1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

সংকটের মুখে আরো নিবিড় সহযোগিতা চায় উত্তর অ্যামেরিকা

১১ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ক্যানাডার শীর্ষ নেতারা অর্থনীতি, অভিবাসন, মাদক সমস্যা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন৷ তবে কিছু ক্ষেত্রে মতপার্থক্য রয়ে গেছে৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদোর ও ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা সংকটের সময় পণ্য সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন থেকে শিক্ষা নিয়ে এমন সমন্বয়ের পথ বেছে নিয়েছেন৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদোর ও ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা সংকটের সময় পণ্য সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন থেকে শিক্ষা নিয়ে এমন সমন্বয়ের পথ বেছে নিয়েছেন৷ ছবি: Fernando Llano/AP Photo/picture alliance

ইউরোপীয় ইউনিয়নের মতো নিবিড় সহযোগিতার কাঠামো না থাকলেও উত্তর অ্যামেরিকার তিনটি দেশ এবার পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ক্যানাডার শীর্ষ নেতারা মেক্সিকো সিটিতে আরও অর্থনৈতিক সমন্বয়ের লক্ষ্য স্থির করেছেন৷ বিশেষ করে বহির্বিশ্বের উপর নির্ভরতা কমাতে আঞ্চলিক স্তরে আরও উৎপাদন বাড়াতে চায় এই তিন দেশ৷ শিল্পজগতের জন্য গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রেও যতটা সম্ভব স্বাবলম্বী হতে চায় উত্তর অ্যামেরিকা৷ সেই লক্ষ্যে বছরের শুরুতেই এক সম্মেলন আয়োজন করছে ওয়াশিংটন৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদোর ও ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা সংকটের সময় পণ্য সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন থেকে শিক্ষা নিয়ে এমন সমন্বয়ের পথ বেছে নিয়েছেন৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রেও সহযোগিতা চায় তিন দেশ৷

উত্তর অ্যামেরিকায় নিষিদ্ধ মাদকের প্রসার বন্ধ করতে তিন দেশ এক যৌথ কৌশলগত কাঠামো কাজে লাগাতে চাইছে৷ ‘নর্থ অ্যামেরিকান ড্রাগ ডায়ালগ' বা এনএডিডি-র আওতায় ফেন্টানিলের মতো মাদক তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সম্পর্কে আরও তথ্য বিনিময় করবে অ্যামেরিকা, মেক্সিকো ও ক্যানাডা৷

আঞ্চলিক সহযোগিতা আরও নিবিড় করার লক্ষ্যমাত্রা স্থির করলেও তিন দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থেকে গেছে৷ মেক্সিকো থেকে শরণার্থীদের অনুপ্রবেশ মার্কিন রাজনীতি জগতে স্পর্শকাতর বিষয়৷ মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেস ওব্রাদোর বাইডেনের উদ্দেশ্যে অ্যামেরিকায় বসবাসরত লাখ লাখ অনিবন্ধিত মেক্সিকানদের স্বীকৃতির জন্য মার্কিন কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ করেন৷ তিনি ‘এক মিটারও প্রাচীর' নির্মাণ না করার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান৷ অন্যদিকে বাইডেন প্রশাসন দক্ষিণ সীমান্তে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করার লক্ষ্যে মেক্সিকোর উপর চাপ সৃষ্টি করছে৷ তবে এই সমস্যার সমাধানের লক্ষ্যে তিন দেশ এক ভার্চুয়াল প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্যোগ নিচ্ছে৷ সেই কাঠামোর আওতায় আদম ব্যবসায়ীদের শরণাপন্ন না হয়ে শরণার্থীরা আইনি পথে মেক্সিকো, অ্যামেরিকা বা ক্যানাডায় আশ্রয়ের আবেদন করতে পারবেন৷

মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডা মেক্সিকোর জ্বালানি নীতির কড়া সমালোচনা করে চলেছে৷ মেক্সিকোর সরকার সে দেশের লোকসানে চলা রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিগুলিকে প্রতিযোগিতার বাজারে বাড়তি সুবিধা দেওয়ায় বেসরকারি বিনিয়োগকারীরা সমস্যায় পড়ছে৷ অ্যামেরিকা ও ক্যানাডার মতে, এর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য চুক্তি অমান্য করা হচ্ছে৷ গত জুলাই মাসে এই দুই দেশ আনুষ্ঠানিকভাবে বিরোধ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে৷ শীর্ষ সম্মেলনে অবশ্য নেতারা বিষয়টি নিয়ে তেমন উচ্চবাচ্য করেন নি৷

মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে বাইডেন প্রশাসন যেভাবে বিশেষ সহায়তা দিচ্ছে, কার ফলে মেক্সিকো ও ক্যানাডা ক্ষতির আশঙ্কা করছে৷ লোপেস ওব্রাদোর ও ট্রুডো সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রুডো মুক্ত বাণিজ্যের সুবিধের পক্ষে সওয়াল করেন৷ তিনি ‘বাই অ্যামেরিকা' নীতির সমালোচনা করেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ