1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার কেলেঙ্কারিতে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

১৫ এপ্রিল ২০১১

শেয়ার বাজার কেলেঙ্কারির রিপোর্ট পূর্ণাঙ্গ নয় বলে মনে করেন শেয়ার বাজার বিশ্লেষকরা৷ তাদের মতে, অধিকতর তদন্তের প্রয়োজন হলে তা এখনই শুরু করার দরকার৷

উত্তেজিত শেয়ার বাজারে বিনিয়োগকারীদের একাংশ (ফাইল ছবি)ছবি: DW

তদন্তে কিছু বিষয় পরিষ্কার হলেও পুঁজিবাজারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ মনিটরে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখা হয় হয়নি৷

শেয়ার বাজার কেন অতিমূল্যায়িত হয়েছিল আর কেনইবা ধস নামলো, তা খতিয়ে দেখাই ছিল তদন্ত কমিটির কাজ৷ তদন্তে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারসাজির ঘটনা চিহ্নিত করা গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছেনা৷ অর্থমন্ত্রী বলছেন, অভিযোগ প্রমাণ করতে হলে আরো তদন্তের প্রয়োজন৷ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. মীর্জা আজিজুল ইসলামও বলেন, অধিকতর তদন্তের প্রয়োজন৷ কারণ এই তদন্ত রিপোর্ট দিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব নয়৷ আর নিলে তারা পার পেয়ে যাবেন৷

শেয়ার বাজার বিশেষজ্ঞ এবং ডিএসই'র সাবেক প্রধান নির্বাহী অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান একই ধরনের মন্তব্য করেন৷ তাঁর মতে, দ্রুত অধিকতর তদন্ত করে আইনী প্রক্রিয়ার দিকে এগোনো উচিত৷ তার ধারণা কাউকে রক্ষা করতে সরকার ধীরে চলো নীতি গ্রহণ করেছে৷

সালাউদ্দিন আহমেদ খান মনে করেন, বাজার কীভাবে অতি মূল্যায়িত হল আর কেনইবা দ্রুত পতন হল, তার প্রকৃত কারণ বের করতে ব্যর্থ হয়েছে তদন্ত কমিটি৷

পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত এবং সন্দেহজনক বিনিয়োগ ঠেকানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের৷ কিন্তু তারা সে দায়িত্ব পালনে করেনি এমন মন্তব্য মীর্জা আজিজুল ইসলামের৷

তারা দু'জনই অবশ্য এসইসি, ডিএসই এবং সিএসইর সংস্কারের ব্যাপারে তদন্ত কমিটির রিপোর্টের সঙ্গে একমত৷ তবে এখনো সংস্কারের কাজ শুরু না হওয়ায় তাঁরা হতাশ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ