1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোকাচ্ছন্ন নরওয়ে, সন্ত্রাসের শিকড়ের খোঁজে পুলিশ

২৪ জুলাই ২০১১

জোড়া হামলায় নিহতদের শোকে থমথমে নরওয়ে৷ জাতীয় পতাকা অর্ধনমিত৷ রাজ পরিবার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় শোক পালিত হলো রবিবার৷ দেশের মানুষ শেষ শ্রদ্ধা জানালেন অকালে ঝরে পড়া সম্ভাবনাময় তরুণদের প্রতি৷

A memorial service is held in a church in Norderhov, Norway, Sunday, July 24, 2011. A Norwegian man dressed as a police officer gunned down at least 84 people at an island youth retreat on Friday before being arrested. Investigators are still searching the surrounding waters, where people fled the attack. The same man is believed to have been responsible for an explosion in nearby Oslo that killed seven. (Foto:Frank Augstein/AP/dapd)
নিহতদের জন্য বিশেষ প্রার্থনাসভাছবি: dapd

রাজধানী অসলো এবং এর পার্শ্ববর্তী দ্বীপ উটোয়ায় অল্প সময়ের ব্যবধানে ঝরে গেছে এক ঝাঁক তরুণ প্রতিভা৷ প্রথমে রাজধানীর সরকারি ভবনে এবং এরপরেই উটোয়া দ্বীপে যুব শিবিরে সমবেত তরুণদের উপর হামলায় একদিনেই হারিয়ে গেছে নরওয়ের ৯৩টি তাজা প্রাণ৷ তাই শোকের ছায়া নেমে এসেছে সাধারণ মানুষের কুটির থেকে রাজ প্রাসাদ পর্যন্ত৷ প্রাসাদ থেকে বেরিয়ে এসেছেন রাজা পঞ্চম হারাল্ড, রানী সোনিয়াসহ রাজ পরিবারের সদস্যরা৷ গির্জায় মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী ইয়েন্স স্টল্টেনব্যার্গ থেকে শুরু করে দেশের শীর্ষ নাগরিকরা৷ পথে নেমেছেন স্বজন হারানো মানুষ৷ সাথে এনেছেন বাগানের সেরা ফুল এবং একঝাঁক বাতি হারানো কুঁড়িগুলোর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে৷ জোড়া হামলার শিকার স্বজনদের শোক আর আশায় বুক বেঁধে অশ্রুসজল নয়নে বিদায় দিলেন দেশবাসী৷

স্বজনহারানো মানুষের কান্নাছবি: dapd

প্রধানমন্ত্রী স্টল্টেন্যবার্গ বিশেষ প্রার্থনায় এসে বললেন, ‘‘প্রতিটি মৃত্যুই ট্রাজেডি তথা বিয়োগান্তক আর এতোগুলো প্রাণের অকালে ঝরে পড়া একটি জাতীয় ট্রাজেডি৷'' জোড়া হামলায় হারিয়ে যাওয়া তরুণদের মধ্য থেকে তাঁর বিশেষভাবে পরিচিত দুই তরুণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর আবেগময় মন্তব্য, ‘‘এটা কোনভাবেই বোধগম্য নয় যে, তারা চিরদিনের জন্য হারিয়ে গেছে৷'' তিনি আরো বলেন, ‘‘আমরা একটি ছোট্ট দেশে বাস করি৷ কিন্তু আমরা এই দেশকে নিয়ে গর্বিত৷ আমরা এর মূল্যবোধ থেকে কখনই বিচ্যুত হবো না৷'' এই সহিংস হামলায় হতাহত ব্যক্তিদের সবার নাম ও ছবি শীঘ্রই প্রকাশ করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী স্টল্টেনব্যার্গ৷

নিহতদের প্রতি ফুলেলশ্রদ্ধাছবি: dapd

এদিকে, প্রধানমন্ত্রীর ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নির্মম এই সহিংস ঘটনার সাথে জড়িতদের খোঁজ পেতে অসলোয় বিশেষ চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ৷ অসলো পুলিশের মুখপাত্র আন্ডের্স ফ্রিডেনব্যার্গ জানিয়েছেন, রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষ অভিযান শুরু করেছে তারা৷ এটি মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তের স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন তিনি৷ বার্তা সংস্থা এনটিবি জানাচ্ছে, রবিবার অসলোর কেন্দ্রস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরের স্লেটেলোয়েকা অঞ্চলে পুলিশ অভিযান চালিয়েছে৷ এই অভিযানের সময় বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর দিচ্ছে টিভিটু এবং ভ্যার্ডেন্স গ্যাঙ্গ পত্রিকা৷ তবে পুলিশ সূত্র জানিয়েছে, এই অভিযানে আটক সন্দেহভাজন কয়েকজনকে আবারও ছেড়ে দেওয়া হয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ