1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিশ্রীলঙ্কা

শ্রীলঙ্কা: সংকট মেটাতে আলোচনায় বিরোধীরা

১০ জুলাই ২০২২

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শনিবার পদত্যাগ করতে সম্মত হয়েছেন৷ দ্বীপরাষ্ট্রের বিরোধী দলগুলি জনগণের বিক্ষোভ সামলে পরিস্থিতি শান্ত রাখতে জোট নিয়ে তৎপর হচ্ছে৷

প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করবেন, ততক্ষণ প্রেসিডেন্টের ভবন ছেড়ে নড়বেন না সাধারণ মানুষ
প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করবেন, ততক্ষণ প্রেসিডেন্টের ভবন ছেড়ে নড়বেন না সাধারণ মানুষছবি: Eranga Jayawardena/AP/dpa/picture alliance

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ গোটা দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত৷ অর্থনৈতিক টানাপোড়েনের জন্য সরকার সম্পূর্ণরূপে দায়ী, এমনটাই দাবি করছেন দ্বীপরাষ্ট্রের জনগণ৷ যতক্ষণ না প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করবেন, ততক্ষণ প্রেসিডেন্টের ভবন ছেড়ে নড়বেন না সাধারণ মানুষ, এমনটাই জানিয়েছেন তারা৷ এই পরিস্থিতিতে রবিবার আলোচনায় বসছে শ্রীলঙ্কার বিরোধী দলগুলি৷

প্রধান বিরোধী দল, সামাগি জনা বালাওয়েগায়া (এসজেবি), রবিবার অন্যান্য বিরোধী দলের সঙ্গে জোট সরকার গড়ার জন্য বৈঠকের ডাক দিয়েছে৷ এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে এবং রাজাপাকসে পদত্যাগ করতে পারেন বলেই মনে করা হচ্ছে৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজনীয় সদস্য সংখ্যা হলো ১১৩ জন৷ তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের বিরোধী নেতা এম.এ. সুমন্থিরান বলেছেন যে সমস্ত বিরোধী দল একজোট হলে সহজেই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা পূরণ করা সম্ভব৷

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে শনিবার বলেছেন, জোট সরকারের ক্ষমতা গ্রহণের পথ প্রশস্ত করতে তিনি পদত্যাগ করবেন৷ প্রেসিডেন্ট রাজাপাকসেও পদত্যাগ করতে সম্মত হয়েছেন৷ কয়েক মাস ধরে প্রেসিডেন্টের অপসারণ চেয়ে পথে নেমেছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ৷ শনিবার বিক্ষোভকারীরা রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েন৷

বিক্ষোভকারীদের ‘বিলাসী' নিশিযাপন

হাজার হাজার পুরুষ, নারী প্রেসিডেন্টের ভবনে প্রবেশ করেন৷  রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের চেয়ারেও বসতে দেখা গিয়েছে তাদের অনেককে৷ ভবনটির গ্রান্ড পিয়ানোও বাজানো হচ্ছিল সেই সময়৷ প্রেসিডেন্টের ভবনের ‘গর্ডন গার্ডেন' পার্কে পরিবারসহ পিকনিক করতে এসেছেন কেউ কেউ৷

গেরুয়া পোশাকের এক বৌদ্ধ ভিক্ষু এসেছিলেন৷ শ্বেতপাথরের প্রাসাদোপম ভবনটি দেখে তিনি বিস্মিত৷ সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘নেতারা যখন এমন বিলাসবহুল জীবনযাপন করেন, তখন তাদের কোনো ধারণা থাকে না যে সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করেন৷'' ৫০ কিমি পথ পেরিয়ে শ্রী সুমেদা নামে এই বৌদ্ধ ভিক্ষু এসেছেন সেখানে৷ তার কথায়, ‘‘জনগণ যখন ক্ষমতা হাতে নেয়, তখন কী হয়, সেটা এবার বোঝা গেল৷''

রাজধানী কলম্বোতেরাজাপাকসের বাড়িতে বিক্ষোভ শুরুর সময় সেনাবাহিনী গুলি চালিয়েছিল যাতে নৌবাহিনীর সহায়তায় প্রেসিডেন্ট পালিয়ে যেতে পারেন৷ তারপরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখনো তা স্পষ্ট নয়৷ সরকারের মুখপাত্র মোহন সমরানায়েক রবিবার জানান, রাজাপাকসের অবস্থান সম্পর্কে তার কাছে কোনও তথ্য নেই৷

বিক্ষোভকারীদের বেশিরভাগইপ্রেসিডেন্টের ভবনে রাত কাটিয়েছেন৷ রবিবার তারা স্পষ্ট জানিয়েছেন, রাজাপাকসে পদত্যাগ না করা পর্যন্ত তারা এই ভবন ছেড়ে কোথাও যাবেন না৷

প্রেসিডেন্টের ব্যক্তিগত পুলে সাঁতার কাটতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের অনেককেইছবি: AFP

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র সংগঠন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করতে বড় ভূমিকা পালন করেছে৷ প্রতিবাদী পড়ুয়ারা রাজাপাকসের ঘরে প্রায় ৪৮ লাখ টাকা (৪৮ হাজার ইউরো) খুঁজে পেয়েছে, এটি তারা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা৷

প্রেসিডেন্টের ভবনের লাউঞ্জের সোফায়, তার ব্যক্তিগত পুলে সাঁতার কাটতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের অনেককেই৷ রাজাপাকসের পোশাকও পরে দেখেছেন কেউ কেউ৷ বছর একষট্টির রুমাল বিক্রেতা বি এম চন্দ্রাবতী৷ তিনি রয়টার্সকে বলেন, ‘‘আমরা যখন ভুগছি৷ তখনও এরা এমন বিলাসিতা উপভোগ করেছে৷ আমাদের প্রতারণা করেছে৷ আমি চেয়েছিলাম আমার সন্তান এবং নাতি-নাতনিরাএ এসে দেখুক নেতারা কেমন বিলাসবহুল জীবনযাত্রা উপভোগ করে৷ তারাও সেই সুযোগ নিক৷''

শ্রীলঙ্কায় জ্বালানি সংকটে অসহায় দীপ্তি

01:02

This browser does not support the video element.

আইএমএফের আলোচনা ব্যাহত

স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা৷চলতি বছরের এপ্রিলে দেশটির বৈদেশিক ঋণখেলাপির মুখে পড়ে৷ এরপর কর্তৃপক্ষ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সম্ভাব্য তিনশো কোটি ডলারের বেলআউট নিয়ে আলোচনা শুরু করে৷ প্রত্যাশিত খাদ্য সংকট মাথায় রেখে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গেও কথা বলে কর্তৃপক্ষ৷

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে এই বিষয়ে আলোচনা শুরু করেছিলেন৷কিন্তু রাজনৈতিক উত্থান আলোচনার অগ্রগতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশোষজ্ঞরা৷ আগস্টে সরকারকে আইএমএফের কাছে একটি প্রস্তাব জমা দিতে হবে৷ ঋণ প্রদানকারী সংস্থা রবিবার জানিয়েছে, ‘‘বর্তমান পরিস্থিতির সমাধান হবে, এমনটাই আশা রাখি৷ এর ফলে আইএমএফ-সমর্থিত প্রোগ্রামের আওতায় ফের আলোচনা শুরু করার অনুমতি মিলবে৷''

শনিবারের (৯ জুলাই) পর থেকে ২০০ বছরের ঐতিহাসিক ভবনটি মানুষের ক্ষমতার নিদর্শন হয়ে রইল এমনটাই বলছেন অনেকে৷ সেইন্ট পিটার স্কোয়ার থেকে একটি বার্তায় পোপ ফ্রান্সিস শ্রীলঙ্কা নিয়ে বার্তা দেন৷ তিনি বলেন, ‘‘সে দেশের সব বিশপদের সঙ্গে আমিও শান্তির আহ্বান জানাচ্ছি৷''

মে মাসে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণবিক্ষোভকারীদের লক্ষ্য করে রাজাপাকসের অনুগতরা হামলা চালানোর পর দেশজুড়ে সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছিল এবং শতাধিক জন আহত হন৷

আরকেসি/এডিকে (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ