1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার মহিলারা মাইন পরিষ্কার করছে

২৪ সেপ্টেম্বর ২০১১

এশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ শেষ হয়েছে তিন বছর হলো৷ বলছি, শ্রীলঙ্কার তামিল যুদ্ধের কথা৷ এখন সেখানে চলছে ভূমি মাইন পরিষ্কারের মত ঝুঁকিপূর্ণ কাজ যাতে অংশ নিচ্ছে নারীরাও৷

ল্যান্ডমাইন পরিষ্কার করছে এক কর্মীছবি: Cluster Munitions Coalition

কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে একটা ছবি কল্পনা করুন৷ আপনি মাটি কাটছেন৷ যার নীচে থাকতে পারে মাইন, মানে বোমা৷ যেটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে৷ আর সেটা হলে রক্ষা নেই৷ হতে পারে মৃত্যু৷ আর ভাগ্য ভাল হলে হয়তো জানে বেঁচে যাবেন, কিন্তু হারাতে হতে পারে শরীরের কোনো অঙ্গ৷

এমনই বিপজ্জনক কাজ করছেন শ্রীলঙ্কার কিছু মহিলা৷ তাদের স্বামী তামিল যুদ্ধের সময় হারিয়ে গেছে বা নিহত হয়েছে৷ তাই সংসার চালানোর দায়িত্ব এখন পড়েছে ঐসব মহিলার উপর৷ কিন্তু তাদের এমন কোনো দক্ষতা ছিলনা যে কাজ পাবে৷ এমন সময় খোঁজ মেলে কিছু কাজের৷ দক্ষিণ এশিয়ার রক্ষণশীল সমাজে যেগুলোকে সাধারণত পুরুষদের কাজ বলেই ধরে নেয়া হয়৷ কিন্তু ভাগ্য বদল করতে শ্রীলঙ্কার ঐ নারীরাও মাইন পরিষ্কারের কাজে নেমে পড়েন৷

প্রায় ২০০ জন মহিলা বর্তমানে এই কাজ করে সংসার চালাচ্ছেন৷ ঝুঁকিপূর্ণ এই কাজ করে প্রতিমাসে একেকজন পান প্রায় ১৯ হাজার টাকা৷ তবে প্রত্যেকেরই বিমা করা আছে৷ কাজ শুরুর আগে প্রত্যেককে তিন সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

এমনই এক কর্মী দিশান্তি৷ মাত্র ২৩ বছর বয়স তার৷ স্বামী নিহত হয়েছে যুদ্ধে৷ এখন এক ছেলে আর বাবা-মা সহ চারজনের পরিবার তার৷ দিশান্তি বলছে শুরুর দিকে লোকজন একজন নারী কীভাবে এই কাজ করবে সেটা নিয়ে সন্দেহ পোষণ করতো৷ কিন্তু এখন তারাই একটা কাজ পাবার জন্য তার কাছে আসে৷

দিশান্তি বলছে অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ৷ কিন্তু প্রশিক্ষণ নিয়ে এবং নিরাপত্তা বিধি মেনে কাজ করলে ঝুঁকিটা তেমন আর থাকেনা৷

বিশেষজ্ঞরা বলছেন, সেখানে এখনো হাজার হাজার ল্যান্ডমাইন থাকতে পারে৷ যেগুলো সম্পূর্ণ পরিষ্কার করতে আরও দশ বছর লেগে যেতে পারে৷ এই কাজ শেষ হলেই জমিগুলো আবারও কৃষিকাজে ব্যবহার করা যাবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ