1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

সংকটের সময় চুটিয়ে ক্ষমতা উপভোগ করছেন এর্দোয়ান

৯ নভেম্বর ২০২২

ন্যাটোয় ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের পথ এখনো প্রশস্ত করতে রাজি নন তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান৷ রাশিয়া, গ্রিস, ইইউ, ন্যাটো – প্রায় সব ক্ষেত্রেই নিজস্ব অবস্থানে অটল রয়েছেন তিনি৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলেনবার্গ
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলেনবার্গছবি: AP Photo/picture alliance

ইউক্রেন যুদ্ধের আগে বেশ দেশে-বিদেশে বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ কিন্তু গত ফেব্রুয়ারি মাসে প্রতিবেশী দেশের উপর রাশিয়ার হামলার পর থেকে তুরস্ক ও প্রেসিডেন্ট হিসেবে তার গুরুত্ব এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে৷ ন্যাটোর সদস্য দেশ হওয়া সত্ত্বেও তুরস্ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ও রাশিয়ার সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ পশ্চিমা বিশ্বের দৃষ্টান্ত অনুসরণ করে এর্দোয়ান রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা চাপান নি৷ একদিকে ইউক্রেনকে আক্রমণাত্মক ড্রোন সরবরাহ করলেও অন্যদিকে পুটিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি৷ সামরিক বাহিনীতে যোগদানের হুকুম অমান্য করে রাশিয়ার অনেক পুরুষ তুরস্কে আশ্রয় নিয়েছে৷

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রেও নিজের অবস্থান জোরালো করার পথে এগোচ্ছেন এর্দোয়ান৷ ন্যাটো ও ইইউ-র সদস্য দেশ গ্রিসের সঙ্গে সংঘাতের প্রশ্নে প্রয়োজনে বল প্রয়োগের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি৷ সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানের পথে এখনো বাধা দূর করতে প্রস্তুত নন তুরস্কের প্রেসিডেন্ট৷ মঙ্গলবার ইস্তানবুলে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারশনের সঙ্গে আলোচনার পরেও তিনি সুর নরম করেন নি৷ সন্ত্রাসবাদ দমনে ইতিবাচক পদক্ষেপ নিলেও সুইডেনের কাছ থেকে সেই দিশায় ‘স্পষ্ট পদক্ষেপ' নেবার আহ্বান জানিয়েছেন এর্দোয়ান৷ অর্থাৎ তুরস্কের দৃষ্টিভঙ্গিতে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে প্রত্যর্পণের মতো সিদ্ধান্ত দেখতে চাইছেন তিনি৷ উল্লেখ্য, ন্যাটোর সব সদস্য দেশের অনুমোদন ছাড়া নতুন সদস্য গ্রহণ করা সম্ভব নয়৷ বাকি সব সদস্য ছাড়পত্র দিলেও তুরস্কের টালবাহানার কারণে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদান অনিশ্চিত হয়ে পড়ছে৷ অবশ্য হাঙ্গেরির অনুমোদনও বাকি রয়েছে৷

সমর্থনের মূল্য আদায় করার আশা এখনো ত্যাগ করছেন না প্রেসিডেন্ট এর্দোয়ান৷ সুইডেন ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়া কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও নিজের চরম শত্রু ফেতুল্লাহ গ্যুলেনের সমর্থকদের উপর চাপ সৃষ্টি করতে চান তিনি৷ চলতি মাসেই স্টকহোমে তিনি সুইডেন ও ফিনল্যান্ডের সরকার প্রধানদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন৷ সেখানে ‘আরও ইতিবাচক' ফলাফলের আশা প্রকাশ করেছেন তিনি৷ সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারশন বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে তার দেশ সহায়তার প্রস্তাব দিতে প্রস্তুত৷ সেই লক্ষ্যে ত্রিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে এক ঘোষণাপত্র স্বাক্ষরের ইঙ্গিত দিচ্ছেন সুইডেনের প্রধানমন্ত্রী৷ ন্যাটো সদস্য হতে হলে অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব পালন করাও জরুরি বলে মনে করছেন ক্রিস্টারশন৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ