বাংলাদেশে শিল্পকারখানার শ্রমিকরা কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনায় মারা গেলে তার ক্ষতিপুরণের বিধান আছে পাঁচ লাখ টাকা৷ তবে তারা বাস্তবে পান মাত্র দুই লাখ টাকা৷ বাকি টাকা তাদের পরিবার পান না বলে অভিযোগ আছে৷
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি জানান, শ্রম আইনে যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের বিধান আছে তার মধ্যে দুই লাখ টাকা ইন্সুরেন্স কোম্পানি, দুই লাখ টাকা সরকার এবং এক লাখ টাকা মালিকের দেয়ার কথা৷ কিন্তু বাস্তবে সরকারের দুই লাখ টাকা ছাড়া মালিক ও ইন্সুরেন্স কোম্পানির টাকা শ্রমিকরা পান না৷ বাধ্যতামূলক হলেও অনেক কারখানা ইন্সুরেন্স করে না৷
তবে বাংলাদেশে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পকারখানায় আগুনসহ যেসব ঘটনায় শ্রমিকরা মারা যান তাকে ‘দুর্ঘটনা’ বলতে চান না বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস)-এর পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ৷
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ
তার মতে এসব ঘটনার অধিকাংশই ‘হত্যাকাণ্ড, ফৌজদারি অপরাধ’৷ কারণ, শ্রমিকরা যে পরিবেশে কাজ করেন এবং আগুন বা অন্য কোনো ঘটনায় যেভাবে মূল ফটকে তালা মারা থাকে তা শ্রম আইন বিরোধী৷ সেক্ষেত্রে শ্রমিকদের আসলে হত্যা করা হয়৷ এই অবহেলাজনিত হত্যার ঘটনা প্রমাণ করতে পারলে ক্ষতিপূরণের পরিমান আরো বেশি৷ কিন্তু এখন পর্যন্ত এইসব ঘটনায় কোনো মালিককে শাস্তি পেতে দেখা যায়নি৷
রূপগঞ্জের হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানায় আগুনে পুড়ে ৫২ জন নিহত হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিস ওই প্রতিষ্ঠানে অবহেলার প্রমাণ পেয়েছে৷ ভবনটি তালাবদ্ধ ছিল৷ আগুন লাগার পরও তালা খোলা হয়নি৷ তারা ভবনে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খুঁজে পাননি৷ ছিলো না আগুনের জন্য বিকল্প সিঁড়ি৷ তাই এই ঘটনায় পুলিশ বাদি হয়ে অবহেলাজনিত হত্যা মামলা দায়ের করেছে৷ মামলায় প্রতিষ্ঠানের চেয়াম্যানসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন৷ তাদের চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷
অবহেলাজনিত হত্যার জন্য দণ্ডবিধির ৩০৪ ও ৩০৭ ধারায় সর্বোচ্চ শাস্তি ১০ বছর৷ যেখানে ৩০২ ধারায় হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড৷
এদিকে রূপগঞ্জের ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা বলেছে শ্রম মন্ত্রণালয়৷ মালিক পক্ষ কোনো অর্থ সাহায়তা এখনও দেয়নি৷
অতীত উদাহরণ
বাংলাদেশে ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে ভয়াবহ আগুনে ১১২ জন গার্মেন্টস শ্রমিক মারা যান৷ ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে মারা যান এক হাজার একশ ৭৫ জন শ্রমিক৷ তারপর আরো অনেক দুর্ঘটনা ঘটেছে৷ আর সর্বশেষ রূপগঞ্জে মারা গেলেন ৫২ জন৷
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের হিসাবে, এর বাইরে ২০০৫ সাল থেকে এ পর্যন্ত আরো প্রায় ৫০০ শ্রমিক পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানার দুর্ঘটনায় মারা গেছেন৷
মনজিল মোরসেদ
বাংলাদেশের শ্রম আইনে যেসব কারখানায় কমপক্ষে ১০০ শ্রমিক আছেন সেখানে গ্রুপ বীমা থাকা বাধ্যতামূলক৷ তবে সব শ্রমিক এই বীমারা আওতায় আসে না৷ একজন শ্রমিক এখান থেকে সার্বোচ্চ দুই লাখ টাকা সুবিধা পান৷ কিন্তু ২০১৫ সালের পর অধিকাংশ শিল্পকারখানাই আর এই গ্রুপ বীমা করেনি বলে বীমা ও ব্যাংক খাত সূত্র থেকে জানা যায়৷
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার জন্য শ্রম আইনে যে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে তাও শ্রমিক বা তার পরিবার পান না৷ আর অবহেলাজনিত হত্যা প্রমাণ না হলে ক্ষতিপূরণ পাওয়া যায় না৷ এখন পর্যন্ত এই আইনে কোনো মালিক বা দায়ীরা শাস্তি পেয়েছেন এমর নজির নেই৷ তবে নানা দুর্ঘটনায় উচ্চ আদালত ক্ষতিপূরণের বেশ কিছু আদেশ দিয়েছেন৷
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘‘এখন সরকারের পক্ষ থেকে যে ক্ষতিপুরণ আছে তা আগে আরো কম ছিল৷ রানা প্লাজা ধসের পর তা বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়৷ কিন্তু এটাও অনেক কম ৷ এটা আরো বাড়ানো উচিত৷ আর মালিকপক্ষ নানা আইনের মারপ্যাচে শ্রমিকদের বঞ্চিত করে৷’’
২০২১ সালে ভবন ধস ও অগ্নিকাণ্ডের যত ঘটনা
২০২১ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও ভবন ধসের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এই ছবিঘর৷
ছবি: Giorgio Viera/AFP/Getty Images
মগবাজার বিস্ফোরণ
২৭শে জুন ঢাকার মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে৷ ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে এবং গুরুতর আহত ৬৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, ভবনের কোথাও গ্যাস জমে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷
ছবি: bdnews24.com
মায়ামি ভবন ধস
২৫শে জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে ১১ জন নিহত হয়েছে৷ এখনও নিখোঁজ অন্তত ১৫০ জন৷ ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে৷ তবে ভবন ধসের কারণ এখনও জানা যায়নি৷
ছবি: mpi04/MediaPunch/picture alliance
চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ১৮
২৫শে জুন চীনের হেনান প্রদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে মারা গেলেন ১৮ জন৷ নিহতদের সকলেই ছিলেন শিক্ষার্থী৷
ছবি: Andy Wong/AP Photo/picture alliance
দক্ষিণ কোরিয়ায় ভবন ধস, নিহত ৯
৯ জুন দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে বহুতল ভবন ভাঙার সময় এক অংশ ধসে অন্তত নয় জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরও আটজন৷ ভবনটি ভাঙার কাজ চলছিলো৷ হঠাৎ এর একটি অংশ ব্যস্ত রাস্তার মধ্যে ধসে পড়লে চাপা পড়ে একটি বাস৷ নিহতদের সবাই ওই বাসের যাত্রী৷ (ফাইল ছবি)
ছবি: Reuters
ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪
৭ই জুন ভারতের মহারাষ্ট্রের পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টের স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জন মারা যান৷
ছবি: Imago-Images/Pacific Press Agency
গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু
পহেলা মে ভারতের গুজরাটে এক হাসপাতালে আগুন লেগে করোনায় সংক্রমিত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়৷ গুজরাটের ভরুচ এলাকার ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলো৷
ছবি: Naveen Sharma/Zuma/picture alliance
ইরাকে হাসপাতালে আগুন, মৃত ৮২ করোনা রোগী
২৬শে এপ্রিল অক্সিজেন কনটেনার ফেটে বাগদাদের হাসপাতালে আইসিইউ-তে আগুন লেগে মারা যায় অন্তত ৮২ জন করোনা রোগী৷ বাগদাদের হাসপাতাল ইবন আল-খাতিব-এ এই ভয়াবহ ঘটনায় ১১০ জন আহত হন৷
ছবি: Thaier Al-Sudani/REUTERS
মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু
২৩শে এপ্রিল মহারাষ্ট্রের বিরারে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়৷ শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে জানা গেছে৷আগুন প্রথমে লাগে আইসিইউ-তে৷
২১শে এপ্রিল মহারাষ্ট্রের নাসিকে হাসপাতালে ট্যাঙ্কার লিক হলে আধাঘন্টা অক্সিজেন বন্ধ থাকায় মৃত্যু হয় ২২ জন করোনা রোগীর৷ ১০ জন ভেন্টিলেটারে ছিলেন৷ তারা সকলেই মারা যান। অনেক রোগীকে সেসময় অক্সিজেন দেয়া হচ্ছিলো৷ তাদের মধ্যে ১২ জন মারা যান৷
ছবি: ANI/REUTERS
বহুতল ভবন ধসে মিশরে নিহত ১৮
২৭শে মার্চ মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহত হয়েছে ১৮ জন৷ আহত হয়েছে অন্ততপক্ষে ২৪ জন৷ রাত ৩টার দিকে ১০ তলা ভবনটি ধসে পড়ে৷ এছাড়া ২৭ জুন আবাসিক ভবন ধসে মিসরের আলেকজান্দ্রিয়াতে চার নারীর মৃত্যু হয়েছে৷
ছবি: Mohamed Asad/Xinhua/picture alliance
রোহিঙ্গা ক্যাম্পে আগুন
২২শে মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয় এবং নয় হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে৷ ২রা এপ্রিল উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের, আহত কয়েকজন৷
ছবি: ROHINGYA RIGHT TEAM/Md Arakani/REUTERS
কলকাতায় রেলভবনে আগুনে মৃত ৯
৯ মার্চ কলকাতায় রেলের একটি ভবনে আগুনের ঘটনা ঘটে৷ স্ট্র্যান্ডরোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয় জনের মৃত্যুর হয়েছে৷ এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে লিফটে৷
ছবি: DW/S. Bandyopadhyay
ঢামেকের আইসিইউতে আগুন, তিনজনের মৃত্যু
১৭ই মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আইসিইউ ইউনিটে আগুনের ঘটনায় রোগী সরানোর সময় তিন জন মারা গেছেন৷ এ সময় করোনা ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান হাসপাতাল পরিচালক৷
ছবি: DW/H. Ur Radhid
সেরাম ইনস্টিটিউটে আগুন, নিহত ৫
পুনায় একশ একর জমির উপর সেরামের কারখানা৷ ২২শে জানুয়ারি ভ্যাকসিন প্রস্তুতকারক এই ইনস্টিটিউটের নির্মীয়মান ভবনে আগুন লেগে মারা যায় পাঁচ জন৷