তৃতীয় দিন শেষেও পাল্লেকেলে টেস্টে বাংলাদেশ এগিয়ে৷ ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার পর শ্রীংঙ্কাকে ফলো-অন করানোর সম্ভাবনাও জাগিয়ে রেখেছে মুমিনুলের দল৷ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২২৯৷
বিজ্ঞাপন
অবশ্য স্বাগতিকদের ফলো-অন করানো খুব কঠিন তো বটেই, দিমুথ করুণারত্নে যতক্ষণ আছেন, ততক্ষণ তা প্রায় অসম্ভবও৷ বাঁ হাতি এই ওপেনার দিন শেষে ব্যাট করছিলেন ৮৫ রান নিয়ে৷ কাল চতুর্থ দিন সকালে তাকে বা তার সঙ্গী ধনঞ্জয়াকে (২৬*) ঝটপট ফেরাতে না পারলে ১১২ রানে বাকি সাত উইকেট ফেলে শ্রীলঙ্কায় ইনিংস জয়ের সম্ভাবনা ধরে রাখা মুশকিল হয়ে যাবে তাসকিন, মেহেদী মিরাজ, তাইজুলদের জন্য৷
মৃদৃ আশার কথা একটাই আর তা হলো, এখনো ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ৷ তামিম (৯০), শান্ত (১৬৩), মুমিনুল (১২৭), লিটন (৫০) আর মুশফিক (অপরাজিত ৬৮)-এর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে অনায়াসে সাড়ে পাঁচশ'র কাছে চলে যাওয়া ইনিংসটার তুলনায় স্বাগতিকদের প্রথম ইনিংসকে যত ছোট রাখা যায়, জয় বা ড্রয়ের আশা তত নাগালে থাকবে৷
তাসকিন, মেহেদী আর তাইজুল মাত্র একটা করে উইকেট নিয়ে সেই সম্ভাবনা অবশ্য খুব একটা উজ্জ্বল করতে পারেননি৷
এসিবি/জেডএইচ (ক্রিকইনফো)
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি
পালেকেলেতে বড় রেকর্ডের সুযোগ হারালেও তৃতীয় উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ঠিকই নিজেদের করে নিয়েছেন মুমিনুল-শান্ত৷ ছবিঘরে থাকছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটির কথা...
ছবি: Ishara S. Kodikara/AFP
১০
২২২, মুমিনুল-মুশফিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা দশ জুটির দশমটিতে রয়েছেন মুমিনুল-মুশফিক৷ গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবোয়ের বিপক্ষে ঢাকা টেস্টে চতুর্থ উইকেট জুটিতে ২২২ রান তুলেছিলেন তারা৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
৯
২২৪, ইমরুল-তামিম
২০১৪ সালে ওপেনার ইমরুল কায়েসের ব্যাটে যেন রানের বন্যা বইছিল৷ শুরুটা হয়েছিল জিম্বাবোয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে৷ তামিম ইকবালকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ২২৪ রান করেছিলেন তিনি৷ ওপরের ছবিতে তামিম ইকবাল৷
ছবি: ISHARA S. KODIKARA/AFP
৮
২৩২, ইমরুল-শামসুর
সাত বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২৩২ রান এসেছিল ইমরুল কায়েস আর শামসুর রহামানের দ্বিতীয় উইকেট জুটি থেকে৷ ওপরের ছবিতে ইমরুল আর মুশফিক৷
ছবি: Reuters/M. P. Hossain
৫
২৪২, নাজমুল শান্ত-মুমিনুল পালেকালেতে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে নাজমুল হোসেন শান্ত ১৬৬ রান করার পর কুমারাকে ফিরতি ক্যাচ না দিলে মুমিনুলের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটিটা কোথায় গিয়ে থামতো কে জানে৷ শান্ত আউট হওয়ার পর অধিনায়ক মুমিনুলও ফিরে যান ১২৭ রান করে৷
ছবি: Ishara S. Kodikara/AFP
৭
২৩৫, মাহমুদুল্রাহ-সৌম্য
২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষের ওই ম্যাচটা মাহমুদুল্লাহ আর সৌম্যর নিশ্চয়ই বহুকাল মনে থাকবে৷ নিউজিল্যান্ডের বোলারদের হতাশায় ডুবিয়ে পঞ্চম উইকেট জুটিতে ২৩৫ রান তুলেছিলেন তারা৷ ওপরের ছবিতে মাহমুদুল্লাহ৷
ছবি: AP
৬
২৩৬, মুমিনুল-মুশফিক
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মুমিনুল-মুশফিক৷, তৃতীয় উইকেট জুটিতে ২৩৬ রান তুলেছিলেন তারা৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
৪
২৬৬, মুমিনুল-মুশফিক
আর মাত্র এক রান করলেই দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড স্পর্শ করতে পারতেন তারা৷ কিন্তু ২০১৮ সালের ১১ নভেম্বর জিম্বাবোয়ের বিপক্ষে ঢাকা টেস্টে তাদের চতুর্থ উইকেট জুটি ভেঙে যায় ২৬৬ রানে৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
৩
২৬৭, আশরাফুল-মুশফিক
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটিতে জড়িয়ে আছে মোহাম্মদ আশরাফুলের নাম৷ ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে যোগ করেছিলেন ২৬৭ রান৷ তারপরইি ভেঙেছিল তাদের পঞ্চম উইকেট জুটি৷
ছবি: AP
২
৩১২, ইমরুল-তামিম
দ্বিতীয় সেরা জুটিটি এখনো ইমরুল কায়েস আর তামিম ইকবালের নামে লেখা৷ ২০১৫ সালের ২৮ এপ্রিল খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইনিংসের সূচনা করতে নেমে ৩১২ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন তারা৷ ওপরের ছবিতে শান্তর সঙ্গে তামিম৷
ছবি: ISHARA S. KODIKARA/AFP
১
৩৫৯, মুশফিক-সাকিব
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় জুটিটি গড়েছিলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান৷২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে ৩৫৯ রান করেছিলেন তারা৷