1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

সংক্রমণের চূড়াতেও রাশিয়ায় শিথিল হচ্ছে লকডাউন

১৫ মে ২০২০

দেশ যখন করোনা ভাইরাস সংক্রমণের চূড়ায় তখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মহামারি মোকাবেলায় আরোপিত বিধিনিষেধ শিথিলের ঘোষণা পর্যবেক্ষকদের অবাক করেছে৷

Russland - Putin wendet sich an Nation
ছবি: picture-alliance/dpa/V. Belousov

রাশিয়ার এখনো প্রতিদিন ১০ হাজারের বেশি কোভিড-১৯ আক্রান্ত নতুন রোগী শনাক্ত হচ্ছে৷ বর্তমান বিশ্বে যা সর্বোচ্চ৷ এছাড়া মোট আক্রান্তের সংখ্যায়ও দেশটি তালিকায় দুই নম্বরে উঠে গেছে৷ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ তাদের উপরে আছে একমাত্র যুক্তরাষ্ট্র (১৪ লাখের বেশি)৷ তবে রাশিয়ার মৃত্যুর সংখ্যা অনেকটাই কমিয়ে রাখতে পেরেছে৷ দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু দুই হাজার ৩০৫ জন৷

দেশের এ অবস্থায় কেন সরকার বিধিনিষেধ শিথিল করছে তা নিয়ে অনেক নাগরিকের মনেই প্রশ্ন জেগেছে৷ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর টানা ছয় সপ্তাহ ধরে দেশটি লকডাউন হয়ে ছিল৷ মঙ্গলবার সরকার ঘোষিত ওই সাধারণ ছুটি শেষ হয়৷

সংক্রমণ এখন থেকে কম থাকার পরও তখন কেন সব বন্ধ করে দেওয়া হয়েছিল? দেশ এখন সংক্রমণের চূড়ায়, এ অবস্থায় কেন নিয়ম শিথিল হচ্ছে? এমন নানা প্রশ্ন বিশেষজ্ঞ পর্যবেক্ষকসহ সাধারণ নাগরিকদের মনে ঘুরছে৷

এর সম্ভাব্য ব্যাখ্যায় রাশিয়ার রাষ্ট্রবিজ্ঞানী আব্বাস গ্যালিয়ামোভ ডয়চে ভেলেকে বলেন, প্রেসিডেন্ট দেশকে পশ্চিমা দেশগুলোর পেছনে পড়ে যাওয়া থেকে আটকাতে চাইছেন৷

"ইউরোপের দেশগুলো এরই মধ্যে লকডাউন তুলে নিতে শুরু করেছে৷ তারা নিশ্চিতভাবেই সমস্যার সমাধান করেছে এবং জনজীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে৷

"পুটিন বুঝতে পেরেছেন, যদি রাশিয়া তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারে তবে রুশ নাগরিকদের চোখে তিনি ছোট হয়ে যাবেন৷”

ইউরোপের দেশগুলোর তুলনায় রাশিয়ায় লকডাউন চালিয়ে যাওয়া অনেক কঠিন বলেও মনে করে এ রাষ্ট্রবিজ্ঞানী৷ বলেন, রাশিয়ায় জীবন যাত্রার মান তাদের চেয়ে নিম্ন এবং বেশিরভাগ রুশ নাগরিকের হাত কোনো সঞ্চয় নেই৷

ইউরোপ ও অ্যামেরিকায় করোনা ভাইরাস যখন থাবা বিস্তার করছিল তখন পুটিন নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনগণের কাছে ভুল তথ্য উপস্থাপন করেছিলেন বলেও সমালোচনা করেন গ্যালিয়ামোভ৷

বলেন, "পুটিন রাশিয়ার জনগণকে এটা বিশ্বাস করাতে চেয়েছিলেন যে, পশ্চিমের মানুষদের তুলনায় তারা ভালো আছেন৷ বিশেষ করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমনভাবে পশ্চিমা দেখগুলোর খবর প্রচার করা হয়েছিল যেন সেখানে চরম বিপর্যয় চলছে৷

"খবরে স্পেনের অবস্থা অত্যন্ত নাটকীয় ভাবে বলা হত৷ বলা হত, যুক্তরাষ্ট্রে চারিদিকে মৃতদেহ পড়ে আছে৷ তিনি নিজেই নিজের ওই প্রপাগান্ডার ফাঁদে আটকা পড়েছেন৷ এখন তিনিও বাস্তবতা এবং পরিসংখ্যানকে উপেক্ষা করতে বাধ্য হচ্ছেন৷ এখন লকডাউন শিথিল করার পর সংক্রমণ ও মৃত্যু না বাড়লেই বাঁচি৷”

পুটিন অবশ্য লকডাউন শিথিল করার সিদ্ধান্তে কিছুটা কৌশলের আশ্রয় নিয়েছেন৷ বিধিনিষেধ শিথিল হবে নাকি হবে না সেই চূড়ান্ত সিদ্ধান্তের ভার তিনি অঙ্গরাজ্যের গভর্নরদের উপর চাপিয়ে দিয়েছেন৷ তাঁরাই নিজ নিজ অঙ্গরাজ্যের বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷

যদিও রাজধানী মস্কোতে মে মাসের শেষ পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে৷

মস্কোর বাসিন্দাদেরই প্রথম ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল৷ এখন হয়তো তারাই সবার শেষে ঘর থেকে বের হওয়ার অনুমতি পাবেন৷ কারণ, মস্কোতে প্রতিদিনই নতুন সংক্রমণের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷

লকডাউন শিথিল করা হলেও ৬৫ বা তার বেশি বয়সের মানুষ এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে যারা ঝুঁকিপূর্ণদের দলে তাদের অবশ্যই ঘরে থাকতে হবে৷ সারা দেশে সব মানুষকে বাইরে বের হতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷

ইউরি রেশেতো/এসএনএল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ