1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাদা ভ্যান’

৩০ এপ্রিল ২০১২

‘সাদা ভ্যান’৷ শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর এই ভ্যান এখনও শঙ্কা জাগিয়ে রেখেছে মানুষের মনে৷ এই ভ্যানে বিরুদ্ধবাদীদের তুলে নিয়ে যাওয়া হয়৷ এরপর নির্যাতন, গুম কিংবা হত্যা৷ সাদা ভ্যানে ঘুরে আসা দু’জন জানিয়েছেন তাদের অভিজ্ঞতা৷

ছবি: AP

শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলীয় রাজনৈতিক অ্যাক্টিভিস্ট প্রেমকুমার গুণরত্নম৷ গত এপ্রিলে কলম্বোয় নিজের বাড়ির সামনে থেকে সাদা ভ্যানে তুলে নেওয়া হয় তাঁকে৷ ছয় থেকে আটজন বন্দুকধারী ছিল গাড়িতে৷ আটকাবস্থায় গুণরত্নম যৌন নিপীড়নের শিকার হন৷ চারদিন আটক ছিলেন তিনি৷

গুণরত্নমের সহকর্মী উগ্র বামপন্থী মার্ক্সবাদী ভিন্নমতাবলম্বী দিমুথু আত্তিগালও একই ভাগ্য বরণ করেছিলেন৷ চারদিন আটক থাকার তিনিও মুক্তি পান, যখন কিনা প্রেমকুমারকে সেদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে৷

এই দুই ব্যক্তির ভাগ্য ভালো বলতে হবে৷ কেননা, ২০০৯ সালের মে মাসে তামিল বিদ্রোহীদের দমনের পরও শ্রীলঙ্কায় অনেকে মানুষ ‘হারিয়ে' গেছে৷ মূলত অস্ট্রেলিয়া সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে বেঁচে গেছেন গুণরত্নম এবং আত্তিগাল৷

শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহীদের কর্মকাণ্ডের সময় ‘সাদা ভ্যান'এ করে অনেক মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল৷ সাধারণত সেদেশের জাতিগত সংঘাতের সঙ্গে জড়িত আছে, এমন মানুষকে এভাবে তুলে নিয়ে নির্যাতন, গুম কিংবা হত্যা করা হতো৷ এখন আর তামিল বিদ্রোহীদের উৎপাত নেই৷ কিন্তু তা সত্ত্বেও থেমে নেই ‘সাদা ভ্যান'৷

এশিয়ান হিউম্যান রাইটস কাউন্সিলের হিসেব অনুযায়ী, গত ছয়মাসে শ্রীলঙ্কায় পঞ্চাশজনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে৷ এই পরিসংখ্যান একটি বিষয় পরিষ্কারভাবে জানান দিচ্ছে, তা হচ্ছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটিতে পর্যটকেরা আবার ফিরতে শুরু করলেও নিপীড়ন কমেনি৷

৪৭ বছর বয়সি গুণরত্নম এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন৷ স্কাইপেতে দেওয়া এক সাক্ষাৎকারে এএফপিকে তিনি বলেন, ‘‘অস্ত্রের মুখে তারা আমাকে তুলে নেওয়ার পর মনে হয়েছিল, আমাকে মেরে ফেলা হবে৷ তারা আমার চোখ এবং হাত-পা বেঁধে যৌন নির্যাতন চালায়৷''

গুণরত্নমকে যেখান নির্যাতন করা হয়, সেই একই স্থানে নিয়ে যাওয়া হয় আত্তিগেলাকেও৷ ৪৩ বছর বয়সি এই ভিন্নমতাবলম্বী বলেন, ‘‘তারা আমাকে বলেছে, শ্রীলঙ্কায় রাজনীতি না করে বরং আমার বিদেশে স্বস্তির জীবন বেছে নেওয়া উচিত৷ আমি ভেবেছিলাম, আমাকে মেরে ফেলা হবে কিন্তু আমি বলেছি আমি এরকম কিছুর আশঙ্কা করেছিলাম এবং মৃত্যুকে ভয় পাই না৷''

হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কাউন্সিল'এর মতে, ‘‘তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পরও অপহরণ থেমে নেই৷'' শ্রীলঙ্কায় ভিন্নমতাবলম্বীদের দমনে এখন অপহরণপন্থা ব্যবহার করা হচ্ছে বলে মনে করে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা৷ সেদেশের সরকার অবশ্য এসব অপহরণের সঙ্গে পুলিশের কোন সম্পৃক্ততা নেই বলেই দাবি করে আসছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ