1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোয়ারৎসেনেগারের প্রেম

২ অক্টোবর ২০১২

সোমবার প্রকাশিত হল৷ মারকাটারি একটা নাম রেখেছেন: ‘‘টোটাল রিকল’’৷ কিন্তু সেই বইতেই রয়েছে, ‘‘আমি মারিয়াকে আজও ভালোবাসি’’৷ মারিয়া বলতে মারিয়া শ্রাইভার, তাঁর স্ত্রী, যার সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া চলেছে৷

ছবি: picture-alliance/dpa

টোটাল রিকল বলতে বোঝায়, কোনো কিছু বাদ দিলে চলবে না৷ তাই আর্নল্ড শোয়ারৎসেনেগার তাঁর অতীত ভুলত্রুটির অনেকটাই অকপটে স্বীকার করেছেন, এমনকি মারিয়া যখন তাদের চতুর্থ সন্তানের জন্ম দিতে চলেছেন, ঠিক তখনই যে আর্নি বাকি ছেলেমেয়েদের আয়ার সঙ্গে অবৈধ সম্পর্ক করেন, এবং সেই মহিলা আবার মারিয়ার সঙ্গে প্রায় একই সময়ে অবৈধ সন্তানটির জন্ম দেন, ইত্যাদি৷ পুরো ঘটনাটি সম্পর্কে আর্নির মন্তব্য: তাঁর জীবনের বৃহত্তম বোকামি ছিল এটি৷

অন্যদিকে ২৫ বছরের দাম্পত্য কি অতো সহজে ভোলা যায়? তাই স্মৃতিকথায় টার্মিনেটর বলেই ফেলেছেন, বিয়েটা টার্মিনেট করতে তাঁর আদৌ ইচ্ছে ছিল না৷ তিনি নাকি এখনও স্বপ্ন দেখছেন, তিনি এবং মারিয়া স্বামী-স্ত্রী হিসেবে ছেলেমেয়েদের নিয়ে আবার একত্রে বাস করতে পারবেন৷ সঙ্গে শোয়ারৎসেনেগার যেটা যোগ করেছেন, সেটা যেন তাঁর আন্তরিকতাকে আরো স্পষ্ট করে দেয়: ‘‘আপনারা এটাকে বাস্তবকে মানতে না চাওয়া বলতে পারেন৷ কিন্তু আমার মন এইভাবেই কাজ করে... আমি আজও মারিয়াকে ভালোবাসি৷''

সেই মারিয়া গতবছরের জুলাই মাসেই আর্নির সঙ্গে ডিভোর্সের কাগজপত্র ফাইল করে বসে আছেন৷ বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে দেখিয়েছেন: ‘‘ইর্রিকন্সাইলেবল ডিফারেন্সেস'', আর মেলানো যায় না, এমনই পার্থক্য৷

শোয়ারৎসেনেগার নিজের সপক্ষে শুধু এইটুকু বলেছেন যে, তিনি চিরকালই একটু গোপন স্বভাবের মানুষ৷ তাই তিনি যে আর গভর্নর পদে পুনর্নির্বাচনের জন্য দাঁড়াচ্ছেন না, কিংবা তাঁর যে একটা হার্টের অপারেশন হয়েছে, এ সব কথাও তিনি নাকি মারিয়াকে শেষ মুহূর্তে কিংবা ঘটনা ঘটার পরে জানাতেন৷ তাহলে কি অবৈধ সন্তানের কথাটাও মারিয়াকে জানাতে ঐ কারণেই দেরি হয়েছে?

শোয়ারৎসেনেগার পরিবারের বহুদিনের হাউসকিপার ছিলেন মিলড্রেড বেইনা৷ তিনি নিজেই কিন্তু আর্নিকে বলেন নি যে, তাঁর পুত্রসন্তান জোসেফ আসলে আর্নির নিজেরই সন্তান৷ জোসেফের যখন সাত না আট বছর বয়স, তখন নাকি আর্নি ছেলেটার আকৃতি এবং অবয়ব দেখে খেয়াল করেন, এটা তাঁর নিজের সন্তান এবং মিলড্রেডকে আর্থিক সাহায্য দিতে শুরু করেন৷ ওদিকে জোসেফকে তাঁর নিজের ছেলেমেয়েদের সঙ্গে খেলতে দেখে মারিয়ার মনে একই সন্দেহ আসে...

এছাড়া জীবনে অন্যান্য মহিলারাও এসেছেন৷ তবুও মারিয়াকে আজও ভালোবাসেন আর্নল্ড শোয়ারৎসেনেগার৷

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ