1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কায় পুলিশ অভিযানে শিশুসহ নিহত ১৫

২৭ এপ্রিল ২০১৯

সন্দেহভাজন ইসলামী জঙ্গি আস্তানায় অভিযান শেষে ১৫টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ইস্টার সানডের বোমা হামলার পর দেশের বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের ধরতে অভিযান চালিয়ে আসছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী৷

উদ্ধার করা ১৫ মরদেহের মধ্যে ছয়টি শিশুর মরদেহও রয়েছেছবি: Reuters/D. Liyanawatte

উদ্ধার করা মরদেহের মধ্যে ছয়টি শিশুর মরদেহও রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ শুক্রবার রাতে রাজধানী কলম্বো থেকে ৩৬০ কিলোমিটার দূরে সেইন্ট হামারুথু এলাকায় অভিযানে যায় পুলিশ৷

সেনাবাহিনীর সহায়তায় পুলিশ কমান্ডোদের এ অভিযানের সময় তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে৷ এ সময় লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধও হয়

ইস্টার সানডের বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার ঘটনায় এই জঙ্গিদের যোগসাজশ ছিল বলে ধারণা করছে পুলিশ৷ বন্দুকযুদ্ধ শেষ হওয়ার পর একটি বাড়ি থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়৷

আবার হামলার ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় হাজার হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে৷ একই সঙ্গে চলছে সন্দেহভাজনদের সন্ধানে অভিযান৷

প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা জানিয়েছেন, একটি ‘বড় ধরনের তল্লাশি অভিযান' শুরু করা হয়েছে৷ দেশের ‘প্রতিটি বাড়ি তল্লাশি করা হবে' বলেও ঘোষণা দিয়েছেন তিনি৷

হামলার পর বেশকিছু দেশ তাদের নাগরিকদের জন্য শ্রীলঙ্কায় ভ্রমণ সতর্কতা জারি করেছে৷ জার্মান পররাষ্ট্র দপ্তর জরুরি কাজ ছাড়া কলম্বো এবং অন্যান্য এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে৷ এরই মধ্যে দেশটিতে অবস্থান করা পর্যটকদেরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে৷ যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রও একই ধরনের সতর্কতা জারি করেছে৷

জঙ্গিদের স্টুডিও'র সন্ধান

কারফিউ চলাকালে মুসলিম অধ্যুষিত একটি এলাকায় শুক্রবারের অভিযান চালানো হয়৷

এর কয়েক ঘণ্টা আগে আরেকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ তাদের ধারণা হামলাকারীরা ইস্টার হামলা চালানোর আগে এই বাড়িতেই ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদীর প্রতি আনুগত্য স্বীকারের ভিডিওটি রেকর্ড করেছিল৷ হামলার দুদিন পর ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়৷

বাড়িটি থেকে ডায়নামাইট, আইএসের পতাকা এবং জঙ্গিরা যে পোশাক পরে হামলা চালিয়েছিল, তেমন আরো কয়েকটি পোশাক উদ্ধার করা হয়েছে৷

আইএস হামলার দায় স্বীকার করলেও এর সপক্ষে এখনও কোনো প্রমাণ হাজির করেনি৷

এডিকে (এএপপি, এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ