শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্তের হামবানতোতা বন্দরের কাছে পৌঁছে গেছে চীনের জাহাজ ইউয়ান ওয়ান ৫। ১১ থেকে ১৭ অগস্টের মধ্যে জাহাজটি বন্দরে পৌঁছে যাবে।
বিজ্ঞাপন
এই জাহাজটি ব্যালেস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে। জাহাজে প্রচুর অ্যান্টেনা লাগানো। স্যাটেলাইট সিগন্যালও ধরতে পারে অ্যান্টেনা। জাহাজে চারশ জন কর্মী আছেন।
তাইওয়ান ঘিরে চীনের সামরিক ড্রিলের পাশাপাশি শ্রীলঙ্কায় জাহাজ পাঠানোর ঘটনা ঘটলো। যদি এই জাহাজটি শ্রীলঙ্কার বন্দরে থাকে, তাহলে তারা ভারতের মিসাইল পরীক্ষার উপরেও নজর রাখতে পারবে। ভারত মিসাইল পরীক্ষা করলে তার বিস্তারিত তথ্য চীন পেয়ে যাবে।
ছবিতে অর্থনৈতিক মন্দা আর গণবিক্ষোভে বিপর্যস্ত শ্রীলঙ্কা
প্রেসিডেন্টের রাষ্ট্রীয় ভবন দখলে নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্ট ক্ষমতা না ছাড়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না৷ অভূতপূর্ব অর্থনৈতিক বিপর্যয় আর রাজনৈতিক অস্থিরতার দেশ শ্রীলঙ্কার বর্তমান অবস্থা দেখুন ছবিঘরে...
ছবি: Eranga Jayawardena/AP/picture alliance
রাজনৈতিক সংকটের আবর্তে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার আইনসভা জানিয়েছে, চলতি সপ্তাহেই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে৷ দেশব্যাপী চলমান বিক্ষোভে গত কিছুদিন ধরে এ দাবিই উঠে আসছে৷ বিক্ষোভকারীরা বলছেন, দেশের ইতিহাসের চরম অর্থনৈতিক বিপর্যয়ে নিজের দায়িত্ব স্বীকার করে প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগ করতে হবে৷
ছবি: Amitha Thennakoon/AP Photo/picture alliance
বিক্ষোভকারীদের আস্তানা
কলম্বোয় কয়েকদিন আগেও যে ভবন ছিল রাষ্ট্রপতির রাষ্ট্রীয় ভবন, এই মুহূর্তে তা এখন বিক্ষোভকারীদের আস্তানা৷ পুরো ভবনই এখন তাদের দখলে৷ শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়লে প্রেসিডেন্ট রাজাপাকসে দ্রুত সেখান থেকে চলে যেতে বাধ্য হন৷ শ্রীলঙ্কা সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘‘প্রেসিডেন্টকে বিশেষ প্রহরায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷’’
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
সুইমিংপুলে শান্তি
ওপরের ছবিতে প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের শরীর জুড়ানোর দৃশ্য৷ তবে শ্রীলঙ্কায় ভয়াবহ জ্বালানি সংকট এবং দ্রব্যের অগ্নিমূল্য জনমনে যে উত্তাপ ছড়িয়েছে তা এখনো প্রশমিত হয়নি৷ প্রেসিডেন্ট গোতাবায়া গণরোষের মুখে ইতিমধ্যে বিভিন্ন পদ থেকে তার নিকটাত্মীয়দের সরাতে শুরু করেছেন৷ সেই তালিকায় তার দুই ভাই মাহিন্দা এবং বাসিলও রয়েছেন৷ মাহিন্দা ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আর বাসিল অর্থমন্ত্রী৷
ছবি: AFP
জ্বলছে প্রধানমন্ত্রীর বাড়ি
গত মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধেও জনতার ক্ষোভ দানা বেঁধেছে ৷ তাই তার নিজস্ব বাড়িতেও জ্বলেছে বিক্ষোভের আগুন৷ রনিল ইতিমধ্যে তার দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন৷ আরো জানিয়েছেন, তিনি ক্ষমতা ছাড়তে এবং সর্বদলীয় সরকার গঠনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত৷
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
ব্যর্থ টিয়ারগ্যাস
ভেঙে পড়া অর্থনীতি এবং বাঁধভাঙা বিক্ষোভের দেশটিতে বিক্ষোভকারীদের রুখতে শনিবার আইন-শৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস ছোঁড়ে৷ তবে তাতে বিক্ষোভ দমানো যায়নি৷
ছবি: Amitha Thennakoon/AP/picture alliance
‘দেউলিয়া’ শ্রীলঙ্কা
বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে ঢুকে পড়ার আগে দেশের অর্থনীতির চরম দুরবস্থার কথা সরকারি পর্যায় থেকেই স্বীকার করে নেয়া হয়৷গত মঙ্গলবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, মোট ঋণ ৫০ বিলিয়নও ছাড়িয়ে যাওয়ায় শ্রীলঙ্কা এখন ‘দেউলিয়া দেশ'৷দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটির বিপর্যয় কাটিয়ে উঠতে এক বছর বা তার চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে বলে বিশ্লেষকদের ধারণা৷
ছবি: Saman Abesiriwardana/Pacific Press/picture alliance
জ্বালানি সংকটে বিকল্প সন্ধান
তেল আর গ্যাসের চরম সংকট দেখা দেয়ায় বাধ্য হয়ে কাঠ পুড়িয়ে রান্না এবং গাড়ি ছেড়ে সাইকেলে যাতায়াত শুরু করেছেন শ্রীলঙ্কার অনেক মানুষ৷ তাতে গাছ কেটে পরিবেশের ক্ষতি করার প্রবণতা বেড়েছে৷ অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় সাইকেলের দামও বাড়ছে হু হু করে৷
ছবি: Ishara S. KODIKARA/AFP
ভয়াবহতম অর্থনৈতিক বিপর্যয়
শ্রীলঙ্কা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৪৮ সালে৷ গত ৭৪ বছরে আর কখনো এমন অর্থনৈতিক বিপর্যয়ে পড়েনি দেশটি৷ সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আমলেই চরমে ওঠা সংকট গত মে মাসে দায়িত্ব নেয়া রনিল বিক্রমাসিংহে দৃশ্যত একেবারেই নিয়ন্ত্রণ করতে পারেননি৷ দু’ মাসের মধ্যে দেশকে ‘দেউলিয়া’ ঘোষণা করে তিনিও এখন পদ ছাড়ার অপেক্ষায়৷
ছবি: Eranga Jayawardena/AP/dpa/picture alliance
8 ছবি1 | 8
চীনের এই জাহাজ নিয়ে ভারত উদ্বিগ্ন। জাহাজটি চীনের ন্যাশনাল প্রসেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করে এবং তাতে প্রচুর সামরিক যন্ত্রপাতি লাগানো।
শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র নালিন হেরাথ জানিয়েছেন, ভারতের উদ্বেগের বিষয়টি তারা জানেন। কিন্তু এটি ‘রুটিন মহড়া'। হেরাথ বলেছেন, ভারত, চীন, রাশিয়া, জাপানের মতো দেশের জাহাজ জলসীমায় ঢোকার অনুমতি চাইলে, তা সঙ্গে সঙ্গে দেয়া হয়।
২০১৪ সালে চীনের সাবমেরিন হামবানতোতা এসেছিল। ভারত তীব্র প্রতিবাদ জানানোর পর আর এরকম ঘটনা ঘটেনি। এবারো শ্রীলঙ্কা বলছে, শুধু পর্যবেক্ষণের কাজেই চীন এই জাহাজ ব্যবহার করবে।
ঘটনা হলো হামবানতোতা বন্দর ৯৯ বছরের লিজে চীনের এক কোম্পানির হাতে তুলে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কাছ থেকেও ঋণ হিসাবে প্রচুর অর্থ বকেয়া রয়েছে চীনের।