1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্য

শেয়ারবাজারে কি এখন বিনিয়োগের সময়? 

১০ মার্চ ২০২০

বাংলাদেশের শেয়ারবাজার এখন সবচেয়ে নাজুক অবস্থার মধ্যে রয়েছে৷ এক বছরে ডিএসই ১৫৫৪ পয়েন্ট আর ৯০ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে৷ তবে এটি নতুন বিনিয়োগের সুযোগ বলেও মনে করছেন কেউ কেউ৷

Bangladesch - Börse in Dhaka
ছবি: picture alliance / Photoshot

করোনার প্রাদুর্ভাবে গোটা বিশ্বের শেয়ারবাজারেই আতঙ্ক চলছে৷ সোমবার যুক্তরাষ্ট্রের এসএন্ডপি ফাইভ হান্ড্রেড পাঁচ ট্রিলিয়ন ডলারের মূলধন হারিয়েছে৷ সূচক কমেছে সাত ভাগের বেশি৷ প্রায় একই পরিস্থিতি ছিল ইউরোপ, এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও৷ করোনার পাশাপাশি জ্বালানি তেলের মূল্য হ্রাসও দরপতনে বড় ভূমিকা রেখেছে ৷ ২০০৮ সালে বৈশ্বিক মন্দা পরিস্থিতির পর এতটা খারাপ সময় আর আসেনি৷

সাধারণত বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের শেয়ারবাজারে দ্রুত প্রভাব ফেলে না৷ কিন্তু সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জেও বড় ধরনের পতন হয়েছে৷  প্রধান সূচক ডিএসইএক্স ২৭৯ পয়েন্ট বা সাড়ে ছয় ভাগ কমে গেছে, যাকে ‘সুনামি’ হিসেবেও উল্লেখ করেছেন কেউ কেউ৷ 

ড. আহসান এইচ মনসুর

This browser does not support the audio element.

বাংলাদেশের শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী এমরান হাসান জানান, ২০১৩ সালে নতুন সূচক প্রবর্তনের পর ডিএসইতে এতটা পতন হয়নি এর আগে৷ যদিও মঙ্গলবার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে৷ সূচক বেড়েছে ১৪৮ পয়েন্ট৷ 

কেন শেয়ারবাজারের খারাপ অবস্থা 
বাংলাদেশের শেয়ারবাজার গত এক বছর ধরেই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে৷ এই সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১৫৫৪ পয়েন্ট কমেছে৷ ৯২ হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে৷ এজন্য তিনটি কারণ দেখছেন অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরই) এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের অর্থনীতির সূচকগুলোর যেসব আউটলুক (পূর্বাভাস) আসছে তার প্রত্যেকটি নিম্নমুখী৷ স্টক মার্কেটেও তার প্রতিক্রিয়া পড়ছে৷’’ 

পয়লা এপ্রিল থেকে ব্যাংকগুলোকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার নয়ভাগ কার্যকর করতে হবে৷ এই অর্থনীতিবিদ বলেন, ব্যাংকগুলোর মুনাফা এমনিতেই কমে যাচ্ছিল এর ফলে আরো কমে যেতে পারে৷ শেয়ার বাজারে ব্যাংক খাতের অংশ ৪০ ভাগ৷ এর পাশাপাশি গ্রামীণফোনের সঙ্গে সরকারের টানাপোড়েনও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে৷ আহসান মনসুর মনে করেন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থাহীনতা তৈরি করছে বৈশ্বিক পরিস্থিতি এবং করোনা ভাইরাসের খবর৷ যা বাংলাদেশে কাঁচামাল আমদানি এবং পণ্য রপ্তানিকে বাধাগ্রস্থ করতে পারে ৷  

এমরান হাসান

This browser does not support the audio element.

এখন কি বিনিয়োগ করা উচিৎ? 
ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০১৮ সালে ১৪ ভাগ, ২০১৯ সালে ১৭ ভাগের বেশি আর চলতি বছরের ১০ মার্চ পর্যন্ত ৬.৬ ভাগ কমেছে৷ অন্যদিকে গত বছর ভারত এবং পাকিস্তানের বাজারে তেজিভাব ছিল, এখন যা পড়তির দিকে৷ এমন তথ্য জানিয়ে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের এমরান হাসান জানান, ‘‘গত দুই বছরে বাংলাদেশের বাজারে একটা বড় ধরনের সংশোধন হয়ে গেছে৷ আমাদের বাজার এমনিতেই আন্ডারভ্যালুড (অবমূল্যায়িত) ছিল৷ করোনার প্রভাবে এখন যতটা না হওয়ার কথা তার চেয়েও বেশি আন্ডারভ্যালুড হয়েছে৷’’ 

তবে এই পরিস্থিতি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করেন এই বিশ্লেষক৷ ‘‘আমি মনে করি বাংলাদেশের বাজারে বিনিয়োগ করার জন্য এটাই সঠিক সময়৷ কারণ কিছু কিছু স্টকে করোনা এবং সামষ্টিক অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইতোমধ্যেই প্রতিফলিত হয়ে দর (যা হওয়া উচিৎ) তার চেয়েও নিচে নেমে গেছে৷ ঐ স্টকগুলো যদি কেউ বাছাই করে বিনিয়োগ করে তাদের জন্য বাজারে এখন বিনিয়োগের ভাল সুযোগ,’’ বলেন এমরান৷ 

তিনি মনে করেন করোনার কারণে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷ কিন্তু শেয়ার বাজারে তাদের প্রাধান্য বেশি না৷ এর বাইরে ফার্মাসিউটিক্যালস, ম্যানুফ্যাকচারিং ও দৈনন্দিন প্রয়োজনীয় খাতগুলো সামনের দিনে ভাল করতে পারে৷ এমনকি কিছু আর্থিক প্রতিষ্ঠানও সম্ভাবনাময়৷ 

অর্থনীতিবিদ আহসান মনসুরও মনে করেন সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের শেয়ারবাজারে যে অতিরিক্ত পতন হয়েছে এখন সেটি সংশোধন হওয়ার কথা৷ যার প্রেক্ষিতেই মঙ্গলবার বাজার কিছুটা ঘুরে দাড়িয়েছে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ