1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোক দিবসে শ্রদ্ধায় অবনত জাতি

১৫ আগস্ট ২০০৯

১৫ আগস্ট জাতীয় শোক দিবস৷ বাঙালি জাতির জনক, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৪ তম শাহাদত বার্ষিকী৷

ছবি: AP

১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনা সদস্যদের হাতে ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞে স্বপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় পুরো জাতি আজ অবনত৷

মাত্র ৫৫ বছর বয়সে বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান৷ একটি স্বাধীন মাতৃভূমির জন্য বাঙালি জাতির হাজার বছরের স্বপ্নকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি৷ কৈশোরের উচ্ছলতা, তারুণ্যের স্বপ্ন-সাধ সবকিছুই শেখ মুজিবর রহমান উৎসর্গ করেছিলেন বাঙালির জন্য৷ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবর রহমান৷ শুধু সংগ্রাম নয় কুটনৈতিক এবং রাজনৈতিক দূরদৃষ্টির যে পরিচয় বঙ্গবন্ধু দিয়েছেন তাতে তাঁর নেতৃত্বে কোন আন্দোলনই মুখ থুবড়ে পড়েনি৷ সময়ের প্রয়োজনেই তিনি ডাক দিয়েছেন, নিয়ন্ত্রন করেছেন সময়কেও৷

ছবি: bdnews24

শুধু স্বাধীনতার ডাক কিংবা আরো রক্ত দেয়ার ঘোষনা নয়৷ বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে শেখ মুজিবর রহমান ছিলেন দৃঢ় চেতা এবং আপোষহীন৷

স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ পুর্নগঠিত হচ্ছে তখনই ঘাতক চক্র হত্যা করে বাঙালি জাতির এই অবিসংবাদিত নেতাকে৷ যে বুক ছিল বাংলাদেশের হৃদয়, সেই বুকে ঘাতকের বুলেট শুধু জাতির জনকের জীবন ক্রিয়াকেই স্তব্ধ করেনি, বাধাগ্রস্ত করেছে বাংলাদেশের অগ্রগতিকেও৷ জাতির জনক নেই, আর তাই স্বাধীনতার ৩৮ বছর পরও বাংলাদেশকে স্বনির্ভর করার সংগ্রাম শেষ হয়নি৷ যে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখেছিলেন তার বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শের শক্তিতে ভর করেই এগিয়ে যেতে হবে আমাদের৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ