1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভল্য়ান্টিয়ার

৩০ সেপ্টেম্বর ২০২৪

কাকদ্বীপে কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ সিভিক ভল্য়ান্টিয়ারের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করলো পুলিশ।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। ১৫ সেপ্টেম্বরের ছবি।
মানুষ এখন নারী নির্যাতন নিয়ে বিচার চাইছে। ছবি: Subrata Goswami/DW

আরজি কর কাণ্ডে প্রধান অভিযুক্ত হিসাবে সিভিক ভল্যান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরই সিভিক ভল্যান্টিয়ারদের ভূমিকা ও কার্যকলাপ নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

পূর্ব বর্ধমানে সম্প্রতি এক সিভিক ভল্যান্টিয়ার এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছিল  এবার কাকদ্বীপের ঘটনা সামনে এলো।

ছাত্রীর পরিবারের অভিযোগ,  কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ছাত্রীটি। তখনই সিভিক ভল্যান্টিয়ার তাকে টোটোতে চাপিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দেয়ার পর মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালায়।

ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা, ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

সিভিক ভল্যান্টিয়ারের মৃত্যু, বিক্ষোভ

ক্যানিংয়ে এক সিভিক ভল্যান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় এই মৃত্যু হয়েছে।

মৃত সিভিক ভল্যান্টিয়ারের নাম ভুবন মণ্ডল। রোববার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়।

তার স্ত্রীর দাবি, স্বামীর শ্বাসকষ্ট হচ্ছিল। তাকে অক্সিজেন দেয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। সোমবার আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করা হয়।

তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তিনি ক্যানসারের রোগী ছিলেন এবং শ্বাসকষ্ট হত। সেকথা তারা চিকিৎসকদের জানিয়েছিলেন।

এই মৃত্যুর পর হাসপাতালে উত্তেজনা ছড়ায়। কেন ভুবনের চিকিৎসা হলো না অভিযোগ করে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ