1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যূনতম বেতন

২৮ জুন ২০১২

বাংলাদেশে পোশাক শ্রমিকদের সাত সংগঠনের জোট ‘গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ’ সম্প্রতি পাঁচ দফা দাবি জানিয়েছে৷ এর মধ্যে একটি হলো শ্রমিকদের ন্যূনতম বেতন সাত হাজার টাকা করা৷

ছবি: AP

অন্য দাবিগুলো হলো - শ্রমিকদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, কারখানাভিত্তিক পূর্ণ রেশনিং-ব্যবস্থা চালু করা, সব পোশাক কারখানায় শ্রমিক সংগঠনের অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার৷

গণমাধ্যমের খবর অনুযায়ী, বিজিএমইএ'র পক্ষে মহাসচিব আহসান-উল-ফাত্তাহ এবং বিকেএমইএর পক্ষে সভাপতি সেলিম ওসমান দাবি সংক্রান্ত স্মারকলিপি গ্রহণ করেন৷

তবে বিজিএমইএ'র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলছেন, তাঁরা দাবির ব্যাপারটা গণমাধ্যম থেকে জানতে পেরেছেন৷ তিনি বলেন, শ্রমিকরা ন্যূনতম বেতনের যে দাবি জানিয়েছে সেটা নির্ধারণের দায়িত্ব সরকারের৷ 

তৈরি পোশাক কর্মীদের আন্দোলনছবি: AP

মহিউদ্দিন বলেন, ‘‘যারা দাবি জানিয়েছে তাদের সঙ্গে গত দুই মাসে বেশ কয়েকবার আলোচনা হলেও সেসময় কোনো দাবি-দাওয়ার কথা শোনা যায়নি৷ কিন্তু আশুলিয়ার নৈরাজ্যজনক ঘটনাকে কেন্দ্র করে অনেক ভুঁইফোঁড় সংগঠন এখন দাবি-দাওয়ার কথা বলছে৷''

বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমান যে ন্যূনতন বেতন তিন হাজার টাকা আছে সেটা যারা কাজ শিখছে তাদের জন্য৷ অভিজ্ঞ শ্রমিকরা গড়ে ছয় হাজার টাকা করে পান বলে জানান তিনি৷ মহিউদ্দিন বলেন, কম্বোডিয়ার মতো বাংলাদেশে শ্রমিকদের জন্য সর্বোচ্চ বেতনের কোনো সীমা নেই৷ বাজারের উপর নির্ভর করে শ্রমিকদের বেতন ঠিক করা হয়৷

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রায় ২০ শতাংশ দক্ষ শ্রমিকের অভাব রয়েছে৷ তাই কোনো শ্রমিকের যদি একটি জায়গায় কাজ করতে ভাল না লাগে তাহলে সে অন্য কোথাও চলে যেতে পারে৷

বিজিএমইএ সভাপতি স্বীকার করেন, বাড়ি ভাড়া ও যাতায়াতের ক্ষেত্রে শ্রমিকদের সমস্যায় পড়তে হয়৷ তিনি বলেন, একটা পরিবারের যদি দুজন আয়ের উৎস হন তারপরেও সেই পরিবার চালাতে কী সমস্যা হয় সেটা পর্যালোচনা করে দেখা হচ্ছে৷

মহিউদ্দিন বলেন, তৈরি পোশাক খাত নিয়ে দেশে ও বিদেশে অনেক চক্র কাজ করছে৷ আশুলিয়ার মত ঘটনা যেগুলো ঘটছে সেগুলোর পেছনে এসব চক্র রয়েছে বলে গোয়েন্দা বিভাগের কাছ থেকে প্রমাণও পাওয়া গেছে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: মারিনা জোয়ারদার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ