1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খবর সত্য নয়’

৬ মার্চ ২০১২

পুমা, নাইকি এবং অ্যাডিডাস-এ পোশাক সরবরাহকারী বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় শ্রমিক নির্যাতন এবং যৌন হয়রানির খবর সত্য নয় বলে জানিয়েছেন কারখানার মালিকরা৷ তারা বলেছেন, এটি বাংলাদেশ বিরোধী প্রচারণা৷

ছবি: DW

আগামী ২৭শে জুলাই লন্ডনে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসের স্পন্সর পুমা, নাইকি এবং অ্যাডিডাস৷ আর ঐ তিনটি প্রতিষ্ঠানের পোশাক সরবরাহ করা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে৷ লন্ডনের ‘অবজার্ভার' পত্রিকায় রোববার প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ঐ তিনটি প্রতিষ্ঠানের পোশাক তৈরিতে বাংলাদেশের গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিকরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন৷ তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে৷ এমনকি যৌন হয়রানির অভিযোগও তারা পেয়েছেন৷ আর অভিযোগ এসেছে কম মজুরি দেওয়ার ক্ষেত্রেও৷ পুমা'য় পোশাক সরবরাহকারী বাংলাদেশি একটি তৈরি পোশাক কারখানা হল ডিবিএল গ্রুপ৷ তার পরিচালক আব্দুর রহিম ফিরোজ ডয়চে ভলেকে জানান, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন৷ এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিরুদ্ধে প্রচারণা৷

তিনি বলেন, ঐ সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এদেশে এজেন্ট আছে৷ তারা সব সময়ই তাদের কারখানা পরিদর্শন করছেন৷ তারা কিন্তু তাদের বিরুদ্ধে এ ধরণের কোনো অভিযোগ করেননি৷ তিনি জানান, দেশে সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরির চেয়ে বেশি মজুরি দেয়া হয় তাদের কারখানার শ্রমিকদের৷ তিনি জানান, লন্ডনের ‘অবজার্ভার' পত্রিকার কোনো সাংবাদিক তাদের সঙ্গে কথা বলেননি বা তাদের কারখানা পরিদর্শনও করেননি৷

তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এইসব কারখানা শতভাগ কমপ্লায়েন্স মেনে চলে৷ আর পত্রিকাটি সুনির্দিষ্টভাবে কোনো গার্মেন্টস-এর নাম না বলে ঢালাওভাবে অভিযোগ করেছে৷ তিনি দেশি এবং বিদেশি সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করে বলেন, তারা এসব কারখানা সরেজমিন পরিদর্শন করলে বাস্তব অবস্থা বুঝতে পারবেন৷

এদিকে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন ডয়চে ভলেকে জানান, পুমা, নাইকি ও অ্যাডিডাস-এ পোষাক সরবরাহকারী বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় শ্রমিক নির্যাতন বা যৌন হয়ারানির কোনো অভিযোগ তার কাছে নাই৷ তবে অন্য কিছু গার্মেন্টস-এর বিরুদ্ধে অভিযোগ আছে৷ তাই শ্রমিকদের ন্যুনতম মজুরির চেয়ে কম মজুরি দেয়ার অভিযোগ ঠিক নয়, জানান তিনি৷ আর বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া ঢালাও মন্তব্য করা উদ্দেশ্যমূলক৷ মানবাধিকার কমিশন ঐ সব কারখানায় শ্রমিক নির্যাতন বা যৌন হয়রানির একটি অভিযোগও পায়নি৷

তৈরি পোশাক শিল্পের মালিকরা শিগগিরই সংবাদ সম্মেলন ডেকে প্রকাশিত খববরের প্রতিবাদ জানিয়ে প্রকৃত অবস্থা তুলে ধরবেন৷ তারা লন্ডন অবজার্ভার'এও প্রতিবাদপত্র পাঠাবেন বলে জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ