1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজশ্রীলঙ্কা

শ্রীলঙ্কাকে আইএমএফের তিন পরামর্শ

২৬ এপ্রিল ২০২২

অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য শ্রীলঙ্কা চায় অর্থ সহায়তা, তবে আইএমএফ দ্বীপদেশটিকে বলেছে, আর্থিক নীতিমালা জোরালো করা, কর আদায় বাড়ানো এবং সহজ বিনিময় হার নির্ধারণের মাধ্যমে বিপর্যয় কাটাতে৷

Sri Lanka Colombo | Protest gegen Regierung um Gotabaya Rajapaksa, Basil Rajapaksa und Mahinda Rajapaksa
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images

দুই কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা এমনিতেই ঋণে জর্জরিত৷ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার সীমা ছাড়িয়েছে বহু আগে৷ জ্বালানি সংকট এত চরমে যে, হাসপাতালে রোগীর চিকিৎসা চালানোও প্রায় অসম্ভব হয়ে পড়েছে৷ বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসের পদত্যাগ এবং দেশে স্বাভাবিক অবস্থা ফেরানোর জন্য দ্রুত, কার্যকর পদক্ষেপ দাবি করছেন৷ অন্যদিকে রাজাপাকসে সরকার পরিস্থিতি পরিবর্তনের জন্য চাইছেন  আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা৷

গত সপ্তাহে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংক এবং ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে আর্থিক সহায়তার বিষয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি  ওয়াশিংটনে গিয়েছিলেন৷ সেই আলোচনায় খুব বড় কোনো সহায়তার আশ্বাস পাননি আলী সাবরি৷ মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আনে-মারি গুল্ডে-ভোল্ফ-ও শোনাননি কোনো আশার বাণী৷ বরং আরো অর্থনৈতিক সহায়তা শ্রীলঙ্কার ঋণ-নির্ভরতা স্থায়ী করতে পারে- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হলে শ্রীলঙ্কাকে কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে৷ তিনি আরো বলেন, ‘‘এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আর্থিক নীতিমালা জোরালো করতে হবে৷ পাশাপাশি এক্সচেঞ্জ রেট শিথিল করাও প্রয়োজন বলে মনে হচ্ছে৷''

এসিবি/ কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ