1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

সংকটে জার্মানির জোট সরকার

৬ নভেম্বর ২০২৪

টানা দ্বিতীয় বছরের মতো জার্মানির অর্থনীতিতে মন্দা যাচ্ছে৷ এই অবস্থায় অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জার্মানির জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা যাচ্ছে৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস
আগামী বছর সেপ্টেম্বরে পরবর্তী নির্বাচন হওয়ার কথাছবি: REUTERS

সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ শলৎসের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টি৷

অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে এই তিন দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে৷ সে কারণে জুলাই মাসে একবার জোট সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল৷ এখন আবার তেমন পরিস্থিতি তৈরি হয়েছে৷

বুধবার সারাদিন এই তিন দলের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে৷ তবে সন্ধ্যায় মূল আলোচনা অনুষ্ঠিত হবে৷ সেখানে মতের মিল না হলে এফডিপি দল সরকার থেকে বেরিয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে৷ স্বাভাবিক নিয়মে আগামী বছর সেপ্টেম্বরে পরবর্তী নির্বাচন হওয়ার কথা৷

এফডিপি দলের প্রধান ও জোট সরকারের অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার অর্থনীতিতে বড় পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন৷ এর মধ্যে আছে কর্পোরেট কর কমানো, জলবায়ু নীতি সহজ করা এবং সামাজিক ভাতা কমানো৷ তবে এসব বিষয়ে একমত হওয়া শ্রমিকবান্ধব দল এসপিডি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টির জন্য কঠিন৷ তাই গ্রিন পার্টির নেতা ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী রব্যার্ট হাবেক স্বীকার করে বলেছেন, সরকার বড় সমস্যায় আছে৷ তবে তিনি মনে করেন, বর্তমান সময়টা সরকার ব্যর্থ হওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়৷ কারণ হিসেবে তিনি ইউক্রেন যুদ্ধ, জার্মানির আর্থিক মন্দা ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করেছেন৷

সবশেষ জরিপে জোট সরকারের অংশীদার তিন দলের জনপ্রিয়তা বেশ নিচে নেমে যাওয়ার আভাস পাওয়া গেছে৷ এখন নির্বাচন হলে এফডিপি দল সংসদে যাওয়ার জন্য অন্তত পাঁচ শতাংশ ভোট পাওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা পাবে কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে৷ আর এসপিডি ও গ্রিন পার্টিও ২০২১ সালের তুলনায় অনেক কম ভোট পাবে৷

জার্মানির ১৭ শতাংশ মানুষ বাস করছেন দারিদ্র্যে

02:59

This browser does not support the video element.

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ