অর্থমন্ত্রী মাংগালা সামারাভিরা মহিলাদের মদ কেনার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, এ কথা ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই সেই নিষেধাজ্ঞা নতুন করে জারি হল – গত রবিবার থেকে৷
‘‘আমি অর্থমন্ত্রী... প্রধানমন্ত্রী ও আরো ক'জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি ও তাঁদের অবিলম্বে (নিষেধাজ্ঞা প্রত্যাহার) বাতিল করতে বলেছি,'' প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা একটি নির্বাচনি সমাবেশে বলেন৷
শ্রীলঙ্কায় মহিলাদের মদ কেনা কিংবা মদের কারখানা কিংবা বার ইত্যাদিতে কাজ করার উপর নিষেধাজ্ঞা ১৯৭৯ সাল যাবৎ বলবৎ ছিল৷
অস্ট্রেলিয়ায় ছয় বছর ধরে ২ লক্ষ ৩০ হাজার মানুষের উপর পরিচালিত গবেষণায় পাওয়া তথ্য পাবেন ছবিঘরে৷ ‘প্লস মেডিসিন’ জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/T. Marttila/Lehtikuvaঅস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪৫ বছরের বেশি বয়সি প্রায় সোয়া ২ লক্ষ মানুষের উপর ছয় বছর গবেষণা চালিয়ে জানতে চান, কোন অভ্যাসগুলো মানুষের অকালমৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী৷ ধূমপান সেই তালিকায় এক নম্বরে আছে৷
ছবি: picture-alliance/ChinaFotoPressযাঁরা সপ্তাহে ১৪ বারের বেশি মদ্যপান করেন, তাঁদের হয়ত অকালমৃত্যুর ঝুঁকি নেই, কিন্তু তাঁরাই যদি মদ্যপানের সঙ্গে ধূমপানও করেন তাহলেই সর্বনাশ৷ সেক্ষেত্রে অকালমৃত্যুর সম্ভাবনা প্রায় তিন গুণ বেড়ে যায় বলেই জানিয়েছেন গবেষকরা৷
ছবি: James Jeffrey‘প্লস মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাটির তালিকার তিন নম্বরে আছে খাদ্যাভ্যাসের কথা৷ আগের অনেক গবেষণাতেও এর কথা বারবার বলা হয়েছে৷ স্বাস্থ্যকর খাবার না খাওয়া, অস্বাস্থ্যকর খাবার বেশি খাওয়া, প্রয়োজনীয় শাক সবজি, ফলমূল প্রয়োজনমতো না খাওয়া, সময় মতো খাওয়া-দাওয়া না করা ইত্যাদি বিষয় শরীরের ক্ষতি করে, যা অনেক রোগের কারণ হতে পারে৷
ছবি: DW/S. Diehnতালিকার চার নম্বরে থাকা অভ্যাসটিও পুরনো৷ প্রতিদিন পর্যাপ্ত শারীরিক কাজকর্মে লিপ্ত না থাকাটাও শরীরের জন্য খারাপ৷ এ জন্য গবেষক ও চিকিৎসকরা নিয়মিত হাঁটাহাঁটি করা ও শারীরিক পরিশ্রম হয় এমন কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখার পরামর্শ দিয়ে থাকেন সবসময়৷
ছবি: DW/J. Campoamorগবেষকদের তালিকায় নতুন যোগ হয়েছে এই অভ্যাসটি৷ তাঁরা বলছেন, দিনে গড়ে সাত ঘণ্টার বেশি সময় বসে কাটানো ঠিক নয়৷ এতে নাকি শরীরের এমনই ক্ষতি হয় যেটা সন্ধ্যায় জিমে গেলেও পোষানো সম্ভব নয়৷
ছবি: Colourboxকম ঘুম যেমন শরীরের জন্য ঠিক নয়, বেশি ঘুমের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য৷ এতদিন ধরে এই কথাটা আমরা জেনে আসলেও গবেষকরা এখন বড় গবেষণা করে সেটা আরও জোর দিয়ে জানিয়ে দিলেন৷ রাতে সাত ঘন্টার কম এবং নয় ঘন্টার বেশি ঘুমানো ঠিক নয়৷ বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে তাঁদের ছোট্ট তালিকায়ও সেটি স্থান পেয়েছে৷
ছবি: picture-alliance/dpa/T. Marttila/Lehtikuva গত সপ্তাহে দেশের অর্থ মন্ত্রণালয় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করে – দৃশ্যত শ্রীলঙ্কার পর্যটন শিল্পের চাপে, কেননা নিষেধাজ্ঞার দরুন বিদেশি মহিলা পর্যটকরা শ্রীলঙ্কায় সুরা ক্রয় করতে পারেন না৷ অর্থ মন্ত্রক সেই সঙ্গে বার খোলা রাখার সময়ও বাড়িয়ে দেয়৷
যুগপৎ কর্তৃপক্ষ উর্দিধারী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মদ বিক্রয়ের উপর আইনগত বাধানিষেধ বজায় রাখেন৷
নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আলি হাসেন গত বুধবার বলেন, ‘‘উদ্দেশ্য ছিল, লিঙ্গ নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা করা৷''
বিরোধী রাজনীতিকরা সরকারের পদক্ষেপের সমালোচনা করে বলেন যে, এর ফলে দেশের বৌদ্ধ মূল্যবোধের হানি ঘটবে৷ ক্রেতাদের অধিকার সুরক্ষার জন্য জাতীয় আন্দোলন নামধারী সংগঠনটিও অর্থমন্ত্রীর বিরুদ্ধে মদ্যপানের প্ররোচনা দেওয়ার অভিযোগ করে ও প্রেসিডেন্ট সিরিসেনার প্রতি পুরাতন বাধানিষেধ ফিরিয়ে আনার আবেদন জানায়৷
এসি/এসবি (রয়টার্স, এএফপি, এপি)