1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজার তারল্য সংকটের শিকার: লালি

২৮ জুন ২০১২

বাংলাদেশের শেয়ার বাজার এখন তারল্য সংকটের শিকার৷ আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই তারল্য সংকটের কারণেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারছেনা৷ তারা বিনিয়োগ না করলে শেয়ার বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়৷

ছবি: DW

শেয়ার বাজার এখন সূচকের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে৷ আর এই পরিস্থিতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি অংশ বাজারের বাইরে চলে যাচ্ছেন৷ আরো অনেকে আছেন যারা তাদের শেয়ার বিক্রি করতে পারলে বাজার ছেড়ে দেবেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডন্ট আহমেদ রশিদ লালি ডয়চে ভেলেকে বলেন, এই সমস্যা সৃষ্টি হয়েছে তারল্য সংকটের কারণে৷ শুধু শেয়ার বাজার নয়, পুরো অর্থনীতিই এখন এই সংকটের মধ্যে রয়েছে৷ আর এটি ঠিক করতে হবে বাংলাদেশ ব্যাংককে৷ দীর্ঘদিন ধরে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে অর্থনীতি এখন প্রায় স্থবির হওয়ার পথে৷

তিনি বলেন, শেয়ার বাজারকে কখনোই ক্ষুদ্র বিনিয়োগকারীরা চাঙ্গা করতে পারেনা৷ কারণ তারা বাজারের মূল নিয়ামক নয়৷ বাজারের মূল নিয়ামক হল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা৷ কিন্তু তারা বাজারে আসছে না৷ কার‌ণ তারাও তারল্য সংকটের শিকার৷

তবে তিনি মনে করেন সামনে শেয়ার বাজারের জন্য সুখবর আছে৷ এজন্য বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরতে হবে৷ সামনে নতুন ৫০টি কোম্পানি শেয়ার বাজারে আসবে৷ দীর্ঘ মেয়াদে বাজেটের কিছু ইতিবাচক প্রভাব পড়বে৷ আর সরকার শেয়ার বাজারের জন্য যেসব প্রণোদনার কথা বলেছে তাও ধীরে ধীরে দেয়া হবে৷

আহমেদ রশিদ লালি বলেন তবে শর্ত আছে৷ শেয়ার বাজারের জন্য সিদ্ধান্ত নিতে হবে দেশের প্রেক্ষাপটে ও বাস্তবতার নিরিখে৷ বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ঋণ নেয়ার জন্য যেন শেয়ার বাজার তাদের শর্ত অনুযায়ী কোন পরীক্ষা-নিরীক্ষার মুখে না পড়ে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ