1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজার চাঙ্গা করার ব্যবস্থা আসছে

১৮ নভেম্বর ২০১১

শেয়ার বাজারের জন্য সুখবর জানা যাবে রোববার৷ আর এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেয়ার বাজার সংশ্লিষ্টরা সিদ্ধান্ত চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক করছেন৷ শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবারো তাদের সঙ্গে বৈঠক করবেন৷

সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় শেয়ার বাজারছবি: DW

গত সপ্তাহে শেয়ার বাজারে ব্যাপক দরপতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ার বাজারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন৷ বুধবারের বৈঠকে শেয়ার বাজার চাঙ্গা করতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা সুপারিশ আকারে গ্রহণ করা হয়৷ কিন্তু পরীক্ষা নীরিক্ষার জন্য তখন তা রোববার প্রকাশ করা হবে বলে জানান হয়৷ তখন এসইসির সদস্য আরিফ খান জানান, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে পদক্ষেপ নেয়া হচ্ছে৷

প্রধানমন্ত্রীর বৈঠকের পর শুক্রবার অর্থমন্ত্রী সচিবালয়ে আবারো শেয়ার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকের পর এসইসির প্রধান খায়রুল হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সুপারিশ বাস্তবায়নে কি পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে৷

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শেয়ার বাজার সংক্রান্ত সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি৷ তবে ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেছেন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব দিয়েছে বিশ্বব্যাংক৷ চিঠিতে পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে তারা আগের অবস্থানের কথাই জানিয়েছে৷ অর্থ ছাড়ের ব্যাপারে এখনো ইতিবাচক কোন জবাব পাওয়া যায়নি৷

আজ শনিবার অর্থমন্ত্রী আবারো শেয়ারবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন৷ কাল রোববার সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানোর কথা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ