1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকট গভীর হচ্ছে ইরানে

১ জানুয়ারি ২০১৮

সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে৷ দেশটির প্রেসিডেন্ট হাসান রোহানি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷ তবে সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন৷

Iran Protest in Teheran
ছবি: Fars

এক রাতেই ১০ জন নিহত হওয়ায় নড়েচড়ে বসেছে ইরান সরকারের উচ্চ মহল৷ জরুরি বৈঠক ডাকার কথাও শোনা গেছে৷ চারদিনের বিক্ষোভে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন৷ গ্রেফতার হয়েছেন শতাধিক৷

স্থানীয় টেলিভিশনের খবর মতে, মৃতদের ছ'জন মারা গেছেন তুয়াসের্কান নামের একটি ছোট্ট শহরে৷ আরো দু'জন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইজেহতে৷ সরকারি টেলিভিশনটির খবরে বলা হয়, তুয়াসের্কানে তিন জন গুলিবিদ্ধ হয়ে এবং তিন জন সংঘর্ষে মারা যান৷

বিক্ষোভে ক্ষয়ক্ষতির ছবি দেখিয়ে সংবাদমাধ্যমটির খবরে আরো বলা হয়, ‘‘গত রাতের ঘটনায় দুঃখজনকভাবে বিভিন্ন শহরে ১০ জন মারা গেছেন৷'' তবে এর বেশি কোনো তথ্য উপস্থাপন করেনি তারা৷

ইজেহ শহরের সংসদ সদস্য হেদায়েতুল্লাহ খাদেমি শহরটিতে সোমবার দু'জনের মৃত্যুর খবর জানান৷ বলেন, ‘‘আমি ঠিক জানি না কে গুলি চালিয়েছিল, পুলিশ না বিক্ষোভকারীরা৷'' একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলছিলেন তিনি৷

সরকারি টেলিভিশনের রিপোর্টে বলা হয়, ‘‘সশস্ত্র বিক্ষোভকারীরা কয়েকটি পুলিশ স্টেশন ও সামরিক ঘাঁটি দখলের চেষ্টা করে৷ কিন্তু নিরাপত্তা বাহিনী দৃঢ়তার সাথে তা মোকাবেলা করে৷'' তবে ঠিক কোথায় এই ঘটনাগুলো হয়েছে, তা পরিষ্কার করে বলেনি তারা৷

এর আগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ চার দিনে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়৷ ইরানে চতুর্থ প্রেসিডেন্ট হাসান রোহানি সবাইকে শান্ত হবার আহ্বান জানান৷ তিনি বলেন যে, সরকারের সমালোচনা করার অধিকার জনগণের আছে৷ কিন্তু কোনো ধরনের সহিংসতা বরদাস্ত না করার ঘোষণা দেন তিনি৷ এরপরও বিক্ষোভ থামেনি৷ বরং সামাজিক গণমাধ্যমে রাজধানী তেহরানসহ ৫০টি শহরে বিক্ষোভের ঘোষণা দেয়া হয়৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ