ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত বিমানে নিহতদের জন্য শোক পালন করছে জার্মানি৷ চলছে জার্মানউইংসের বিমানটির দুর্ঘটনায় পড়ার কারণ জানার চেষ্টা৷ মন্তব্য আর জল্পনা-কল্পনা ডালপালা মেলছে, তবে দুর্ঘটনার নিশ্চিত কারণ এখনো জানা যায়নি৷
বিজ্ঞাপন
মঙ্গলবার বার্সেলোনা থেকে ড্যুসেলডর্ফে আসার পথে ফ্রান্সের অংশের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয় জার্মানির বিমান সংস্থা জার্মানউইংসের ৪ইউ৯৫২৫ ফ্লাইট৷ এয়ারবাসটিতে ১৪৪ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন৷ দুটি শিশু এবং জার্মানির একটি স্কুলের ১৬ জন শিক্ষার্থীও ছিল তাদের মধ্যে৷ আল্পসে বিমানটি ছিন্নবিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে তাদের জীবন৷
৭২ জন জার্মান, কমপক্ষে ৫১ জন স্প্যানিশ, ৩ জন অ্যামেরিকান এবং ৩ জন ব্রিটিশ মিলিয়ে মোট ১৮টি দেশের নাগরিক ছিল বিমানটিতে৷ সবার পরিবারেই নেমেছে শোকের ছায়া৷ জার্মানি আর স্পেন শোকে মূহ্যমান৷ দুর্ঘটনার পরের দিন, অর্থাৎ বুধবারই জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই দুর্ঘটনাস্থলে যান৷ হেলিকপ্টার থেকে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন তাঁরা৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদও ছিলেন ম্যার্কেলের সঙ্গে৷ এছাড়া স্পেনে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক৷
এবার মর্মান্তিক দুর্ঘটনায় জার্মানির বিমান
আবার বিমান দুর্ঘটনা৷ এবার ফ্রেঞ্চ আলপসে বিধ্বস্ত হলো জার্মানির একটি বিমান৷ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ড্যুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটির সব যাত্রী এবং ক্রু-ই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
ছবি: cc-by-sa/Laurent Errera/L'Union
১৫০ জনের করুণ প্রস্থান!
মঙ্গলবার সকালে বার্সেলোনা থেকে জার্মানউইংসের বিমানটি (এয়ারবাস এ৩২০) ১৪৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করে৷
ছবি: picture-alliance/dpa/M. Hitij
আবার ফ্রেঞ্চ আলপস
গত বছরের জানুয়ারিতে এই ফ্রেঞ্চ আল্পসে স্কি করতে গিয়ে পা ফসকে মৃত্যুর দোরগোড়ায় চলে গিয়েছিলেন ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখার৷ মঙ্গলবার জার্মানউইংসের বিমানটিও সেই পর্বতমালারই কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিএফএস-এর মুখপাত্র আক্সের রাব ডিডাব্লিউকে জানান, সকাল ১০টা ৩৭-এর দিকে বিমানটি দুর্ঘটনায় পড়েছে বলে তাঁদের অনুমান৷
ছবি: Reuters/J.P. Pelissier
কারণ অজ্ঞাত
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস বলেন, বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো তা জানা যায়নি৷ ফ্রান্সের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শুধু জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ নাগাদ তাঁরা ওই বিমান থেকে একটি বার্তা পেয়েছেন, তারপরই বিধ্বস্ত হয় বিমানটি৷
ছবি: Getty Images/P. Kovarik
বিমানবন্দরে স্বজনদের ভীড়
বার্সেলোনা বিমানবন্দর থেকে বিমানটি জার্মানির ড্যুসেলডর্ফে আসছিল৷ তাই স্পেন আর জার্মানি দু দেশেই রয়েছেন বিমানযাত্রীদের স্বজন৷ দু্র্ঘটনার খবর শুনে তাঁদের অনেকে বিমানবন্দরে ছুটে যান৷ চরম উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে হারিয়ে যাওয়া স্বজনদের জন্য তাঁদের এই অপেক্ষার কি অবসান হবে?
ছবি: AFP/Getty Images/L. Gene
ম্যার্কেলের শোক এবং আশ্বাস
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করবে ফ্রান্স, স্পেন এবং জার্মানি৷ এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ইতিমধ্যে কথা বলেছেন বলেও জানিয়েছেন ম্যার্কেল৷
ছবি: Reuters/H. Hanschke
শেয়ার মূল্যের পতন
শেয়ারবাজারে ইতিমধ্যে এ দুর্ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে৷ ইউরোপের বিমান উৎপাদন প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর শেয়ারের দাম কমছে৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
‘অভিশপ্ত’ মালয়েশিয়ান এয়ারলাইন্স
২০১৪ সালে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে৷ মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয় মালয়েশিয়ার বোয়িং ৭৭৭ বিমান৷ ১৭ জুলাই আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের আরেকটি বিমান৷ সেটি বিধ্বস্ত হয় ইউক্রেনে৷ বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে অভিযোগ রয়েছে৷ পরপর দুটি বিমানের এমন পরিণতির কারণে মালয়েশিয়ান এয়ারলাইন্সকে কেউ কেউ ভাবছেন ‘অভিশপ্ত’, ‘অপয়া’৷
ছবি: cc-by-sa/Laurent Errera/L'Union
7 ছবি1 | 7
বৃহস্পতিবার নিহতদের স্বজনরাও ফ্রেঞ্চ আল্পসের কাছে গিয়ে প্রয়াত প্রিয়জনদের শেষ বিদায় জানাবেন৷ এভাবে হারানো স্বজনদের বিদায় জানানোর আনুষ্ঠানিকতা সারার পরও তাঁদের মনে একটা প্রশ্ন থাকবেই- কেন ঘটল এমন দুর্ঘটনা? কী কারণে অকালে হারাতে হলো প্রিয়জনদের?
প্রশ্নের উত্তর জানার জন্যই চলছে তদন্ত৷ ইতিমধ্যে অনুমাননির্ভর কিছু কারণ নিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়ে গেছে৷ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা বিমানের ককপিট রেকর্ডিংয়ে দুর্ঘটনার সময় একজন পাইলটের ককপিটের বাইরে থাকার ইঙ্গিত রয়েছে বলে দাবি করা হয়েছে৷ বার্তা সংস্থা এএফপিকে এক সূত্র জানিয়েছে, ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সেই পাইলট অনেক চেষ্টা করেও ককপিটে ঢুকতে পারেননি৷
এক জার্মান সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসও জানিয়েছে একই তথ্য৷ সেখানে জার্মান সামরিক কর্মকর্তা বলেছেন, ‘‘বাইরে থেকে একজন দরজায় হাল্কাভাবে আঘাত করছিলেন৷ কেউ সাড়া দেয়নি৷ তারপর জোরে আঘাত করা হলো৷ তবুও জবাব আসেনি৷ কেউ আর সাড়াই দেয়নি৷ শেষে তো বাইরে থেকে দরজা ভেঙে ফেলারও চেষ্টা করা হয়েছে৷''
যে শোকের সান্ত্বনা নেই
জার্মানউইংসের ফ্লাইট ৪ইউ৯৫২৫ বিধ্বস্ত হওয়ায় শোকে স্তব্ধ জার্মানির ইওজেফ ক্যোনিশ স্কুল৷ ঐ স্কুলের ১৬ জন শিক্ষার্থী সহ দুজন শিক্ষক ছিলেন ফ্লাইটে৷ দুর্ঘটনা পরবর্তী নানা ঘটনা উঠে এসেছে ছবিঘরে৷
ছবি: picture alliance/MAXPPP/Duclet Stephane
আজ আমরা একা
জার্মান শহর হালটার্ন এর ইওজেফ ক্যোনিশ স্কুলের সামনে বুধবার হাজির হয়েছিলেন শোকগ্রস্ত অনেক মানুষ৷ স্কুলের বাইরে লেখা আছে ‘গতকাল আমরা অনেকে ছিলাম, আজ আমরা একা’৷
ছবি: AFP/Getty Images/S. Schuermann
শ্রদ্ধা
ফুল আর মোমবাতি নিয়ে হাজির হয়েছিল শিশুরাও৷
ছবি: Getty Images/I. Fassbender
নীরবতা পালন
ফরাসি এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৫৩ মিনিটে প্রায় ৬,০০০ ফুট উচ্চতা থেকে বিমানটি শেষবারের মতো যোগাযোগ করেছিল৷ তারপর বিমানটি বিধ্বস্ত হয়৷ বুধবার ঠিক ঐ সময়ে জার্মানউইংস এর সদরদপ্তর কোলনে এক মিনিটের নীরবতা পালন করেন কর্মীরা৷ পুরো বিশ্বে লুফটহানসা ও জার্মানউইংস এর কর্মীরা একই সময় নীরবতা পালন করেন৷
ছবি: Reuters/W. Rattay
দুর্ঘটনাস্থল
ফ্রেঞ্চ আল্পসের এই এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ৷
ছবি: Thomas Koehler/photothek.net/Auswärtiges Amt/dpa
ব্ল্যাকবক্স
বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাকবক্স পাওয়া গেছে, যদিও সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত৷ অন্য ব্ল্যাকবক্স উদ্ধারের কাজ এখন চলছে৷
ছবি: Reuters/BEA
তদন্ত কাজ
ফ্রেঞ্চ আল্পসের প্রত্যন্ত অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়৷ কিন্তু রাতে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা করা হয়৷ বুধবার সকাল থেকে আবারও কাজে নেমেছে তদন্ত দল৷
ছবি: Getty Images/E. Gaillard
পৌঁছেছে ফরেনসিক টিম
ফ্রান্সের যে শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে৷ ফরেনসিক দলও এরই মধ্যে পৌঁছে গেছে দুর্ঘটনাস্থলে৷
ছবি: picture-alliance/dpa/A. Estevez
শোকাহত স্পেনের রাজা-রানী
স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে৷ এই তিন দিন তাদের সবধরনের রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন দেশটির রাজা-রানী৷
ছবি: Reuters/P. Wojazer
জার্মানি, স্পেন ও ফ্রান্সের প্রধানদের শোক
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই ঘটনায় শোক জানিয়েছেন৷ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি৷ সাথে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ ও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই৷
ছবি: Getty Images/AFP/T. Schwarz
নিহত ১৫০ আরোহী
মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ড্যুসেলডর্ফে আসার পথে ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত হয় জার্মানউইংসের ৪ইউ৯৫২৫ ফ্লাইট৷ ১৪৪ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন ফ্লাইটটিতে৷
ছবি: picture alliance/MAXPPP/Duclet Stephane
10 ছবি1 | 10
জার্মানির রাষ্ট্রীয় বিমান কর্তৃপক্ষ লুফটহানসা জানিয়েছে, দুর্ঘটনার কারণ অন্বেষণের জন্য সব ধরণের চেষ্টাই করা হচ্ছে৷ কারণ জানামাত্রই সবাইকে তা জানানো হবে৷
এদিকে বিমান চালনা সম্পর্কিত এক বিশেষজ্ঞ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘পাইলট যদি স্বেচ্ছায় বিমানটিকে পাহাড়ের দিকে না নিয়ে থাকেন, তাহলে তাঁরা (পাইলট) অজ্ঞান হয়ে থাকলে, মারা গিয়ে থাকলে বা নিজে মরার সিদ্ধান্ত নিয়ে থাকলে, কিংবা কেউ তাঁদের মরতে বাধ্য করে থাকলেই কেবল এমনটি হওয়া সম্ভব৷''
শেষ মুহূর্তে পাইলটদের কী হয়েছিল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেননা, লুফটহানসা জানিয়েছে, ককপিটে যাঁরা ছিলেন বিমান চালনায় যথেষ্ট অভিজ্ঞ ছিলেন তাঁরা৷ তাছাড়া বিমানটিও পুরোপুরি ঠিক ছিল বলেই দাবি করছে জার্মানউইংস৷