ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবল কোচ নির্বাচিত হলেন ইয়ুর্গেন ক্লপ৷ এফসি লিভারপুল চ্যাম্পিয়নশিপ জয়ের পর ক্লপের কোচ সহকর্মীরা ভোট দিয়ে ক্লপকে সেরা ফুটবল কোচ নির্বাচিত করেন৷
বিজ্ঞাপন
ফুটবলে অসাধারণ অবদানের জন্য গতকাল ক্লপ স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি গ্রহণ করেন৷ ৩০ বছর পর লিভারপুলকে গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নশিপ শিরোপা এনে দিয়েছেন ক্লপ৷
বছরের সেরা কোচ ক্লপ বলেন, ‘‘আমার সহকর্মীরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আর এটা আমার কাছে অনেক বড় এক বিশেষ পাওয়া৷’’ অ্যালেক্স ফার্গুসন লিভারপুলের অসাধারণ পারফরম্যান্সের জন্য কোচ ক্লপের প্রসংশা করেন৷ উল্লেখ্য ফার্গুসন ম্যানেজার হিসেবে তাঁর টিম ম্যানচেস্টার ইউনাইটেডকে বিশ্ব ব্র্যান্ডে পরিণত করেছিলেন৷
ইয়ুর্গেন ক্লপকে ফার্গুসন বলেন, ‘‘এটা পুরোপুরি তোমারই প্রাপ্য৷’’ তিনি মজা করে সাথে যোগ করেন, ‘‘ক্ষমা করে দিলাম তোমাকে, ভোর সাড়ে তিনটায় ফোন করে লীগ বিজয়ের আনন্দের খবরটি আমাকে জানানোর জন্য৷’’
এনএস/কেএম (ডিপিএ)
সবচেয়ে বেশি সময় ধরে ফুটবল কোচ
ফুটবলের জাতীয় দলগুলোর বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে আছেন জার্মানির ইওয়াখিম ল্যোভ৷ এর পরে কাঁরা আছেন জেনে নিন ছবিঘর থেকে। ছবিঘরে ২০২০ সালের ৩ এপ্রিল পর্যন্ত তথ্য ব্যবহার করা হয়েছে৷
ছবি: Imago/Eibner/M. Bermel
করোনায় ল্যোভের লাভ
২০০৬ সালের ১২ জুলাই থেকে দায়িত্বে আছেন জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ। তাঁর অধীনে ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানি। করোনার কারণে অর্থাভাবে পড়ায় উরুগুয়ের জাতীয় ফুটবল দলের কোচ অস্কার তাবারেজকে গতমাসে সরিয়ে দেয়া হয়েছে। ল্যোভের পাঁচ মাস আগে দায়িত্ব পেয়েছিলেন তিনি। ফলে এখন জাতীয় দলগুলোর বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে (১৩ বছর ২৬৪ দিন) দায়িত্বে থাকা কোচ হচ্ছেন ল্যোভ।
ছবি: Imago/Eibner/M. Bermel
কলদো আলভারেজ
ফ্রান্স আর স্পেনের মধ্য়ে অবস্থিত ছোট্ট এই দেশের কোচ হচ্ছেন কলদো আলভারেজ। ২০১০ সালের ২ ফেব্রুয়ারি (১০ বছর ৫৯ দিন) থেকে তিনি দায়িত্ব পালন করছেন। ফিফা র্যাঙ্কিংয়ে অ্য়ান্ডোরার অবস্থান এখন ১৮০।
ছবি: Imago-Images/Y. Jansens
লুক হলৎস
ফিফা র্যাঙ্কিংয়ে ৯৮-এ থাকা লুক্সেমবার্গের কোচ লুক হলৎস ২০১০ সালের ৪ আগস্ট (৯ বছর ২৪১ দিন) নিয়োগ পেয়েছিলেন।
ছবি: Imago-Images/Majerus
মাইকেন ও'নিল
নর্দার্ন আয়ারল্যান্ডের এই কোচ দায়িত্ৱে আছেন ২০১২ সালের ১ ফেব্রুয়ারি (৮ বছর ৬০ দিন) থেকে। ফিফা র্যাঙ্কিংয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের অবস্থান এখন ৩৬।
ছবি: Getty Images/AFP/M. Bertorello
দিদিয়ে দেশঁ
খেলোয়াড় (১৯৯৮) ও কোচ (২০১৮) হিসেবে বিশ্ৱকাপ জিতেছেন ফ্রান্সের দিদিয়ে দেশঁ। ২০১২ সালের ৮ জুলাই (৭ বছর ২৬৮ দিন) তিনি ফ্রান্সের কোচের দায়িত্ব পান।
ছবি: Reuters/C. Platiau
রিকার্ডো মানেত্তি
২০১৩ সালের ১০ জুন থেকে (৬ বছর ২৯৬ দিন) আফ্রিকার দেশ নামিবিয়ার কোচ তিনি। ফিফা র্যাঙ্কিংয়ে নামিবিয়ার অবস্থান ১১৭।
ছবি: picture-alliance/empics/G. Barker
আমির আব্দু
ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দ্বীপ দেশ কমোরোস। ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে (৬ বছর ৭৯ দিন) দায়িত্বে আছেন তিনি। দেশটির ফিফা র্যাঙ্কিং ১৬৩।
ছবি: imago/imagebroker
ভ্লাদিমির পেটকোভিচ
২০১৪ সালের ১ জুলাই থেকে (৫ বছর ২৭৫ দিন) সুইজারল্যান্ডের (ফিফা র্যাঙ্কিং ১২) কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর অধীনে ২০১৬ সালের ইউরো ও ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল সুইজারল্যান্ড।
ছবি: Reuters/D. Balibouse
জেমি ডে
ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৭ নম্বরে আছে বাংলাদেশ। ২০১৮ সালের ১৭ মে থেকে কোচের দায়িত্ব আছেন ইংল্যান্ডের জেমি ডে।