলে ভারতকে ‘অবৈধভাবে আশ্রয়ধারীদের' থেকে মুক্ত করবে৷ তবে তাঁর দেয়া এ বক্তব্যটি দেশটিতে বাংলাদেশ থেকে আসা মুসলিম অভিবাসীদের উদ্দেশ্য করে দেওয়া বলে মনে করছেন বিশেজ্ঞরা৷

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লষেক অজয় কুমার ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা স্পষ্ট যে বিজেপি হিন্দুদেরকে মুসলিমদের বিরুদ্ধে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে৷'' 

শেষ পর্বে মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১ লক্ষ  ৭৫ হাজার ১৫৩৷  প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট প্রার্থীর সংখ্যা ৯১৮ জন৷

আরআর/জেডএ (এপি, এএফপি, আনন্দবাজার)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ