1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলংকার নির্বাচনে ক্ষমতাসীন কোয়ালিশন জয়ী

৯ এপ্রিল ২০১০

নির্বাচন বিভাগ ১৬টি আসনের ফলাফল প্রকাশ স্থগিত রেখেছে৷ দুটি জেলার ৩৮টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হবার পর, এই ১৬টি আসনের ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়৷

শ্রীলংকার নির্বাচনী প্রচারনার পোস্টার পরিষ্কার করা হচ্ছেছবি: AP

শ্রীলংকায় সংসদীয় নির্বাচনে সেদেশের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ক্ষমতাসীন কোয়ালিশন জয়লাভ করেছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে৷ রাজাপাকসের ইউনাইটেড পিপলস ফ্রিডম আ্যালায়েন্স সংসদের ১১৭টি আসনে জয়লাভ করেছে৷

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল, যেটা নির্বাচন বিভাগ থেকে জানানো হয়েছে, তাতে বলা হচ্ছে, সংসদের ২২৫টি আসনের মধ্যে ১১৭টি আসনে জয়লাভ করেছে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ক্ষমতাসীন কোয়ালিশন ইউনাইটেড পিপলস ফ্রিডম আ্যালায়েন্স ৷ এই দলটির সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট নির্বাচনে ৪৬টি আসনে জয়লাভ করেছে৷ নির্বাচনের এই ফলাফল শ্রীলংকার রাষ্ট্রীয় টেলিভিশনেও সম্প্রচার করা হয়েছে৷

যে কোন কোয়ালিশনের সরকার গঠন করার নিয়ম অনুযায়ী, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাভ করা এবং সরকার গঠন করার জন্যে, যে কোন দলকে অবশ্যই ১১৩টি আসনে জয়লাভ করতে হবে৷ কিন্তু যে ব্যাপারটি এখনও পরিষ্কার হয়নি, সেটি হচ্ছে, সংবিধান পরিবর্তনের জন্যে, যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে, সেটি রাজাপাকসের কোয়ালিশন করতে পারবে কিনা৷ তবে দেশটির যোগাযোগ মন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেছেন, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবার জন্যে ১২ অথবা ১৩টি আসনের ঘাটতি থাকলেও, সেটি তাঁদের জন্যে তেমন বড় কোন চ্যালেঞ্জ নয়৷

মাহিন্দা রাজাপাকসেছবি: AP

অন্যান্য দলের মধ্যে,শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে শক্ত ঘাঁটি রয়েছে এইরকম একটি তামিল রাজনৈতিক দল নির্বাচনে ১২টি আসন লাভ করেছে৷ এছাড়া সাবেক সেনা প্রধান জেনারেল শরথ ফনসেকা ৫টি আসনে জয়লাভ করেছেন৷ নির্বাচন বিভাগ ১৬টি আসনের ফলাফল প্রকাশ স্থগিত রেখেছে৷ দুটি জেলার ৩৮টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হবার পর, এই ১৬টি আসনের ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়৷ তবে এই আসনগুলোতে ভোট গ্রহণের তারিখ এখনও ঘোষণা করা হয়নি৷

শ্রীলংকার যুদ্ধ পরবর্তী প্রথম এই সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করলো প্রেসিডেন্ট রাজাপাকসের ক্ষমতাসীন কোয়ালিশন, ইউনাইটেড পিপলস ফ্রিডম আ্যালায়েন্স৷ নির্বাচনের আগাম ফলাফল জানার পর থেকেই, দলটি নির্বাচনে বিজয় লাভের দাবি করে আসছে৷

এদিকে নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে অনেক কম ভোট পড়েছে৷ দেশের উত্তরে যুদ্ধের সময়ে যারা গৃহহীন হয়েছেন, সেইসব তামিলদের অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে অস্বীকার করেছেন৷

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ