1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

সংকটে জার্মানির জোট সরকার

৬ নভেম্বর ২০২৪

টানা দ্বিতীয় বছরের মতো জার্মানির অর্থনীতিতে মন্দা যাচ্ছে৷ এই অবস্থায় অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জার্মানির জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা যাচ্ছে৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস
আগামী বছর সেপ্টেম্বরে পরবর্তী নির্বাচন হওয়ার কথাছবি: REUTERS

সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ শলৎসের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টি৷

অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে এই তিন দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে৷ সে কারণে জুলাই মাসে একবার জোট সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল৷ এখন আবার তেমন পরিস্থিতি তৈরি হয়েছে৷

বুধবার সারাদিন এই তিন দলের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে৷ তবে সন্ধ্যায় মূল আলোচনা অনুষ্ঠিত হবে৷ সেখানে মতের মিল না হলে এফডিপি দল সরকার থেকে বেরিয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে৷ স্বাভাবিক নিয়মে আগামী বছর সেপ্টেম্বরে পরবর্তী নির্বাচন হওয়ার কথা৷

এফডিপি দলের প্রধান ও জোট সরকারের অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার অর্থনীতিতে বড় পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন৷ এর মধ্যে আছে কর্পোরেট কর কমানো, জলবায়ু নীতি সহজ করা এবং সামাজিক ভাতা কমানো৷ তবে এসব বিষয়ে একমত হওয়া শ্রমিকবান্ধব দল এসপিডি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টির জন্য কঠিন৷ তাই গ্রিন পার্টির নেতা ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী রব্যার্ট হাবেক স্বীকার করে বলেছেন, সরকার বড় সমস্যায় আছে৷ তবে তিনি মনে করেন, বর্তমান সময়টা সরকার ব্যর্থ হওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়৷ কারণ হিসেবে তিনি ইউক্রেন যুদ্ধ, জার্মানির আর্থিক মন্দা ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করেছেন৷

সবশেষ জরিপে জোট সরকারের অংশীদার তিন দলের জনপ্রিয়তা বেশ নিচে নেমে যাওয়ার আভাস পাওয়া গেছে৷ এখন নির্বাচন হলে এফডিপি দল সংসদে যাওয়ার জন্য অন্তত পাঁচ শতাংশ ভোট পাওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা পাবে কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে৷ আর এসপিডি ও গ্রিন পার্টিও ২০২১ সালের তুলনায় অনেক কম ভোট পাবে৷

জার্মানির ১৭ শতাংশ মানুষ বাস করছেন দারিদ্র্যে

02:59

This browser does not support the video element.

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ