শনিবার বুল ফাইট বা ষাড়ের লড়াইয়ের সময় ষাড়ের শিঙের গুঁতোয় নিহত হয় স্পেনের এক ‘ম্যাটাডোর'৷ ২৯ বছর বয়সি ম্যাটাডোরের মৃত্যুর ভিডিও দেখেছেন কোটি মানুষ, সেইসাথে দাবি তুলেছেন এমন লড়াই বন্ধ করার৷
বিজ্ঞাপন
তরুণ ম্যাটাডোর ভিক্টর বারিও-র মৃত্যুতে শোক জানিয়েছেন স্প্যানিশ রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী মারিয়ানো মারিয়ানো রাখয়৷ রাজধানী মাদ্রিদের ১৪০ মাইল দূরে ম্যাটাডোরের গ্রামের বাড়ি সেপুলভেদায় তাঁর শেষ যাত্রায় যোগ দিয়েছিলেন হাজারো শোকার্ত মানুষ৷ দুই দিনের শোক ঘোষণা হয়েছে সেই এলাকায়৷
ভিক্টর তাঁর স্টাইলের জন্য জনপ্রিয় ও পরিচিত ছিলেন৷ অল্পবয়সেই তারকা হয়ে উঠেছিলেন তিনি৷ তাঁর এই করুণ মৃত্যু তাই কেউ মেনে নিতে পারছে না৷ যেদিন তিনি মারা যান, সেদিন এই দৃশ্য টিভিতে সরাসরি দেখছিলেন লাখো মানুষ৷ তাঁর স্ত্রীও দেখছিলেন৷বারিও ষাঁড়ের খুব কাছে চলে এসেছিলেন, আর তাতেই বাঁধে বিপত্তি৷ ষাঁড় শিং দিয়ে তার বুকে আঘাত করে৷ বুক চেপে ধরে মাটিতে পড়ে যান তিনি৷ এসময় ষাঁড়টি তাঁর হৃদপিণ্ডে আঘাত করে৷ পরে অন্য বুলফাইটাররা এসে ষাঁড়টিকে অন্য দিকে সরিয়ে নেয় এবং বারিওকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়৷ তাঁর মৃত্যুর পর ষাঁড়ের গুঁতো দেয়ার ভিডিওটি স্পেন ছাড়িয়ে পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে৷
গত ৩০ বছরে বুলফাইটে এই প্রথম কেউ মারা গেল৷ এ ঘটনার পর প্রাণী অধিকার কর্মীরা আবারও সোচ্চার হয়ে উঠেছেন৷ তাঁরা এই ষাঁড়ের লড়াই বন্ধের দাবি জানিয়েছেন৷ স্পেনে মাঝে বুলফাইটের জনপ্রিয়তায় ভাটা পড়লেও গত কয়েক বছরে আবারো জনপ্রিয় হয়ে উঠেছে এটি৷
২০০৭ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বুল ফাইটের সংখ্যা ৯৫৩ থেকে ৩৯৮-এ নেমে এসেছিল৷ স্পেনের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, অর্থনৈতিক মন্দার কারণে তারা আবার এ খেলাকে উৎসাহিত করেছে, কেননা, মন্ত্রণালয় মনে করে, বুল ফাইট না হওয়ায় গত কয়েক বছরে স্পেনে পর্যটক অনেক কমে গেছে৷
যেসব তারকা প্রাণী অধিকার নিয়ে কাজ করেন
বিশ্বব্যাপী প্রাণীদের অধিকার নিয়ে কাজ করছে বেশ কিছু সংগঠন৷ তাদের কার্যক্রমে মানুষকে আকৃষ্ট করতে তারকাদের সহায়তা নেয় এসব সংস্থা৷
ছবি: AP
রায়ান গোসলিং
ক্যানাডীয় অভিনেতা ও সংগীত শিল্পী গোসলিং ২০০৩ সালে কেএফসির কাছে একটি চিঠি লিখেছিলেন৷ মুরগি পালন ও জবাইয়ের ক্ষেত্রে আরেকটু মানবিক হতে কেএফসিকে তিনি আহ্বান জানিয়েছিলেন৷ পরবর্তীতে ম্যাকডোনাল্ডসকেও একইরকম বার্তা পাঠান গোসলিং৷
ছবি: picture-alliance/dpa/G. Horcajuelo
এলেন ডিজেনেরাস
মার্কিন এই কমেডিয়ান টেলিভিশনে প্রচারিত তাঁর জনপ্রিয় শো-তে নিয়মিতভাবে প্রাণী অধিকারের বিষয়টি তুলে আনেন৷ কাজের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে তাঁকে ‘ওমেন অফ দ্য ইয়ার’ খেতাব দেয় প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিশ্বের অন্যতম বড় সংগঠন ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল’ (পেটা)৷
ছবি: Getty Images/K. Winter
ক্রিস্টেন বেল
মার্কিন অভিনেত্রী ও সংগীত শিল্পী বেল ১১ বছর বয়স থেকেই ভেজিটেরিয়ান৷ পেটা ২০০৬ সালে তাঁকে ‘বিশ্বের সবচেয়ে যৌনআবেদনময়ী ভেজিটেরিয়ান’-এর খেতাব দেয়৷ প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনকে তিনি আর্থিক সহায়তা দিয়ে থাকেন৷ মাঝেমধ্যে তাঁদের কার্যক্রমেও অংশ নেন বেল৷
ছবি: Getty Images/AFP/A. Sanchez-Gonzales
কেশা
২৮ বছর বয়সি মার্কিন এই সংগীত শিল্পী সীল, সিংহ ও হাঙরের মতো প্রাণীর অধিকারের জন্য তাঁর জনপ্রিয়তা কাজে লাগাচ্ছেন৷ কসমেটিকস তৈরিতে বিভিন্ন প্রাণী নিধনের বিরুদ্ধেও তিনি সোচ্চার৷ এ ধরনের কাজের জন্য তিনি স্বীকৃতিও পেয়েছেন৷
ছবি: picture-alliance/dpa
ভিওলা ডেভিস
সার্কাসের হাতিদের সঙ্গে মানবিক আচরণ করা বাধ্য করে আইন করতে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড স্টেটের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেছিলেন মার্কিন অভিনেত্রী ভিওলা ডেভিস৷
ছবি: picture-alliance/AP Photo
ডেমি মুর
সার্কাসের হাতিদের প্রশিক্ষণে অঙ্কুশ ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রাণীদের প্রতি তাঁর অনুভূতির জানান দেন ডেমি মুর৷
ছবি: Getty Images
পল ম্যাকার্টনি
নিজেদের পালিত একটি ভেড়াকে জবাইয়ের পর নিজেদের প্লেটে মাংস হিসাবে রূপান্তরিত হতে দেখে ভেজিটেরিয়ান হওয়ার সিদ্ধান্ত নেন বিটলসখ্যাত পল ও তাঁর স্ত্রী লিন্ডা ম্যাকার্টনি৷ সেই থেকে এই দম্পতি পেটা সহ অন্য আরেকটি প্রাণী অধিকার বিষয়ক সংগঠনকে সহায়তা করে থাকে৷ তাঁরা বলেন, ‘‘যদি কসাইখানাগুলোর দেয়াল কাচের হতো তাহলে সবাই ভেজিটেরিয়ান হয়ে যেত৷’’
ছবি: picture-alliance/dpa/A. Scheidemann
প্যামেলা অ্যান্ডারসন
বেওয়াচখ্যাত অভিনেত্রী প্যামেলা অ্যান্ডারসন পেটা-র হয়ে অনেকগুলো কর্মকাণ্ডে অংশ নিয়েছেন৷ যেমন ২০০৩ সালে তিনি পেটা-র ‘পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরার পরিবর্তে আমি নগ্ন হয়ে থাকব’ কর্মসূচিতে অংশ নেন৷ ২০০১ সালে তিনি কেএফসি-র বিরুদ্ধে এক বিবৃতিতে বলেন, ‘‘প্রতিবছর কেএফসি সাড়ে সাতশ মিলিয়ন মুরগির সঙ্গে যা করে তা গ্রহণযোগ্য নয়৷’’
ছবি: picture-alliance/dpa
বলিউড তারকারাও সোচ্চার
বেশ কয়েকজন বলিউড তারকাও প্রাণী অধিকারের পক্ষে বিভিন্ন সময়ে তাঁদের অবস্থান জানিয়েছেন৷ এঁদের মধ্যে আছেন হেমা মালিনি, মাধুরী দীক্ষিত, জন আব্রাহাম, সেলিনা জেটলি, শিল্পা শেঠী, অর্জুন রামপাল ও শাহেদ কাপুর৷