ছবিতে অর্থনৈতিক মন্দা আর গণবিক্ষোভে বিপর্যস্ত শ্রীলঙ্কা
প্রেসিডেন্টের রাষ্ট্রীয় ভবন দখলে নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্ট ক্ষমতা না ছাড়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না৷ অভূতপূর্ব অর্থনৈতিক বিপর্যয় আর রাজনৈতিক অস্থিরতার দেশ শ্রীলঙ্কার বর্তমান অবস্থা দেখুন ছবিঘরে...
ছবি: Eranga Jayawardena/AP/picture alliance
রাজনৈতিক সংকটের আবর্তে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার আইনসভা জানিয়েছে, চলতি সপ্তাহেই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে৷ দেশব্যাপী চলমান বিক্ষোভে গত কিছুদিন ধরে এ দাবিই উঠে আসছে৷ বিক্ষোভকারীরা বলছেন, দেশের ইতিহাসের চরম অর্থনৈতিক বিপর্যয়ে নিজের দায়িত্ব স্বীকার করে প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগ করতে হবে৷
ছবি: Amitha Thennakoon/AP Photo/picture alliance
বিক্ষোভকারীদের আস্তানা
কলম্বোয় কয়েকদিন আগেও যে ভবন ছিল রাষ্ট্রপতির রাষ্ট্রীয় ভবন, এই মুহূর্তে তা এখন বিক্ষোভকারীদের আস্তানা৷ পুরো ভবনই এখন তাদের দখলে৷ শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়লে প্রেসিডেন্ট রাজাপাকসে দ্রুত সেখান থেকে চলে যেতে বাধ্য হন৷ শ্রীলঙ্কা সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘‘প্রেসিডেন্টকে বিশেষ প্রহরায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷’’
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
সুইমিংপুলে শান্তি
ওপরের ছবিতে প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের শরীর জুড়ানোর দৃশ্য৷ তবে শ্রীলঙ্কায় ভয়াবহ জ্বালানি সংকট এবং দ্রব্যের অগ্নিমূল্য জনমনে যে উত্তাপ ছড়িয়েছে তা এখনো প্রশমিত হয়নি৷ প্রেসিডেন্ট গোতাবায়া গণরোষের মুখে ইতিমধ্যে বিভিন্ন পদ থেকে তার নিকটাত্মীয়দের সরাতে শুরু করেছেন৷ সেই তালিকায় তার দুই ভাই মাহিন্দা এবং বাসিলও রয়েছেন৷ মাহিন্দা ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আর বাসিল অর্থমন্ত্রী৷
ছবি: AFP
জ্বলছে প্রধানমন্ত্রীর বাড়ি
গত মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধেও জনতার ক্ষোভ দানা বেঁধেছে ৷ তাই তার নিজস্ব বাড়িতেও জ্বলেছে বিক্ষোভের আগুন৷ রনিল ইতিমধ্যে তার দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন৷ আরো জানিয়েছেন, তিনি ক্ষমতা ছাড়তে এবং সর্বদলীয় সরকার গঠনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত৷
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
ব্যর্থ টিয়ারগ্যাস
ভেঙে পড়া অর্থনীতি এবং বাঁধভাঙা বিক্ষোভের দেশটিতে বিক্ষোভকারীদের রুখতে শনিবার আইন-শৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস ছোঁড়ে৷ তবে তাতে বিক্ষোভ দমানো যায়নি৷
ছবি: Amitha Thennakoon/AP/picture alliance
‘দেউলিয়া’ শ্রীলঙ্কা
বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে ঢুকে পড়ার আগে দেশের অর্থনীতির চরম দুরবস্থার কথা সরকারি পর্যায় থেকেই স্বীকার করে নেয়া হয়৷গত মঙ্গলবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, মোট ঋণ ৫০ বিলিয়নও ছাড়িয়ে যাওয়ায় শ্রীলঙ্কা এখন ‘দেউলিয়া দেশ'৷দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটির বিপর্যয় কাটিয়ে উঠতে এক বছর বা তার চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে বলে বিশ্লেষকদের ধারণা৷
ছবি: Saman Abesiriwardana/Pacific Press/picture alliance
জ্বালানি সংকটে বিকল্প সন্ধান
তেল আর গ্যাসের চরম সংকট দেখা দেয়ায় বাধ্য হয়ে কাঠ পুড়িয়ে রান্না এবং গাড়ি ছেড়ে সাইকেলে যাতায়াত শুরু করেছেন শ্রীলঙ্কার অনেক মানুষ৷ তাতে গাছ কেটে পরিবেশের ক্ষতি করার প্রবণতা বেড়েছে৷ অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় সাইকেলের দামও বাড়ছে হু হু করে৷
ছবি: Ishara S. KODIKARA/AFP
ভয়াবহতম অর্থনৈতিক বিপর্যয়
শ্রীলঙ্কা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৪৮ সালে৷ গত ৭৪ বছরে আর কখনো এমন অর্থনৈতিক বিপর্যয়ে পড়েনি দেশটি৷ সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আমলেই চরমে ওঠা সংকট গত মে মাসে দায়িত্ব নেয়া রনিল বিক্রমাসিংহে দৃশ্যত একেবারেই নিয়ন্ত্রণ করতে পারেননি৷ দু’ মাসের মধ্যে দেশকে ‘দেউলিয়া’ ঘোষণা করে তিনিও এখন পদ ছাড়ার অপেক্ষায়৷