1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কাকে চাপে রাখার চেষ্টায় বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২১

তৃতীয় দিন শেষেও পাল্লেকেলে টেস্টে বাংলাদেশ এগিয়ে৷ ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার পর শ্রীংঙ্কাকে ফলো-অন করানোর সম্ভাবনাও জাগিয়ে রেখেছে মুমিনুলের দল৷ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২২৯৷

Cricket Sri Lanka vs Bangladesch
ছবি: ISHARA S. KODIKARA/AFP

অবশ্য স্বাগতিকদের ফলো-অন করানো খুব কঠিন তো বটেই, দিমুথ করুণারত্নে যতক্ষণ আছেন, ততক্ষণ তা প্রায় অসম্ভবও৷ বাঁ হাতি এই ওপেনার দিন শেষে ব্যাট করছিলেন ৮৫ রান নিয়ে৷ কাল চতুর্থ দিন সকালে তাকে বা তার সঙ্গী ধনঞ্জয়াকে (২৬*) ঝটপট ফেরাতে না পারলে ১১২ রানে বাকি সাত উইকেট ফেলে শ্রীলঙ্কায় ইনিংস জয়ের সম্ভাবনা ধরে রাখা মুশকিল হয়ে যাবে তাসকিন, মেহেদী মিরাজ, তাইজুলদের জন্য৷

মৃদৃ আশার কথা একটাই আর তা হলো, এখনো ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ৷ তামিম (৯০), শান্ত (১৬৩), মুমিনুল (১২৭), লিটন (৫০) আর মুশফিক (অপরাজিত ৬৮)-এর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে অনায়াসে সাড়ে পাঁচশ'র কাছে চলে যাওয়া ইনিংসটার তুলনায় স্বাগতিকদের প্রথম ইনিংসকে যত ছোট রাখা যায়, জয় বা ড্রয়ের আশা তত নাগালে থাকবে৷

তাসকিন, মেহেদী আর তাইজুল মাত্র একটা করে উইকেট নিয়ে সেই সম্ভাবনা অবশ্য খুব একটা উজ্জ্বল করতে পারেননি৷

এসিবি/জেডএইচ (ক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ