1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাদা ভ্যান’

৩০ এপ্রিল ২০১২

‘সাদা ভ্যান’৷ শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর এই ভ্যান এখনও শঙ্কা জাগিয়ে রেখেছে মানুষের মনে৷ এই ভ্যানে বিরুদ্ধবাদীদের তুলে নিয়ে যাওয়া হয়৷ এরপর নির্যাতন, গুম কিংবা হত্যা৷ সাদা ভ্যানে ঘুরে আসা দু’জন জানিয়েছেন তাদের অভিজ্ঞতা৷

ছবি: AP

শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলীয় রাজনৈতিক অ্যাক্টিভিস্ট প্রেমকুমার গুণরত্নম৷ গত এপ্রিলে কলম্বোয় নিজের বাড়ির সামনে থেকে সাদা ভ্যানে তুলে নেওয়া হয় তাঁকে৷ ছয় থেকে আটজন বন্দুকধারী ছিল গাড়িতে৷ আটকাবস্থায় গুণরত্নম যৌন নিপীড়নের শিকার হন৷ চারদিন আটক ছিলেন তিনি৷

গুণরত্নমের সহকর্মী উগ্র বামপন্থী মার্ক্সবাদী ভিন্নমতাবলম্বী দিমুথু আত্তিগালও একই ভাগ্য বরণ করেছিলেন৷ চারদিন আটক থাকার তিনিও মুক্তি পান, যখন কিনা প্রেমকুমারকে সেদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে৷

এই দুই ব্যক্তির ভাগ্য ভালো বলতে হবে৷ কেননা, ২০০৯ সালের মে মাসে তামিল বিদ্রোহীদের দমনের পরও শ্রীলঙ্কায় অনেকে মানুষ ‘হারিয়ে' গেছে৷ মূলত অস্ট্রেলিয়া সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে বেঁচে গেছেন গুণরত্নম এবং আত্তিগাল৷

শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহীদের কর্মকাণ্ডের সময় ‘সাদা ভ্যান'এ করে অনেক মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল৷ সাধারণত সেদেশের জাতিগত সংঘাতের সঙ্গে জড়িত আছে, এমন মানুষকে এভাবে তুলে নিয়ে নির্যাতন, গুম কিংবা হত্যা করা হতো৷ এখন আর তামিল বিদ্রোহীদের উৎপাত নেই৷ কিন্তু তা সত্ত্বেও থেমে নেই ‘সাদা ভ্যান'৷

এশিয়ান হিউম্যান রাইটস কাউন্সিলের হিসেব অনুযায়ী, গত ছয়মাসে শ্রীলঙ্কায় পঞ্চাশজনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে৷ এই পরিসংখ্যান একটি বিষয় পরিষ্কারভাবে জানান দিচ্ছে, তা হচ্ছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটিতে পর্যটকেরা আবার ফিরতে শুরু করলেও নিপীড়ন কমেনি৷

৪৭ বছর বয়সি গুণরত্নম এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন৷ স্কাইপেতে দেওয়া এক সাক্ষাৎকারে এএফপিকে তিনি বলেন, ‘‘অস্ত্রের মুখে তারা আমাকে তুলে নেওয়ার পর মনে হয়েছিল, আমাকে মেরে ফেলা হবে৷ তারা আমার চোখ এবং হাত-পা বেঁধে যৌন নির্যাতন চালায়৷''

গুণরত্নমকে যেখান নির্যাতন করা হয়, সেই একই স্থানে নিয়ে যাওয়া হয় আত্তিগেলাকেও৷ ৪৩ বছর বয়সি এই ভিন্নমতাবলম্বী বলেন, ‘‘তারা আমাকে বলেছে, শ্রীলঙ্কায় রাজনীতি না করে বরং আমার বিদেশে স্বস্তির জীবন বেছে নেওয়া উচিত৷ আমি ভেবেছিলাম, আমাকে মেরে ফেলা হবে কিন্তু আমি বলেছি আমি এরকম কিছুর আশঙ্কা করেছিলাম এবং মৃত্যুকে ভয় পাই না৷''

হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কাউন্সিল'এর মতে, ‘‘তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পরও অপহরণ থেমে নেই৷'' শ্রীলঙ্কায় ভিন্নমতাবলম্বীদের দমনে এখন অপহরণপন্থা ব্যবহার করা হচ্ছে বলে মনে করে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা৷ সেদেশের সরকার অবশ্য এসব অপহরণের সঙ্গে পুলিশের কোন সম্পৃক্ততা নেই বলেই দাবি করে আসছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ