1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্থিরতা সত্ত্বেও আগামীর বাংলাদেশ সম্ভাবনার

৩১ ডিসেম্বর ২০১১

নতুন বছরে দেশ নতুন গতি খুঁজে পাবে৷ দূর হবে রাজনৈতিক সংকট৷ আর অর্থনীতিও ঘুরে দাঁড়াবে- এমন প্রত্যাশা দেশের বিশিষ্টজনদের৷ এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা, সহযোগিতা এবং দেশের মানুষের কল্যাণ চিন্তা৷

Gold2012, cadres fond bleu © Delphimages #35238551 - Portfolio ansehen
প্রতীকী ছবিছবি: Fotolia/Delphimages

রাজনীতির অঙ্গনে এখন বড় ইস্যু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা৷ বিদায়ী বছরে যেমন তেমনি নতুন বছরেও এই ইস্যুই রাজনীতির মাঠকে গরম রাখবে৷ প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধী৷ তবে তিনি মনে করেন নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন৷ তার মতে নির্বাচন বর্জনের মত পরিস্থিতি সৃষ্টি হবে না৷ অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারে বিকল্প ব্যবস্থা পাওয়া যাবে৷ এই মেধাবী জাতির মেধাবী সন্তানরা তা বের করবে৷

আর সাবেক কুটনীতিক ফারুক চৌধুরী মনে করেন, নানা সঙ্কটের মধ্যেও আশার আলো আছে৷ তিনি বলেন ক্ষমতার পরিবর্তন হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়৷ আর রাজনীতি হতে হবে রাজনীতির নিয়মে৷ তাহলে কোন সঙ্কট থাকবেনা৷ আর সেক্ষেত্রে কিছুটা হলেও আশার আলো দেখা গেছে৷

শেয়ার বাজার সহ অর্থনীতির নানা সঙ্কট থাকলেও তার সমাধানের পথ রয়েছে৷ অর্থনীতিতে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি যা সমাধানযোগ্য নয়-বললেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য৷ তবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ জাতীয় বিষয়ে সরকারকে আলাপ আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে এগোতে হবে৷

তারা আশা করেন নতুন বছরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে৷ নতুন সূর্য নিয়ে আসবে নতুন সম্ভাবনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ