জার্মানিতে সরকার গড়ার উদ্যোগের মাঝেই অস্ত্র রপ্তানি নিয়ে কিছু তথ্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে৷ বিগত মহাজোট সরকারের আমলে সার্বিকভাবে অস্ত্র রপ্তানি কমলেও সংকটপূর্ণ এলাকায় তার পরিমাণ বেড়েছে৷
বিজ্ঞাপন
জার্মানির সামাজিক গণতন্ত্রী এসপিডি দল নীতিগতভাবে বিদেশে অস্ত্র বিক্রির ব্যবসায় রাশ টানার পক্ষে৷ ২০১৩ সালেই তারা আনুষ্ঠানিকভাবে এই নীতি কার্যকর করার লক্ষ্যমাত্রা স্থির করেছিল৷ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও অন্যান্য নির্ভরযোগ্য সহযোগী দেশ ছাড়া বিশ্বের অন্যান্য সংকটপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহের প্রশ্নে সেই সংশয়ের মাত্রা আরও বেশি৷ অথচ গত ৪ বছরে মহাজোট সরকার তার আগের সরকারের তুলনায় ২১ শতাংশ বেশি অস্ত্র রপ্তানি অনুমোদন করেছে৷ বিশেষ করে সহযোগী নয় এমন দেশে অস্ত্র রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে৷ তবে সামগ্রিকভাবে অস্ত্র রপ্তানি ৬ দশমিক ৩ শতাংশ কমে গেছে৷
সরকার গড়ার আলোচনার প্রস্তুতিপর্বে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নিয়ে জল্পনাকল্পনা চলছে৷ জার্মানির বামপন্থি দল ‘ডি লিংকে' অর্থনীতি মন্ত্রণালয়ের কাছে অস্ত্র রপ্তানি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছিল৷ সেই তথ্যই এআরডি টেলিভিশন নেটওয়ার্ক ও সংবাদ সংস্থা ডিপিএ-র হাতে আসে৷
নতুন মহাজোট গড়ার পথে এসপিডি ও ইউনিয়ন শিবির আগেই অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাশ টানার প্রশ্নে ঐকমত্যে পৌঁছেছে, যদিও বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়৷ নতুন তথ্য-পরিসংখ্যান প্রকাশের ফলে তাদের উপর চাপ আরও বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে৷
বিশ্বের বিভিন্ন চলমান সংকটে জার্মানির অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার সবচেয়ে স্পর্শকাতর বিষয়৷ সেই প্রেক্ষাপটে এসপিডি দল ইয়েমেন যুদ্ধে জড়িত সব দেশে অস্ত্র রপ্তানি বন্ধ করতে সমর্থ হয়েছে৷
তা সত্ত্বেও মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৭ সালে জার্মান অস্ত্র আমদানির সেরা ১০টি দেশের তালিকায় স্থান পেয়েছে৷ বিশেষ করে ইয়েমেনে সৌদি আরবের সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে সে দেশকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত অত্যন্ত বিতর্কিত৷ তাছাড়া এই দেশগুলিতে লাগাতার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও সমালোচনার আরেকটি কারণ৷
যে সাত দেশ সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে
শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে দেখা যাচ্ছে, বিশ্বে অস্ত্র বিক্রিতে এক নম্বর অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ক্রেতা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ৷
ছবি: picture-alliance/empics
০১. মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করা দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ গত পাঁচ বছরে বিক্রি হওয়ায় অস্ত্রের ৩৩ শতাংশ সরবরাহ করেছে সেদেশ৷ গত কয়েক বছরে দেশটির অস্ত্র বিক্রির পরিমাণ বেড়েছে৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক এ সব অস্ত্রের মূল ক্রেতা৷
ছবি: Reuters
০২. রাশিয়া
বিশ্বের অপর পরাশক্তি রাশিয়ার দখলে আছে আন্তর্জাতিক অস্ত্র বাজারের ২৫ শতাংশ৷ দেশটিতে উৎপাদিত অস্ত্রের মূল ক্রেতা ভারত৷ চীন এবং ভিয়েতনামও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে নিয়মিত৷
ছবি: picture-alliance/Bildagentur-online/Belcher
০৩. চীন
পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছাকাছি না হলেও তিন নম্বরে অবস্থান করছে চীন৷ বিশ্বের অস্ত্র বাজারের ৫ দশমিক নয় শতাংশ তাদের দখলে৷ ক্রেতা পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার৷
ছবি: AP
০৪. ফ্রান্স
চীনের পরেই ফ্রান্সের অবস্থান, গত কয়েক বছরে বিক্রি হওয়া অস্ত্রের ৫ দশমিক ছয় শতাংশ তৈরি করেছে সেদেশে৷ তবে লক্ষণীয় হলো, ফ্রান্সের অস্ত্র রপ্তানির পরিমান আগের চেয়ে কিছুটা কমেছে৷ মূলত মরক্কো, চীন এবং মিশর সেদেশ থেকে অস্ত্র আমদানি করে৷
ছবি: Reuters/ECPAD
০৫. জার্মানি
জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ সিপ্রির হিসেবে গত দশকের তুলনায় অনেক কমেছে৷ বর্তমানে আন্তর্জাতিক বাজারের ৪ দশমিক সাত শতাংশ তাদের দখলে আছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গ্রিস জার্মানির মূল ক্রেতা৷
ছবি: Ralph Orlowski/Getty Images
০৬. যুক্তরাজ্য
অস্ত্র বিক্রির বাজারে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ, সংখ্যার হিসেবে ৪ দশকিম পাঁচ শতাংশ৷ মূলত সৌদি আরব, ভারত এবং ইন্দোনেশিয়া যুক্তরাজ্য থেকে অস্ত্র আমদানি করে৷
ছবি: Reuters
০৭. স্পেন
স্পেনের দখলে আছে অস্ত্র বাণিজ্যের ৩ দশমিক পাঁচ শতাংশ৷ অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং তুরস্ক অস্ত্র আমদানি করে স্পেন থেকে৷