1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের অর্থনীতি

৩ এপ্রিল ২০১৩

সাইপ্রাসের সংকট, ইটালিতে সরকার গঠনে অচলাবস্থার মতো পরিস্থিতি সামলাতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷

ছবি: Reuters

সোমবার ইউরোপে ছুটির দিন থাকায় মঙ্গলবারই পুঁজিবাজার খুলেছে৷ উৎপাদন সংক্রান্ত কিছু ইতিবাচক তথ্যের ফলে বাজার কিছুটা আশ্বস্ত হয়েছে৷ তবে সাইপ্রাসের সংকটের কারণে ইউরোর বিনিময় মূল্য কিছুটা পড়ে গেছে৷

আপাতত বাজারের নজর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির দিকে৷ আগামী সপ্তাহে সুদের হার অথবা নীতিগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে৷ রাজনৈতিক নেতারা চলতি সপ্তাহে সাইপ্রাসকে ঘিরে বর্তমান সংকটের সমাধান করতে ব্যর্থ হলে ইসিবি হস্তক্ষেপ করতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ, যেমনটা এর আগেও দেখা গেছে৷

ইটালিতে সরকার গঠনে অচলাবস্থা চলছেছবি: Reuters

ইউরো এলাকায় সংকটের শুরু থেকেই ইসিবি নানা ইতিবাচক পদক্ষেপ নিয়ে এসেছে৷ সুদের হার কমানো থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্রে প্রায় ১ ট্রিলিয়ন, অর্থাৎ ১ লক্ষ কোটি ইউরো ঢালার মতো কাজ করে ইসিবি ঋণ সংকট কাটিয়ে বাজারে আবার অনেকটা আস্থা ফেরাতে পেরেছে৷ সংকটগ্রস্ত রাষ্ট্রগুলির বন্ড কিনেও পরিস্থিতি সামলেছে কেন্দ্রীয় ব্যাংক৷ ইউরো বাঁচাতে সব কিছু করা হবে – ইসিবি প্রধান মারিও দ্রাগির এই মন্তব্যও বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে৷ বৃহস্পতিবার তিনি তাঁর ঘোষিত সংবাদ সম্মেলনে কী বলেন, তার উপর পুঁজিবাজার সহ সব পক্ষই নজর রাখবে৷

আসলে ইউরোপ কিছুতেই ঘর সামলাতে পারছে না৷ ইটালিতে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ বিদায়ী প্রধানমন্ত্রী মারিও মন্টির মতোই কোনো অরাজনৈতিক ব্যক্তিকে আপাতত দেশের রাশ ধরতে হবে, এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ শেষ পর্যন্ত যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, অতি প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে বাজারের উদ্বেগ রয়েছে৷

অন্যদিকে সাইপ্রাসের সরকার জনগণের উপর বাড়তি কর চাপানো সহ সংস্কারের নানা পদক্ষেপ নিচ্ছে৷ ক্যাসিনো খুলে রাজস্ব বাড়াতে চাইছে সে দেশ৷ ১,০০০ কোটি উদ্ধার প্যাকেজ চূড়ান্ত হওয়ায় আপাতত দেউলিয়া হওয়া থেকে বেঁচে গেল সাইপ্রাস৷ সে দেশের অর্থমন্ত্রী পদত্যাগ করায় সরকার অবশ্য কিছুটা অনিশ্চয়তার মুখে পড়লো৷

এসবি/জেডএইচ (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ