1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার মানুষের পাশে ভারত: জয়শঙ্কর

১১ জুলাই ২০২২

শ্রীলঙ্কার রাজনৈতিক নেতাদের থেকে দূরত্ব তৈরি করলো ভারত। জানালো, তারা সেদেশের মানুষের সঙ্গে আছে।

ভারত জানিয়েছে, তারা শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশে আছে।
ভারত জানিয়েছে, তারা শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশে আছে। ছবি: Eranga Jayawardena/AP/picture alliance

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ''ভারত সরকার সবসময় শ্রীলঙ্কাকে সাহায্য করে এসেছে। বর্তমান আর্থিক সংকট থেকে শ্রীলঙ্কা যাতে বেরোতে পারে, সেজন্যও তারা সাহায্য করেছে। শ্রীলঙ্কা এখন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে চাইছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।'' জয়শঙ্কর জানিয়েছেন, ভারত শ্রীলঙ্কার মানুষের পাশে আছে।

জয়শঙ্কর বলেছেন, ''শ্রীলঙ্কার সংকট বেশ গভীর। বেশ কয়েক বছর ধরে এই সংকট তৈরি হয়েছে। তবে শ্রীলঙ্কাকে নিজেদেরই এই সংকট কাটাতে হবে। আমরা তাদের সবচেয়ে বড় সাহায্যকারী ও সমর্থক। কিন্তু সংকট থেকে বের হওয়ার পথ ওদের বের করতে হবে। তারা ইতিমধ্যেই সেই আলোচনা শুরু করেছে। ঋণ কম করছে। ঋণদানকারী সংস্থা ও দেশের সঙ্গে কথা বলছে।''

ভারত ইতিমধ্যে শ্রীলঙ্কাকে ৩৮০ কোটি ডলারের সাহায্য দিয়েছে। ভারত এই সাহায্য কোনো রাজনৈতিক দলকে দেয়নি। শ্রীলঙ্কার মানুষকে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারত জানিয়ে দিয়েছে, তারা সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসেকে তারা আশ্রয় দেয়নি।

জয়শঙ্কর বলেছেন, রোববার শ্রীলঙ্কার হাতে ৪৪ হাজার মেট্রিক টন ইউরিয়া তুলে দেয়া হয়েছে। ভারত সেখানকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

প্রেসিডেন্টের প্রাসাদের সুইমিং পুলে সাধারণ মানুষের দাপাদাপি। ছবি: STR/AP/picture alliance

সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, শ্রীলঙ্কার মানুষকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত প্রতিবেশী প্রথম নীতি নিয়ে চলে। সেখানে শ্রীলঙ্কার গুরুত্ব ভারতের কাছে অপরিসীম।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ